ETV Bharat / city

উদ্যোক্তা বাবুল, হাতির আক্রমণে মৃত মহিলার পরিবারকে সহায়তা - Asansol

আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রীয় সরকারের এককালীন 2 লাখ টাকা তুলে দেওয়া হয় মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

Babul Supriyo
চেক তুলে দেওয়া হল হাতি আক্রমণে মৃতার পরিবারের হাতে
author img

By

Published : Feb 11, 2020, 8:26 PM IST

আসানসোল, 11 ফেব্রুয়ারি : বাবুল সুপ্রিয়র উদ্যোগে কেন্দ্রীয় সহায়তা হাতি আক্রমণে মৃত মহিলার পরিবারকে । বাবুল সুপ্রিয়র প্রতিনিধিদল জেলা বন আধিকারিকের দপ্তরে এই ক্ষতিপূরণ তুলে দেন মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

28 জানুয়ারি সকালে দামোদর ডিঙিয়ে হিরাপুর এলাকায় ঢুকে পড়ে একটি দাঁতাল । সে কালাঝরিয়া গ্রামে অলকা বাউরি নামে এক মহিলাকে পিষে মেরে ফেলে । শুধু তাই নয়, ওই দিন সন্ধ্যাবেলা ইসমাইল এলাকার গুরুনানক পল্লিতে রামু যাদব নামে আর একজনকেও পিষে দেয় ওই হাতিটি । হাতির আক্রমণে পরপর দু'টি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় আসানসোলে ৷ শেষ পর্যন্ত ওই দিন রাতে আসানসোলের মহিশিলা কলোনির সানভিউ পার্কে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হাতিটিকে । নিয়ে যাওয়া হয় পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ।

আরও পড়ুন : আসানসোলে হাতির হামলায় মৃত 2

এই ঘটনার পর মৃত দু'জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । আজ তাঁরই উদ্যোগে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রীয় সরকারের এককালীন 2 লাখ টাকা তুলে দেওয়া হয় মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

প্রতিনিধি দলের সদস্য অরিজিৎ রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ তিনি জানান, জেলা বন আধিকারিকের দপ্তরে অলকা বাউরির পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় । বাবুল সুপ্রিয়র উদ্যোগেই এটা সম্ভব হয়েছে । রামু যাদব নামে আরেক জন যিনি মারা গেছিলেন, তাঁর পরিবারের হাতেও খুব তাড়াতাড়ি চেক তুলে দেওয়া হবে ।

আসানসোল, 11 ফেব্রুয়ারি : বাবুল সুপ্রিয়র উদ্যোগে কেন্দ্রীয় সহায়তা হাতি আক্রমণে মৃত মহিলার পরিবারকে । বাবুল সুপ্রিয়র প্রতিনিধিদল জেলা বন আধিকারিকের দপ্তরে এই ক্ষতিপূরণ তুলে দেন মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

28 জানুয়ারি সকালে দামোদর ডিঙিয়ে হিরাপুর এলাকায় ঢুকে পড়ে একটি দাঁতাল । সে কালাঝরিয়া গ্রামে অলকা বাউরি নামে এক মহিলাকে পিষে মেরে ফেলে । শুধু তাই নয়, ওই দিন সন্ধ্যাবেলা ইসমাইল এলাকার গুরুনানক পল্লিতে রামু যাদব নামে আর একজনকেও পিষে দেয় ওই হাতিটি । হাতির আক্রমণে পরপর দু'টি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় আসানসোলে ৷ শেষ পর্যন্ত ওই দিন রাতে আসানসোলের মহিশিলা কলোনির সানভিউ পার্কে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হাতিটিকে । নিয়ে যাওয়া হয় পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ।

আরও পড়ুন : আসানসোলে হাতির হামলায় মৃত 2

এই ঘটনার পর মৃত দু'জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । আজ তাঁরই উদ্যোগে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রীয় সরকারের এককালীন 2 লাখ টাকা তুলে দেওয়া হয় মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

প্রতিনিধি দলের সদস্য অরিজিৎ রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ তিনি জানান, জেলা বন আধিকারিকের দপ্তরে অলকা বাউরির পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় । বাবুল সুপ্রিয়র উদ্যোগেই এটা সম্ভব হয়েছে । রামু যাদব নামে আরেক জন যিনি মারা গেছিলেন, তাঁর পরিবারের হাতেও খুব তাড়াতাড়ি চেক তুলে দেওয়া হবে ।

Intro:সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের উদ্যোগে কেন্দ্র সরকারের সহায়তা পৌঁছালো হাতি আক্রমনে মৃত মহিলার পরিবারের কাছে। বাবুল সুপ্রিয়ের প্রতিনিধি দল জেলা বন আধিকারিকের দপ্তরে এই ক্ষতিপুরণ তুলে দেন অলকা বাউরির পরিবারের হাতে।Body:গত ২৮ জানুয়ারি দামোদর ডিঙিয়ে হীরাপুর এলাকায় ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। দামোদর নদীর তিরে কালাঝরিয়া গ্রামে অলকা বাউরি নামে এক মহিলাকে পিষে মেরে ফেলে। শুধু তাই নয় ওই দিনই সন্ধ্যে বেলায় ইসমাইল গুরুনানক পল্লী এলাকায় রামু যাদব নামে আরেকজনকেও মেরে ফেলে হাতিটি। হাতি আক্রমনে পরপর দুটি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল আসানসোলে। শেষ পর্যন্ত ওই দিন রাতে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করা হয় হাতিটি। নিয়ে যাওয়া হয় পুরুলিয়ার বান্দোয়ান এলাকায়।
এই ঘটনার পর মৃত দুজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ তাঁরই উদ্যোগে ক্ষতিপুরণ বাবদ কেন্দ্র সরকারের এককালীন ২ লক্ষ টাকা তুলে দেওয়া হল মৃত অলকা বাউরির পরিবারের হাতে।
বাবুলের প্রতিনিধি দলের সদস্য অরিজিত রায় ইটিভি ভারতকে ফোনে জানান, জেলা বনাধিকারিকের দপ্তরে অলকা বাউরির পরিবারকে ২ লক্ষ টাকার কেন্দ্রীয় সরকারের চেক তুলে দেওয়া হয়েছে। বাবুল সুপ্রিয়ের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে। রামু যাদব নামে আরেকজন যিনি মারা গেছিলেন, তাঁকেও খুব তাড়াতাড়ি চেক তুলে দেওয়া হবে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.