ETV Bharat / city

আসানসোল দক্ষিণে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার 4 - যোগীবাবার মন্দির

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ খবর পেয়ে আসানসোলের যোগীবাবার মন্দির এলাকায় হানা দিয়ে এই 4 জনকে গ্রেফতার করে পুলিশ ৷

four people arrest with one fire arms and bullet from asansol dakshin
আসানসোল দক্ষিণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 4 দুষ্কৃতী
author img

By

Published : Apr 1, 2021, 5:51 PM IST

আসানসোল, 1 এপ্রিল : ভোটের মুখে আগ্নেয়াস্ত্রসহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ আসানসোলের যোগীবাবার মন্দির এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয় ৷ খবর পেয়ে আজ ওই এলাকায় হানা দিয়ে চারজনকে আটক করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু‘রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয় ৷ এর পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : বনগাঁয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে যোগীবাবার মন্দির এলাকায় হানা দেয় ৷ সেখানেই এই 4 দুষ্কৃতীকে আটক করে পুলিশ ৷ তাদের তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেফতার করা হয় ৷ সেই সঙ্গে 2 রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, ধৃতরা ডাকাতির জন্য ওই আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৷ ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাদের নাম রজত খান, মহম্মদ সাজ্জাদ, অনুরোধ রাম ও অনিকেত সিং ৷ এদের মধ্যে রজত খানের বাড়ি আসানসোল উত্তরের জাহাঙ্গির মহল্লায় ৷ বাকিদের বাড়ি আসানসোল হীরাপুরের ধরমপুরে ৷

আসানসোল, 1 এপ্রিল : ভোটের মুখে আগ্নেয়াস্ত্রসহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ আসানসোলের যোগীবাবার মন্দির এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয় ৷ খবর পেয়ে আজ ওই এলাকায় হানা দিয়ে চারজনকে আটক করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু‘রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয় ৷ এর পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : বনগাঁয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে যোগীবাবার মন্দির এলাকায় হানা দেয় ৷ সেখানেই এই 4 দুষ্কৃতীকে আটক করে পুলিশ ৷ তাদের তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেফতার করা হয় ৷ সেই সঙ্গে 2 রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, ধৃতরা ডাকাতির জন্য ওই আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৷ ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাদের নাম রজত খান, মহম্মদ সাজ্জাদ, অনুরোধ রাম ও অনিকেত সিং ৷ এদের মধ্যে রজত খানের বাড়ি আসানসোল উত্তরের জাহাঙ্গির মহল্লায় ৷ বাকিদের বাড়ি আসানসোল হীরাপুরের ধরমপুরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.