আসানসোল, 2 ফেব্রুয়ারি: দরজায় কড়া নাড়ছে আসানসোল পৌরনিগমের ভোট। আগামী 12 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ভোটের আগে এবার সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee In Asansol) নেতৃত্বে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়িতে বামেদের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল। নাগরিক পরিষেবা থেকে শুরু করে এলাকার মানুষজনের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।
আসানসোল পৌরনিগমের 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চলবলপুর গ্রামে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিজের বাড়ি। 16 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বঞ্চনা রয়ে গিয়েছে বলে অভিযোগ। সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চলবলপুর, বড়িরা, দামাগড়িয়া-সহ বিভিন্ন আদিবাসী এলাকায় প্রায় 10 হাজার মানুষের বসবাস। এখনও পর্যন্ত পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই। বাড়ির মহিলাদেরকে মাথায় হাড়ি করে বহুদূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয়। এখনও পর্যন্ত এই এলাকায় বাসের ব্যবস্থা নেই। ছোট ছোট শিশুদের নিয়ে দূর থেকে পায়ে হেঁটে এসে জাতীয় সড়কের উপর থেকে বাস ধরতে হচ্ছে।
আরও পড়ুন: দুর্গাপুরে ফের শুরু পাড়ায় সমাধান
মীনাক্ষী মুখোপাধ্যায় আরও অভিযোগ করেন, এলাকায় পথ দুর্ঘটনার প্রকোপ রয়েছে। প্রায় প্রতিদিনই পথ দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন। শুধু তাই নয় এই দুর্ঘটনা নিয়ে চলছে নানা অসামাজিক কাজকর্মও। দুর্ঘটনায় মারা যাওয়া মানুষজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার টাকা কিংবা কেউ আহত হলে তার ক্ষতিপূরণের টাকা লরি মালিকদের কাছ থেকে নিয়ে নিচ্ছে এলাকার কিছু অসামাজিক ব্যক্তি। এই প্রথা বন্ধ করতেই পুলিশের দ্বারস্থ হয়েছে বামেরা। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "আমরা বামপন্থীরা ডেপুটেশন দিতে এসেছি। টেবিল চাপড়াতে নয়। পুলিশের কাছে সহযোগিতার জন্য আবেদন করতে এসেছি।"