আসানসোল, 21 এপ্রিল : অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন পেলেন বেআইনি কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র । গত 16 এপ্রিল তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল । বর্তমানে 7 দিনের সিবিআই হেফাজতে ছিলেন বিকাশ মিশ্র । আগামী 22 এপ্রিল তাঁকে পুনরায় কোর্টে তোলা হত । কিন্তু এরই মাঝেই অসুস্থ হওয়ার কারণে তাঁকে অন্তর্বর্তী জামিন দিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক ।
বেআইনি কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র । কয়লাকাণ্ড নিয়ে সিবিআই তৎপর হতেই বিনয় মিশ্র এবং তাঁর ভাই বিকাশ গা ঢাকা দেন । বিনয় মিশ্রের এখনও পর্যন্ত কোনও হদিস পাওয়া যায়নি । কিন্তু গত 16 মার্চ বিকাশ মিশ্রকে ইডি দিল্লির বসন্ত বিহার থেকে গ্রেফতার করেছিল । এরপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি । তারপর তিহার জেলে ছিলেন বিকাশ মিশ্ৰ । সিবিআই বিকাশকে নিজেদের হেফাজতে নেওয়ার পরিপ্রেক্ষিতে আসানসোল সিবিআই আদালতে তোলার জন্য আবেদন করে । তা মঞ্জুর হয় । সেই মোতাবেক 16 এপ্রিল আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় বিকাশ মিশ্রকে । তাঁকে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
আরও পড়ুন : কাল ভোট, আজ বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে
কিন্তু সিবিআই হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন বিকাশ । বর্তমানে তিনি চিকিৎসাধীন । তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছিলেন বিকাশের আইনজীবী । বিচারক তা মঞ্জুর করেন ।