ETV Bharat / city

Asansol Municipal Corporation Election : শিয়রে পৌরভোট, বাতিল বইমেলা, স্থগিত আসানসোল উৎসব - পৌর নির্বাচনের কারণে স্থগিত আসানসোল উৎসব

22 জানুয়ারি থেকে শুরু পৌরভোট তাই প্রথা ভেঙে এবার বাতিল করা হল আসানসোল বইমেলা (Date of Book Fair And Asansol Utsab Changed due to the Corporation Election)৷ শুধু বইমেলা নয় আপাতত স্থগিত করা হয়েছে আসানসোল উৎসবও ৷

Date of Book Fair And Asansol Utsab Changed due to the Corporation Election
পৌরভোটের কারণে এবার নির্ধারিত সময়ের আগেই অনু্ষ্ঠিত হতে চলেছে আসানসোল বইমেলা
author img

By

Published : Dec 31, 2021, 8:14 AM IST

Updated : Dec 31, 2021, 2:29 PM IST

আসানসোল, 31 ডিসেম্বর : ভেঙে গেল দীর্ঘ 39 বছরের পুরনো প্রথা । পৌরভোটের কারণে এবার নির্ধারিত সময়ের আগেই অনু্ষ্ঠিত হতে চলেছে আসানসোল বইমেলা (Date of book fair and asansol utsab changed due to municipal corporation election) ৷ নিয়মমাফিক আগামী 14 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত বইমেলা হওয়ার কথা ছিল । কিন্তু 22 জানুয়ারি আসানসোল পৌরভোট ৷ সেই কারণেই এবার বাতিল করা হল বইমেলা । একইসঙ্গে স্থগিত করা হয়েছে আসানসোল উৎসবও । ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আসানসোল উৎসব ।

গত কয়েকবছর ধরে আসানসোলে সরকারিভাবেও বইমেলার আয়োজন হচ্ছে । কিন্তু আসানসোলবাসীর প্রাণের উৎসব যুব শিল্পী সংসদের আয়োজিত বইমেলা । এবছর তা 40তম বর্ষে পা দিতে চলেছে । প্রতিবছর জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার থেকে এই বইমেলা শুরু হয় । এবছরও তেমনই চলছিল প্রচার প্রস্তুতি । 14 জানুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা ছিল এবং তা শেষ হত 23 জানুয়ারি । কিন্তু পৌরভোটের ঘোষণার পরই সব ওলটপালট হয়ে যায় ।

আরও পড়ুন : আসানসোল পৌরভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

অন্যদিকে আসানসোল উৎসবও স্থগিত করা হয়েছে । রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের তত্ত্বাবধানে এই উৎসব আয়োজিত হয় । এবছর 7 জানুয়ারি থেকে 16 জানুয়ারি অবধি এই উৎসব হওয়ার কথা ছিল । কিন্তু ভোট মরসুমে নির্বাচন বিধি নিয়ে চিন্তিত উদ্যোক্তারা । আর সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে আসানসোল উৎসবও । উদ্যোক্তাদের পক্ষ থেকে অনির্বাণ দাস জানিয়েছেন, আগামী 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে । বাতিল হয়েছে আগামী 22 জানুয়ারি আসানসোলের মহিশীলাতে নচিকেতার অনুষ্ঠানও । এক কথায় গোটা আসানসোল জুড়েই উৎসবের মেজাজে ভাটা পৌরভোট ।

আসানসোল, 31 ডিসেম্বর : ভেঙে গেল দীর্ঘ 39 বছরের পুরনো প্রথা । পৌরভোটের কারণে এবার নির্ধারিত সময়ের আগেই অনু্ষ্ঠিত হতে চলেছে আসানসোল বইমেলা (Date of book fair and asansol utsab changed due to municipal corporation election) ৷ নিয়মমাফিক আগামী 14 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত বইমেলা হওয়ার কথা ছিল । কিন্তু 22 জানুয়ারি আসানসোল পৌরভোট ৷ সেই কারণেই এবার বাতিল করা হল বইমেলা । একইসঙ্গে স্থগিত করা হয়েছে আসানসোল উৎসবও । ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আসানসোল উৎসব ।

গত কয়েকবছর ধরে আসানসোলে সরকারিভাবেও বইমেলার আয়োজন হচ্ছে । কিন্তু আসানসোলবাসীর প্রাণের উৎসব যুব শিল্পী সংসদের আয়োজিত বইমেলা । এবছর তা 40তম বর্ষে পা দিতে চলেছে । প্রতিবছর জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার থেকে এই বইমেলা শুরু হয় । এবছরও তেমনই চলছিল প্রচার প্রস্তুতি । 14 জানুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা ছিল এবং তা শেষ হত 23 জানুয়ারি । কিন্তু পৌরভোটের ঘোষণার পরই সব ওলটপালট হয়ে যায় ।

আরও পড়ুন : আসানসোল পৌরভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

অন্যদিকে আসানসোল উৎসবও স্থগিত করা হয়েছে । রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের তত্ত্বাবধানে এই উৎসব আয়োজিত হয় । এবছর 7 জানুয়ারি থেকে 16 জানুয়ারি অবধি এই উৎসব হওয়ার কথা ছিল । কিন্তু ভোট মরসুমে নির্বাচন বিধি নিয়ে চিন্তিত উদ্যোক্তারা । আর সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে আসানসোল উৎসবও । উদ্যোক্তাদের পক্ষ থেকে অনির্বাণ দাস জানিয়েছেন, আগামী 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে । বাতিল হয়েছে আগামী 22 জানুয়ারি আসানসোলের মহিশীলাতে নচিকেতার অনুষ্ঠানও । এক কথায় গোটা আসানসোল জুড়েই উৎসবের মেজাজে ভাটা পৌরভোট ।

Last Updated : Dec 31, 2021, 2:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.