ETV Bharat / city

বিজেপি নেতা আটক, সালানপুর থানায় ধর্না প্রার্থীর

author img

By

Published : Apr 26, 2021, 7:43 AM IST

Updated : Apr 26, 2021, 8:10 AM IST

বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের অভিযোগ, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে ।

bjp-leader-detained-candidate-protest-in-salanpur-ps
bjp-leader-detained-candidate-protest-in-salanpur-ps

সালানপুর (পশ্চিম বর্ধমান) , 26 এপ্রিল : ভোট গ্রহণের আগের রাতে বিজেপি নেতা মনোজ তিওয়ারিকে আটক করল পুলিশ । প্রতিবাদে বারাবনি বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায় কর্মী সমর্থকদের নিয়ে সালানপুর থানার সামনে ধর্নায় বসেন ।

সালানপুর থানায় ধর্নায় প্রার্থী ৷

রবিবার রাতে আচমকাই আটক করা হয় মনোজ তিওয়ারিকে । পুলিশ সুত্রে খবর, যে রাজনৈতিক নেতা কর্মীরা সোমবারের নির্বাচনে অশান্তির করতে পারে বলে আশঙ্কা, তাদের আটক করা হয়েছে ৷ যদিও বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের অভিযোগ, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে । ভোটের ঠিক আগের রাতে বিনা কারণে সালানপুর থানার পুলিশ মনোজ তিওয়ারিকে আটক করেছে ।

অরিজিৎ রায়ের দাবি, পুলিশ দ্বিচারিতা করে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের ছাড় দিচ্ছে, এলাকায় সন্ত্রাস চালানোর জন্য ৷

সালানপুর (পশ্চিম বর্ধমান) , 26 এপ্রিল : ভোট গ্রহণের আগের রাতে বিজেপি নেতা মনোজ তিওয়ারিকে আটক করল পুলিশ । প্রতিবাদে বারাবনি বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায় কর্মী সমর্থকদের নিয়ে সালানপুর থানার সামনে ধর্নায় বসেন ।

সালানপুর থানায় ধর্নায় প্রার্থী ৷

রবিবার রাতে আচমকাই আটক করা হয় মনোজ তিওয়ারিকে । পুলিশ সুত্রে খবর, যে রাজনৈতিক নেতা কর্মীরা সোমবারের নির্বাচনে অশান্তির করতে পারে বলে আশঙ্কা, তাদের আটক করা হয়েছে ৷ যদিও বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের অভিযোগ, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে । ভোটের ঠিক আগের রাতে বিনা কারণে সালানপুর থানার পুলিশ মনোজ তিওয়ারিকে আটক করেছে ।

অরিজিৎ রায়ের দাবি, পুলিশ দ্বিচারিতা করে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের ছাড় দিচ্ছে, এলাকায় সন্ত্রাস চালানোর জন্য ৷

Last Updated : Apr 26, 2021, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.