ETV Bharat / city

আসানসোলে কমিশনের স্টিকার লাগানো গাড়িতে BJP-র ফ্ল্যাগ - বাবুল সুপ্রিয়

একদিকে 'On Election Duty'-র স্টিকার লাগানো আর অন্যদিকে BJPর ঝান্ডা। ভিতরে বসে BJPর কর্মকর্তারা। বাবুলের বাড়ির অদূরে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িকে ঘিরে বিতর্ক। তবে বিষয়টি খতিয়ে দেখছে কমিশন।

গাড়িতে নির্বাচন কমিশনের স্টিকার ও BJPর ঝান্ডা
author img

By

Published : Apr 10, 2019, 8:28 PM IST

Updated : Apr 10, 2019, 10:47 PM IST

আসানসোল, 10 এপ্রিল : সাদা চারচাকা গাড়ি। সামনে স্টিকার লাগানো 'On Election Duty'। অথচ গাড়ির সামনে ঝুলছে BJP-র দলীয় পতাকা। ভিতরে বসে গেরুয়া শিবিরের কর্মীরা। আজ আসানসোলের মহিশিলায় বাবুল সুপ্রিয়র বাড়ির অদূরে দাঁড়িয়ে থাকা এই গাড়িটিকে ঘিরে তৈরি হয় বিতর্ক।

আজ আসানসোলের মহিশিলা এলাকায় ব্যান্ড বাজানো সহ চলছিল বাবুল সুপ্রিয়র ভোট প্রচার অভিযান। সেইসময় তার বাড়ি থেকে অল্প দূরে ওই চারচাকা গাড়িটিকে দেখা যায়। গাড়িতে যারা বসেছিলেন তাদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে কোনও উত্তর মেলেনি। বরং ক্যামেরা দেখতে পেয়েই ওই গাড়ির চালক স্টিকারটি ছিঁড়ে ফেলেন।

ভিডিয়োয় দেখুন

এই বিষয়ে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আমরা তো আগেই বলছি নির্বাচন কমিশন আর BJP এক হয়ে গেছে। অমিত শাহকে রাজ্যে নির্বাচন কমিশনের হেড করে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু তারপরেও ওরা হারবে। কারণ বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। এর আগে বিধানসভা নির্বাচনেও এরকম অনেক কিছু হয়েছিল। কিন্তু ওরা কিছু করতে পারেনি। ওরা BJP-র কাজ করতে পারে কিন্তু ভোটার কোথায় পাবে ? ভোটের দিন বোঝা যাবে কত ধানে কত চাল। "

অন্যদিকে বাবুলের ইলেকশন এজেন্ট তাপস রায় জানিয়েছেন, এটা একটা চক্রান্ত হতে পারে। কারণ BJP এই ধরনের কোনও কাজ করেছে বলে তাঁর জানা নেই। এটা BJP-কে বদনাম করার চক্রান্ত মাত্র।

পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক অরিন্দম রায় জানিয়েছেন, হতে পারে নির্বাচনের কাজের জন্য গাড়িটিকে প্রথমে নেওয়া হয়েছিল। পরে গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গাড়ির চালক কোন কারণে স্টিকারটি তোলেননি তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করছে কমিশন।

আসানসোল, 10 এপ্রিল : সাদা চারচাকা গাড়ি। সামনে স্টিকার লাগানো 'On Election Duty'। অথচ গাড়ির সামনে ঝুলছে BJP-র দলীয় পতাকা। ভিতরে বসে গেরুয়া শিবিরের কর্মীরা। আজ আসানসোলের মহিশিলায় বাবুল সুপ্রিয়র বাড়ির অদূরে দাঁড়িয়ে থাকা এই গাড়িটিকে ঘিরে তৈরি হয় বিতর্ক।

আজ আসানসোলের মহিশিলা এলাকায় ব্যান্ড বাজানো সহ চলছিল বাবুল সুপ্রিয়র ভোট প্রচার অভিযান। সেইসময় তার বাড়ি থেকে অল্প দূরে ওই চারচাকা গাড়িটিকে দেখা যায়। গাড়িতে যারা বসেছিলেন তাদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে কোনও উত্তর মেলেনি। বরং ক্যামেরা দেখতে পেয়েই ওই গাড়ির চালক স্টিকারটি ছিঁড়ে ফেলেন।

ভিডিয়োয় দেখুন

এই বিষয়ে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আমরা তো আগেই বলছি নির্বাচন কমিশন আর BJP এক হয়ে গেছে। অমিত শাহকে রাজ্যে নির্বাচন কমিশনের হেড করে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু তারপরেও ওরা হারবে। কারণ বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। এর আগে বিধানসভা নির্বাচনেও এরকম অনেক কিছু হয়েছিল। কিন্তু ওরা কিছু করতে পারেনি। ওরা BJP-র কাজ করতে পারে কিন্তু ভোটার কোথায় পাবে ? ভোটের দিন বোঝা যাবে কত ধানে কত চাল। "

অন্যদিকে বাবুলের ইলেকশন এজেন্ট তাপস রায় জানিয়েছেন, এটা একটা চক্রান্ত হতে পারে। কারণ BJP এই ধরনের কোনও কাজ করেছে বলে তাঁর জানা নেই। এটা BJP-কে বদনাম করার চক্রান্ত মাত্র।

পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক অরিন্দম রায় জানিয়েছেন, হতে পারে নির্বাচনের কাজের জন্য গাড়িটিকে প্রথমে নেওয়া হয়েছিল। পরে গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গাড়ির চালক কোন কারণে স্টিকারটি তোলেননি তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করছে কমিশন।

Last Updated : Apr 10, 2019, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.