ETV Bharat / city

Anubrata Mondal: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই । এই চার্জশিটে অনুব্রত মণ্ডল-সহ (Anubrata Mondal) নাম রয়েছে 95 জনের ৷

CBI submits 4th charge sheet against Anubrata Mondal in Cattle Smuggling Case
গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের
author img

By

Published : Oct 7, 2022, 12:02 PM IST

Updated : Oct 7, 2022, 12:11 PM IST

আসানসোল, 7 অক্টোবর: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) চাঞ্চল্যকর তথ্য । তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই । শুক্রবার সকালে আদালতের অবকাশকালীন বেঞ্চে এই চার্জশিট জমা করা হয় অনুব্রত মণ্ডলের নামে ।

গ্রেফতারির 57 দিনের মাথায় সিবিআই এই মামলায় চতুর্থ চার্জশিট জমা করল । সূত্রের তরফে জানা গিয়েছে, মোট 35 পাতার চার্জশিটে অনুব্রত-সহ নাম রয়েছে 95 জনের (Charge sheet against Anubrata Mondal)৷

গত 11 অগস্ট সিবিআই গ্রেফতার করেছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । সেইদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । এরপর পরপর দুবার অনুব্রত মণ্ডলকে মোট 14 দিনের জন্য সিবিআই নিজেদের হেফাজতে নেয় । তারপর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন । শুক্রবার গ্রেফতারির 57 দিনের মাথায় অনুব্র‍ত মণ্ডলের নামে চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই ।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মোট 35 পাতার চার্জশিট জমা করেছে সিবিআই । এই চার্জশিটে একদিকে অনেক দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারার উল্লেখ রয়েছে, পাশাপাশি রয়েছে অনুব্রত মণ্ডলের অন্য অ্যাকাউন্টের খোঁজ । তাঁর নামে 18 কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও উল্লেখ রয়েছে চার্জশিটে । এছাড়াও 53টি দলিলের উল্লেখ করা আছে এই চার্জশিটে । এই দলিলগুলি সবই অনুব্রত ও তাঁর স্ত্রী-কন্যার নামে রয়েছে বলে জানিয়েছে সিবিআই ৷

আরও পড়ুন: হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত ও বোলপুর পৌরসভার

আগামী 29 অক্টোবর পরবর্তী শুনানি অনুব্রত মণ্ডলের । তার আগেই চার্জশিট জমা করল সিবিআই । পরবর্তী শুনানিতে অনুব্রতর জামিন রুখতে সিবিআই এই চার্জশিটকে কেন্দ্র করে আরও অনেক যুক্তি সামনে আনবে বলে মনে করা হচ্ছে ৷ স্বভাবতই গরু পাচার মামলা এতে আরও গতি পেল তাতে কোনও সন্দেহ নেই ।

আসানসোল, 7 অক্টোবর: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) চাঞ্চল্যকর তথ্য । তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই । শুক্রবার সকালে আদালতের অবকাশকালীন বেঞ্চে এই চার্জশিট জমা করা হয় অনুব্রত মণ্ডলের নামে ।

গ্রেফতারির 57 দিনের মাথায় সিবিআই এই মামলায় চতুর্থ চার্জশিট জমা করল । সূত্রের তরফে জানা গিয়েছে, মোট 35 পাতার চার্জশিটে অনুব্রত-সহ নাম রয়েছে 95 জনের (Charge sheet against Anubrata Mondal)৷

গত 11 অগস্ট সিবিআই গ্রেফতার করেছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । সেইদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । এরপর পরপর দুবার অনুব্রত মণ্ডলকে মোট 14 দিনের জন্য সিবিআই নিজেদের হেফাজতে নেয় । তারপর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন । শুক্রবার গ্রেফতারির 57 দিনের মাথায় অনুব্র‍ত মণ্ডলের নামে চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই ।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মোট 35 পাতার চার্জশিট জমা করেছে সিবিআই । এই চার্জশিটে একদিকে অনেক দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারার উল্লেখ রয়েছে, পাশাপাশি রয়েছে অনুব্রত মণ্ডলের অন্য অ্যাকাউন্টের খোঁজ । তাঁর নামে 18 কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও উল্লেখ রয়েছে চার্জশিটে । এছাড়াও 53টি দলিলের উল্লেখ করা আছে এই চার্জশিটে । এই দলিলগুলি সবই অনুব্রত ও তাঁর স্ত্রী-কন্যার নামে রয়েছে বলে জানিয়েছে সিবিআই ৷

আরও পড়ুন: হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত ও বোলপুর পৌরসভার

আগামী 29 অক্টোবর পরবর্তী শুনানি অনুব্রত মণ্ডলের । তার আগেই চার্জশিট জমা করল সিবিআই । পরবর্তী শুনানিতে অনুব্রতর জামিন রুখতে সিবিআই এই চার্জশিটকে কেন্দ্র করে আরও অনেক যুক্তি সামনে আনবে বলে মনে করা হচ্ছে ৷ স্বভাবতই গরু পাচার মামলা এতে আরও গতি পেল তাতে কোনও সন্দেহ নেই ।

Last Updated : Oct 7, 2022, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.