ETV Bharat / city

Asansol Landslide: কালীপাহাড়ির কোলিয়ারিতে ধস, ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি - নিউ ঘুসিক কোলিয়ারি

আসানসোল দক্ষিণের কালীপাহাড়ির নিউ ঘুসিক কোলিয়ারিতে ধস ৷ রবিবার রাতের ঘটনায় এলাকার অন্তত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ ৷ বাসিন্দারা রাত থেকে বাড়ির বাইরে আশ্রয় নিয়েছেন ৷ অনেকেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন ৷

Landslide at New Ghusik Colliery in Kalipahari Asansol 15 House are Damaged
আসানসোল কোলিয়ারিতে ধস, ক্ষতিগ্রস্ত অন্তত 15টি বাড়ি
author img

By

Published : Sep 13, 2021, 12:56 PM IST

Updated : Sep 13, 2021, 4:28 PM IST

আসানসোল, 13 সেপ্টেম্বর : ফের কোলিয়ারিতে ধস ৷ রাতের অন্ধকারে কেঁপে উঠল আসানসোল দক্ষিণের কালীপাহাড়ির নিউ ঘুসিক এলাকা ৷ তার কিছুক্ষণের মধ্যেই ধস নামে গোটা এলাকায় ৷ যার জেরে অন্তত 15টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ এমনকি কয়েকটি বাড়ির দেওয়ালের বেশ কিছু অংশ ভেঙেও পড়েছে ৷ বাসিন্দারা আসবাবপত্র-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছেন ৷ তবে বাড়ি থেকে বেরিয়ে এলেও বাসিন্দারা কোথায় যাবেন, তা নিয়ে সংশয়ে রয়েছেন ৷ প্রসঙ্গত, একাধিকবার কালীপাহাড়ি এলাকায় এমন ধসের ঘটনা ঘটেছে ৷

রবিবার রাতে কালীপাহাড়ির নিউ ঘুসিক 3নং কোলিয়ারি এলাকায় হঠাৎই ভূমিকম্প হতে শুরু করে ৷ কম্পনের পরেই কোলিয়ারি অঞ্চলের একটি খাদানে প্রবল ধস নামে ৷ আর সেই ধসের জেরে খাদানের কাছাকাছি থাকা প্রায় 15টি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেয় ৷ কয়েকটি বাড়ির একাংশ ভেঙেও পড়ে ৷ এর জেরে আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন ৷ তাঁরা আসবাবপত্র-সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ এনিয়ে স্থানীয় এক বাসিন্দা ইন্দ্রজিৎ বাউড়ি বলেন, ‘‘রাত সাড়ে দশটা এগারোটার সময় হঠাৎই মনে হল ভূমিকম্প হচ্ছে ৷ আর তারপরেই দেখি বাড়ির দেওয়াল ফাটতে শুরু করেছে ৷ আমরা ভয়ে বেরিয়ে আসি বাড়ি থেকে ৷ সারারাতই প্রায় বাড়ির বাইরে থেকেছি ৷ রাতে পুলিশ এসেছিল ৷ কিন্তু, আমাদের সরিয়ে নিয়ে যাওয়ার বা অন্য কোথাও পুনর্বাসন দেওয়ার এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা হয়নি ৷’’

কালীপাহাড়ির কোলিয়ারিতে ধস, ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি

আরও পড়ুন :Weather Update : দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির ভ্রুকুটি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

আরেক বাসিন্দা পুতুলদেবী বলেন, ‘‘রাতের বেলায় মনে হল ছাদ থেকে ঝুরঝুর করে কিছু পড়ছে ৷ প্রথমে বুঝতে পারিনি ৷ তার পরে দেখি দেওয়াল ফাটল ধরেছে ৷ আমরা ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসি ৷ কী করব, কোথায় যাব কিছুই জানি না ৷’’ আরেক বাসিন্দা জামশের আলম বলেন, ‘‘আমাদের পাশে প্রশাসনকে পাচ্ছি না সেইভাবে ৷ খুব একা মনে হচ্ছে ৷’’ বন্ধ হয়ে যাওয়া কয়লাখনিতে বালি ভরাট না করার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ আর তা না হলে বেআইনি খনির জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ তবে, বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ খনি বিশেষজ্ঞরা সেখানে ঘটনার তদন্তের জন্য যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Haldia Coast Guard : মাঝসমুদ্রে যান্ত্রিক ত্রুটি, মন্ত্রীর তৎপরতায় উদ্ধার ট্রলার-সহ 14 জন মৎসজীবী

আসানসোল, 13 সেপ্টেম্বর : ফের কোলিয়ারিতে ধস ৷ রাতের অন্ধকারে কেঁপে উঠল আসানসোল দক্ষিণের কালীপাহাড়ির নিউ ঘুসিক এলাকা ৷ তার কিছুক্ষণের মধ্যেই ধস নামে গোটা এলাকায় ৷ যার জেরে অন্তত 15টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ এমনকি কয়েকটি বাড়ির দেওয়ালের বেশ কিছু অংশ ভেঙেও পড়েছে ৷ বাসিন্দারা আসবাবপত্র-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছেন ৷ তবে বাড়ি থেকে বেরিয়ে এলেও বাসিন্দারা কোথায় যাবেন, তা নিয়ে সংশয়ে রয়েছেন ৷ প্রসঙ্গত, একাধিকবার কালীপাহাড়ি এলাকায় এমন ধসের ঘটনা ঘটেছে ৷

রবিবার রাতে কালীপাহাড়ির নিউ ঘুসিক 3নং কোলিয়ারি এলাকায় হঠাৎই ভূমিকম্প হতে শুরু করে ৷ কম্পনের পরেই কোলিয়ারি অঞ্চলের একটি খাদানে প্রবল ধস নামে ৷ আর সেই ধসের জেরে খাদানের কাছাকাছি থাকা প্রায় 15টি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেয় ৷ কয়েকটি বাড়ির একাংশ ভেঙেও পড়ে ৷ এর জেরে আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন ৷ তাঁরা আসবাবপত্র-সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ এনিয়ে স্থানীয় এক বাসিন্দা ইন্দ্রজিৎ বাউড়ি বলেন, ‘‘রাত সাড়ে দশটা এগারোটার সময় হঠাৎই মনে হল ভূমিকম্প হচ্ছে ৷ আর তারপরেই দেখি বাড়ির দেওয়াল ফাটতে শুরু করেছে ৷ আমরা ভয়ে বেরিয়ে আসি বাড়ি থেকে ৷ সারারাতই প্রায় বাড়ির বাইরে থেকেছি ৷ রাতে পুলিশ এসেছিল ৷ কিন্তু, আমাদের সরিয়ে নিয়ে যাওয়ার বা অন্য কোথাও পুনর্বাসন দেওয়ার এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা হয়নি ৷’’

কালীপাহাড়ির কোলিয়ারিতে ধস, ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি

আরও পড়ুন :Weather Update : দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির ভ্রুকুটি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

আরেক বাসিন্দা পুতুলদেবী বলেন, ‘‘রাতের বেলায় মনে হল ছাদ থেকে ঝুরঝুর করে কিছু পড়ছে ৷ প্রথমে বুঝতে পারিনি ৷ তার পরে দেখি দেওয়াল ফাটল ধরেছে ৷ আমরা ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসি ৷ কী করব, কোথায় যাব কিছুই জানি না ৷’’ আরেক বাসিন্দা জামশের আলম বলেন, ‘‘আমাদের পাশে প্রশাসনকে পাচ্ছি না সেইভাবে ৷ খুব একা মনে হচ্ছে ৷’’ বন্ধ হয়ে যাওয়া কয়লাখনিতে বালি ভরাট না করার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ আর তা না হলে বেআইনি খনির জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ তবে, বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ খনি বিশেষজ্ঞরা সেখানে ঘটনার তদন্তের জন্য যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Haldia Coast Guard : মাঝসমুদ্রে যান্ত্রিক ত্রুটি, মন্ত্রীর তৎপরতায় উদ্ধার ট্রলার-সহ 14 জন মৎসজীবী

Last Updated : Sep 13, 2021, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.