ETV Bharat / city

জাতীয় সড়কে যুবকের মৃত্যু, প্রতিবাদে অবরোধ - road

আসানসোলের কালিপাহাড়ির পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ থাকে আসানসোলের 2 নম্বর জাতীয় সড়ক ।

অবরোধ
author img

By

Published : Apr 20, 2019, 7:48 PM IST

Updated : Apr 20, 2019, 8:11 PM IST

আসানসোল, 20 এপ্রিল : পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর জেরে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করা হল আসানসোলের 2 নম্বর জাতীয় সড়ক । মৃতের নাম কৌশিক গোপ (21) । তিনি একটি গাড়ি কোম্পানির কর্মী ছিলেন । অবরোধ তুলতে ঘটনাস্থানে আসে RAF। তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

আজ সকালে জামুড়িয়ার বোগড়ার বাসিন্দা কৌশিক মোটরসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন । স্থানীয় সূত্রে খবর, দু'নম্বর জাতীয় সড়কের কাছে কালিপাহাড়ি মোড়ে একটি তেলের ট্যাঙ্কার কৌশিককে চাপা দেয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । এরপরই স্থানীয়রা মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করে । স্থানীয়দের অভিযোগ, দু'নম্বর জাতীয় সড়কের ছয় নম্বর লেন তৈরির কাজ অর্ধেক করে অসমাপ্ত রাখার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে । অবিলম্বে জাতীয় সড়কের কাজ শেষ করতে হবে । এবং যান চলাচলের সুবিধের জন্য আরও বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে । এরপর পুলিশ মৃতদেহ তুলতে গেলে বাসিন্দারা বাধা দেয় । পরে আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ আসে। নামানো হয় কমব্যাট ফোর্স । শেষে পুলিশ ও ফোর্সের হস্তক্ষেপে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । এরও প্রায় একঘণ্টা পর অবরোধ ওঠে । পুলিশ ঘাতক ট্যাঙ্কারটির খোঁজ চালাচ্ছে ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত আসানসোল শহর ঢোকার মুখে কালিপাহাড়ি উড়ালপুল তৈরি হলেও এখনও চালু হয়নি । ফলে জাতীয় সড়কে যান চলাচলে সমস্যা হয়। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।

আসানসোল, 20 এপ্রিল : পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর জেরে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করা হল আসানসোলের 2 নম্বর জাতীয় সড়ক । মৃতের নাম কৌশিক গোপ (21) । তিনি একটি গাড়ি কোম্পানির কর্মী ছিলেন । অবরোধ তুলতে ঘটনাস্থানে আসে RAF। তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

আজ সকালে জামুড়িয়ার বোগড়ার বাসিন্দা কৌশিক মোটরসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন । স্থানীয় সূত্রে খবর, দু'নম্বর জাতীয় সড়কের কাছে কালিপাহাড়ি মোড়ে একটি তেলের ট্যাঙ্কার কৌশিককে চাপা দেয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । এরপরই স্থানীয়রা মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করে । স্থানীয়দের অভিযোগ, দু'নম্বর জাতীয় সড়কের ছয় নম্বর লেন তৈরির কাজ অর্ধেক করে অসমাপ্ত রাখার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে । অবিলম্বে জাতীয় সড়কের কাজ শেষ করতে হবে । এবং যান চলাচলের সুবিধের জন্য আরও বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে । এরপর পুলিশ মৃতদেহ তুলতে গেলে বাসিন্দারা বাধা দেয় । পরে আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ আসে। নামানো হয় কমব্যাট ফোর্স । শেষে পুলিশ ও ফোর্সের হস্তক্ষেপে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । এরও প্রায় একঘণ্টা পর অবরোধ ওঠে । পুলিশ ঘাতক ট্যাঙ্কারটির খোঁজ চালাচ্ছে ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত আসানসোল শহর ঢোকার মুখে কালিপাহাড়ি উড়ালপুল তৈরি হলেও এখনও চালু হয়নি । ফলে জাতীয় সড়কে যান চলাচলে সমস্যা হয়। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।

Intro:আগে ছবি ও স্ক্রিপ্ট পাঠিয়েছি। ভিশুয়াল বাইট দিলামBody:.Conclusion:
Last Updated : Apr 20, 2019, 8:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.