ETV Bharat / city

Senior Citizen Murder : 3 মাস নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধার দেহ - Senior Citizen Murder

তিন মাস ধরে নিখোঁজ ছিলেন আসানসোলের রানিগঞ্জের বাসিন্দা সন্ধ্যা দে (Senior Citizen Murder) ৷ আজ সকালে স্থানীয় একটি পুকুরে তাঁর ফুলে ফেঁপে ওঠা দেহ ভেসে ওঠে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করে ওই বৃদ্ধার দেহ জলে ডুবিয়ে রাখা হয়েছিল (Body of an Old Lady Found in Pond at Asansol) ৷

Body of an Old Lady Found in Pond at Asansol
Body of an Old Lady Found in Pond at Asansol
author img

By

Published : Jan 16, 2022, 5:11 PM IST

রানিগঞ্জ, 16 জানুয়ারি : তিন মাস নিখোঁজ থাকার পর উদ্ধার হল বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ ৷ আসানসোলের রানিগঞ্জ পৌরসভার 93 নং ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার ঘটনা ৷ মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা দে ৷ ওই এলাকার গোপাল বাঁধ পুকুরে আজ সকালে দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা ৷ রানিগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করেছে (Senior Citizen Murder) ৷ দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ পরিবার রানিগঞ্জ থানায় খুনে অভিযোগ দায়ের করেছে ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, গত 3 মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ পরিবারের তরফে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে ৷ আর আজ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে (Body of an Old Lady Found in Pond at Asansol) ৷ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দেহটি দেখে পুলিশের অনুমান, বৃদ্ধাকে মেরে বহুদিন ধরে পুকুরের জলে ডুবিয়ে রাখা হয়েছিল ৷ কোনও কিছুর সাহায্যে দেহটিকে বেঁধে রাখা হয়েছিল ৷ ফলে দীর্ঘদিন জলের তলায় থাকার ফলে দেহটি ফুলে উঠেছে ৷ এমনকি তাঁর মুখও থেঁতলে দেওয়া হয়েছে ৷ পরনের শাড়ি ও সোয়েটার দেখে তাঁকে চিহ্নিত করেছে পরিবার ৷

আরও পড়ুন : Couple Burnt in Chandrakona : পৌষ পার্বণের পিঠে পুলি তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী

সন্ধ্যা দে’র মৃত্যু কবে, কখন, কীভাবে হয়েছে, তা জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ তবে, সন্ধ্যা দে’র পরিবারের সদস্যদের উপরেও নজর রাখছে পুলিশ ৷ কারণ এই ঘটনায় পরিবারের কেউ জড়িত থাকতেই পারেন ৷ ফলে সবদিক খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ ৷

রানিগঞ্জ, 16 জানুয়ারি : তিন মাস নিখোঁজ থাকার পর উদ্ধার হল বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ ৷ আসানসোলের রানিগঞ্জ পৌরসভার 93 নং ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার ঘটনা ৷ মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা দে ৷ ওই এলাকার গোপাল বাঁধ পুকুরে আজ সকালে দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা ৷ রানিগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করেছে (Senior Citizen Murder) ৷ দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ পরিবার রানিগঞ্জ থানায় খুনে অভিযোগ দায়ের করেছে ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, গত 3 মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ পরিবারের তরফে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে ৷ আর আজ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে (Body of an Old Lady Found in Pond at Asansol) ৷ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দেহটি দেখে পুলিশের অনুমান, বৃদ্ধাকে মেরে বহুদিন ধরে পুকুরের জলে ডুবিয়ে রাখা হয়েছিল ৷ কোনও কিছুর সাহায্যে দেহটিকে বেঁধে রাখা হয়েছিল ৷ ফলে দীর্ঘদিন জলের তলায় থাকার ফলে দেহটি ফুলে উঠেছে ৷ এমনকি তাঁর মুখও থেঁতলে দেওয়া হয়েছে ৷ পরনের শাড়ি ও সোয়েটার দেখে তাঁকে চিহ্নিত করেছে পরিবার ৷

আরও পড়ুন : Couple Burnt in Chandrakona : পৌষ পার্বণের পিঠে পুলি তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী

সন্ধ্যা দে’র মৃত্যু কবে, কখন, কীভাবে হয়েছে, তা জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ তবে, সন্ধ্যা দে’র পরিবারের সদস্যদের উপরেও নজর রাখছে পুলিশ ৷ কারণ এই ঘটনায় পরিবারের কেউ জড়িত থাকতেই পারেন ৷ ফলে সবদিক খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.