আসানসোল, 24 জানুয়ারি : সমস্ত রাজনৈতিক জল্পনাকে নস্যাৎ করে মলয় ঘটক, জিতেন্দ্র তেওয়ারি, তাপস বন্দ্যোপাধ্যায় সহ আসানসোলের সমস্ত তৃণমূল নেতাদের একসঙ্গে একই অনুষ্ঠানে দেখা গেল । এমন ঘটনা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুমান ।
আরও পড়ুন :আমি দিদির সঙ্গেই আছি: জিতেন্দ্র তিওয়ারি
আজ আসানসোলের বার্নপুর গুরুদ্বারে একটি গেটের উদ্বোধন ছিল । সেই উদ্বোধনে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । অনুষ্ঠানে একইসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, শিক্ষাসেলের রাজ্য সভাপতি অশোক রুদ্র সহ অন্যান্য নেতৃত্বরা । দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছিল জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে । পাশাপাশি শিক্ষা সালের নেতা অশোক রুদ্রকে আসানসোল পৌরনিগমের প্রশাসক পদ থেকে অপসারণ করে দেওয়ার পর তাঁকে নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু আজ সব জল্পনাকে ঘুচিয়ে সমস্ত নেতৃত্বকে একসঙ্গে দেখা গেল ।
আরও পড়ুন :জেলা কমিটির শিকে না ছিঁড়লেও দলেই থাকছেন জিতেন্দ্র
জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞেস করা হল এতদিন পর দূরত্ব ঘুচিয়ে সবার সঙ্গে দেখা হয়ে কেমন লাগছে?
উত্তরে তিনি জানান "এতদিন পর কিংবা দূরত্ব বেড়েছিল এসবই আপনাদের ভাবনা ৷" দলীয় আগাম কর্মসূচি নিয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, 7 ফেব্রুয়ারি আসানসোলে শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয়র একটি ব়্যালি রয়েছে ৷ তার পালটা কর্মসূচি করার বিষয়ে আমি দলের জেলা সভাপতির সঙ্গে আলোচনা করব ।"
আরও পড়ুন :অ্যামেরিকান প্রবাদের পর শায়েরি, জল্পনা উসকে দিলেন জিতেন্দ্র
তবে,অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় জিতেন্দ্র দলে ফিরলেও এখনও পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারিকে সেই ভাবে দলের কোনও অনুষ্ঠানে দেখা যায়নি ৷ এই বিষয়ে অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন "দলটা তো আমাদের তাই আমাদেরকেই ভাবতে দিন ।"