ETV Bharat / city

আসানসোলে মানসিক অবসাদে আত্মহত্যা প্রৌঢ় দম্পতির

author img

By

Published : Oct 1, 2020, 7:25 PM IST

অনাদি সিংহ ECL-এর অবসরপ্রাপ্ত কর্মী । অবসরের পর স্বামী-স্ত্রী গিরমিন্টের বাড়িতে থাকতেন । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন দম্পতি ।

elderly couple commits suicide
elderly couple commits suicide

আসানসোল, 1 অক্টোবর : দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় অবসাদে আত্মহত্যা করলেন পৌঢ় দম্পত্তি । ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার গিরমিন্ট এলাকায় । মৃতদের নাম অনাদি সিংহ (80) , নীলিমা সিংহ (75) । বাড়ি থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।

অনাদি সিংহ ECL-এর অবসরপ্রাপ্ত কর্মী । অবসরের পর স্বামী-স্ত্রী গিরমিন্টের বাড়িতে থাকতেন । একমাত্র মেয়ের কল্যাণপুর হাউজ়িং-এ বিয়ে হলেও বর্তমানে তিনি কলকাতায় বাসিন্দা । অসুস্থ ছিলেন অনাদি সিংহ ও নীলিমা সিংহ ।

আসানসোলে আত্মহত্যা প্রৌঢ় দম্পতির ৷

পৌঢ় দম্পতির আত্মীয় পলাশ রায় জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন দম্পতি । অবসাদগ্রস্ত হয়ে পড়েন । অসুস্থতার কারণে ছোটোখাটো কাজেও প্রতিবেশীদের সাহায্য নিতে হত ।

পলাশবাবুর কথায়, সম্ভবত অবসাদেই আত্মহত্যা করেছেন দম্পতি । আজ সকাল থেকে দু'জনের সাড়া পাওয়া যায়নি । প্রতিবেশীদের সন্দেহ হয় । বেলা বাড়তে বাড়ির দরজা ভেঙে দেখা যায়, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দম্পতি । একটি সুইসাইড নোটে মিলেছে । সেখানে লেখা আছে, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ৷

প্রতিবেশীরাই আসানসোল উত্তর থানায় খবর দেয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরে দেহ তুলে দেওয়া হয় দম্পতির মেয়ের কাছে ।

আসানসোল, 1 অক্টোবর : দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় অবসাদে আত্মহত্যা করলেন পৌঢ় দম্পত্তি । ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার গিরমিন্ট এলাকায় । মৃতদের নাম অনাদি সিংহ (80) , নীলিমা সিংহ (75) । বাড়ি থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।

অনাদি সিংহ ECL-এর অবসরপ্রাপ্ত কর্মী । অবসরের পর স্বামী-স্ত্রী গিরমিন্টের বাড়িতে থাকতেন । একমাত্র মেয়ের কল্যাণপুর হাউজ়িং-এ বিয়ে হলেও বর্তমানে তিনি কলকাতায় বাসিন্দা । অসুস্থ ছিলেন অনাদি সিংহ ও নীলিমা সিংহ ।

আসানসোলে আত্মহত্যা প্রৌঢ় দম্পতির ৷

পৌঢ় দম্পতির আত্মীয় পলাশ রায় জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন দম্পতি । অবসাদগ্রস্ত হয়ে পড়েন । অসুস্থতার কারণে ছোটোখাটো কাজেও প্রতিবেশীদের সাহায্য নিতে হত ।

পলাশবাবুর কথায়, সম্ভবত অবসাদেই আত্মহত্যা করেছেন দম্পতি । আজ সকাল থেকে দু'জনের সাড়া পাওয়া যায়নি । প্রতিবেশীদের সন্দেহ হয় । বেলা বাড়তে বাড়ির দরজা ভেঙে দেখা যায়, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দম্পতি । একটি সুইসাইড নোটে মিলেছে । সেখানে লেখা আছে, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ৷

প্রতিবেশীরাই আসানসোল উত্তর থানায় খবর দেয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরে দেহ তুলে দেওয়া হয় দম্পতির মেয়ের কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.