আসানসোল, 31 জানুায়রি : যন্ত্রণায় ছটফট করছে রোগী । চিকিৎসক পরীক্ষা করে দেখলেন অ্যাপেনডিক্স বৃদ্ধি পেয়েছে । দ্রুত অপারেশন করতে হবে । সেই মতো রোগী ভর্তিও হলেন হাসপাতালে । অপারেশন থিয়েটারে গিয়ে পেট কাটলেন ডাক্তার । কিন্তু অ্যাপেন্ডিক্স বের না করেই সেলাই করে রোগীকে ফের বেডে দিয়ে দিলেন । ঘটনাটি ঘটেছে আসানসোল ESI হাসপাতালে । সুচরিতা বন্দ্যোপাধ্যায় নামে ওই রোগী এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন ।
কুলটির মিঠানি এলাকার বাসিন্দা সুচরিতা বন্দ্যোপাধ্যায় । গত 28 জানুয়ারি আসানসোল ESI হাসপাতালে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে যান তিনি । চিকিৎসক মহম্মদ আলম তাঁকে সে'দিনই হাসপাতালে ভর্তি করে নেন বলে সুচরিতার স্বামী পাপ্পু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন । পাপ্পু বলেন, "29 জানুয়ারি সকাল সাড়ে দশটায় অপারেশনের সময় দেওয়া হয় । কিন্তু ডাক্তারবাবু নিজে আসেন বেলা দেড়টার নাগাদ । এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় রোগীকে । বেশ কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন এবং তিনি জানান এই অপারেশন তাঁর পক্ষে সম্ভব নয় । অ্যাপেনডিক্স নাকি লিভার পর্যন্ত বিস্তৃত হয়েছে । সেই কারণে অ্যাপেনডিক্স বাদ দিতে পারবেন না তিনি ।" ফের পেটের কাটা অংশ সেলাই করে রোগীকে বেডে শুইয়ে দেওয়া হয় । এই ঘটনার পর রোগী নিজেই লিখিত অভিযোগ জানিয়েছেন ওই হাসপাতালের সুপারের কাছে ।
হাসপাতালের সুপার অতনু ভদ্র জানান, সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসকের কাছে লিখিত বয়ান নেওয়া হয়েছে । চিকিৎসক আলম জানিয়েছেন, অ্যাপেনডিক্সটি এত বড় হয়ে গিয়েছিল যে সেটি অপারেশন করতে গেলে রোগীর জীবনহানি পর্যন্ত ঘটতে পারত । সেই কারণেই অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয়নি ।