ETV Bharat / city

অ্যাপেনডিক্স অপারেশন না করেই সেলাই করে দিলেন ডাক্তার - অ্যাপেনডিক্স

পেট কেটে অ্যাপেনডিক্স অপারেশন না করেই আবার সেলাই করে দিলেন চিকিৎসক । আসানসোল ESI হাসপাতালের ঘটনা । রোগীর শরীরে অ্যাপেনডিক্সটি এত বড় হয়ে গিয়েছিল যে সেটি অপারেশন করতে গেলে রোগীর জীবনহানি পর্যন্ত ঘটতে পারত । সেই কারণেই অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয়নি । দাবি দায়িত্বে থাকা চিকিৎসকের ।

ESI hospital
অ্যাপেনডিক্স অপারেশন করলেন না চিকিৎসক
author img

By

Published : Jan 31, 2020, 11:00 PM IST

আসানসোল, 31 জানুায়রি : যন্ত্রণায় ছটফট করছে রোগী । চিকিৎসক পরীক্ষা করে দেখলেন অ্যাপেনডিক্স বৃদ্ধি পেয়েছে । দ্রুত অপারেশন করতে হবে । সেই মতো রোগী ভর্তিও হলেন হাসপাতালে । অপারেশন থিয়েটারে গিয়ে পেট কাটলেন ডাক্তার । কিন্তু অ্যাপেন্ডিক্স বের না করেই সেলাই করে রোগীকে ফের বেডে দিয়ে দিলেন । ঘটনাটি ঘটেছে আসানসোল ESI হাসপাতালে । সুচরিতা বন্দ্যোপাধ্যায় নামে ওই রোগী এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন ।

কুলটির মিঠানি এলাকার বাসিন্দা সুচরিতা বন্দ্যোপাধ্যায় । গত 28 জানুয়ারি আসানসোল ESI হাসপাতালে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে যান তিনি । চিকিৎসক মহম্মদ আলম তাঁকে সে'দিনই হাসপাতালে ভর্তি করে নেন বলে সুচরিতার স্বামী পাপ্পু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন । পাপ্পু বলেন, "29 জানুয়ারি সকাল সাড়ে দশটায় অপারেশনের সময় দেওয়া হয় । কিন্তু ডাক্তারবাবু নিজে আসেন বেলা দেড়টার নাগাদ । এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় রোগীকে । বেশ কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন এবং তিনি জানান এই অপারেশন তাঁর পক্ষে সম্ভব নয় । অ্যাপেনডিক্স নাকি লিভার পর্যন্ত বিস্তৃত হয়েছে । সেই কারণে অ্যাপেনডিক্স বাদ দিতে পারবেন না তিনি ।" ফের পেটের কাটা অংশ সেলাই করে রোগীকে বেডে শুইয়ে দেওয়া হয় । এই ঘটনার পর রোগী নিজেই লিখিত অভিযোগ জানিয়েছেন ওই হাসপাতালের সুপারের কাছে ।

হাসপাতালের সুপার অতনু ভদ্র জানান, সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসকের কাছে লিখিত বয়ান নেওয়া হয়েছে । চিকিৎসক আলম জানিয়েছেন, অ্যাপেনডিক্সটি এত বড় হয়ে গিয়েছিল যে সেটি অপারেশন করতে গেলে রোগীর জীবনহানি পর্যন্ত ঘটতে পারত । সেই কারণেই অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয়নি ।

কী বললেন রোগীর স্বামী ? দেখুন ভিডিয়ো...

আসানসোল, 31 জানুায়রি : যন্ত্রণায় ছটফট করছে রোগী । চিকিৎসক পরীক্ষা করে দেখলেন অ্যাপেনডিক্স বৃদ্ধি পেয়েছে । দ্রুত অপারেশন করতে হবে । সেই মতো রোগী ভর্তিও হলেন হাসপাতালে । অপারেশন থিয়েটারে গিয়ে পেট কাটলেন ডাক্তার । কিন্তু অ্যাপেন্ডিক্স বের না করেই সেলাই করে রোগীকে ফের বেডে দিয়ে দিলেন । ঘটনাটি ঘটেছে আসানসোল ESI হাসপাতালে । সুচরিতা বন্দ্যোপাধ্যায় নামে ওই রোগী এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন ।

কুলটির মিঠানি এলাকার বাসিন্দা সুচরিতা বন্দ্যোপাধ্যায় । গত 28 জানুয়ারি আসানসোল ESI হাসপাতালে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে যান তিনি । চিকিৎসক মহম্মদ আলম তাঁকে সে'দিনই হাসপাতালে ভর্তি করে নেন বলে সুচরিতার স্বামী পাপ্পু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন । পাপ্পু বলেন, "29 জানুয়ারি সকাল সাড়ে দশটায় অপারেশনের সময় দেওয়া হয় । কিন্তু ডাক্তারবাবু নিজে আসেন বেলা দেড়টার নাগাদ । এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় রোগীকে । বেশ কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন এবং তিনি জানান এই অপারেশন তাঁর পক্ষে সম্ভব নয় । অ্যাপেনডিক্স নাকি লিভার পর্যন্ত বিস্তৃত হয়েছে । সেই কারণে অ্যাপেনডিক্স বাদ দিতে পারবেন না তিনি ।" ফের পেটের কাটা অংশ সেলাই করে রোগীকে বেডে শুইয়ে দেওয়া হয় । এই ঘটনার পর রোগী নিজেই লিখিত অভিযোগ জানিয়েছেন ওই হাসপাতালের সুপারের কাছে ।

হাসপাতালের সুপার অতনু ভদ্র জানান, সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসকের কাছে লিখিত বয়ান নেওয়া হয়েছে । চিকিৎসক আলম জানিয়েছেন, অ্যাপেনডিক্সটি এত বড় হয়ে গিয়েছিল যে সেটি অপারেশন করতে গেলে রোগীর জীবনহানি পর্যন্ত ঘটতে পারত । সেই কারণেই অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয়নি ।

কী বললেন রোগীর স্বামী ? দেখুন ভিডিয়ো...
Intro:রোগী যন্ত্রণায় ছটফট করছে। চিকিৎসক পরীক্ষা করে দেখলেন এপেন্ডিক্স বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে অস্ত্রপচার করতে হবে। সেই মতভরোগীকে ভর্তিও করলেন। অপারেশন থিয়েটারে গিয়ে পেট কাটলেন। কিন্তু অ্যাপেন্ডিক্স বের না করে সেলাই করে দিয়ে রোগীকে ফের বেডে দিয়ে দিলেন। আশ্চর্যজনক এই ঘটনা ঘটেছে আসানসোল ইএসআই হাসপাতালে। সুচরিতা বন্দ্যোপাধ্যায় নামে ওই রোগী এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন।


Body:কুলটির মিঠানি এলাকার বাসিন্দা সুচরিতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮ জানুয়ারি আসানসোল ইএসআই হাসপাতালে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে যান তিনি। চিকিৎসক মহম্মদ আলম তাকে সেইদিনই হাসপাতালে ভর্তি করে নেন বলে সুচরিতার স্বামী পাপ্পু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পাপ্পু বন্দ্যোপাধ্যায় আরও জানান "29 জানুয়ারি সকাল সাড়ে দশটায় অপারেশনের সময় দেওয়া হয়। কিন্তু ডাক্তার বাবু নিজে আসেন বেলা দেড়টার সময়। রোগী তখন যন্ত্রণায় ছটফট করছে। এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় রোগীকে। বেশ কিছুক্ষন পর ডাক্তার বেরিয়ে আসেন এবং তিনি জানান এই অপারেশন তার পক্ষে সম্ভব নয়। অ্যাপেন্ডিক্স নাকি লিভার পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেই কারণে এপেনডিক্স বাদ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।" পুনরায় পেটের কাটা অংশ সেলাই করে দিয়ে রোগীকে বেড়ে শুইয়ে দেওয়া হয়। এই ঘটনার পর রোগী নিজেই লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালে সুপারের কাছে।
হাসপাতালের সুপার অতনু ভদ্র ক্যামেরার সামনে সরাসরি কিছু না জানাতে চাইলেও তিনি জানান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কাছে লিখিত নেওয়া হয়েছে। চিকিৎসক আলম জানিয়েছেন এপেনডিক্সটি এত বড় হয়ে গিয়েছিল যে সেটি অপারেশন করতে গেলে রোগীর জীবনহানি পর্যন্ত ঘটতে পারত। সেই কারণেই এপেন্ডিক্স বাদ দেওয়া হয়নি । কিন্তু প্রশ্ন উঠছে আলট্রাসনোগ্রাফি কিংবা অন্যান্য পরীক্ষা করে কি বোঝা যায়নি এপেনডিক্স কত বড়? হাসপাতালের সুপার অতনু ভদ্র জানিয়েছেন, আলট্রাসনোগ্রাফি করে এপেনডিক্স এর সাইজ বোঝা যায় না। আন্দাজেই অপারেশন করতে হয়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.