ETV Bharat / city

প্রবল কালবৈশাখীতেও ঝোড়ো প্রচারে সায়নী, ভাইরাল ভিডিয়ো

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় ৷ তাতে কী...ঝড়ের মধ্য়েই ছুটে ছুটে ঝোড়ো প্রচার চালিয়ে গেলেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

asansole south tmc candidate sayani ghosh campaigning amid storm
প্রবল কালবৈশাখীতেও ঝোড়ো প্রচারে সায়নী, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Apr 19, 2021, 11:18 AM IST

Updated : Apr 19, 2021, 4:24 PM IST

আসানসোল, 19 এপ্রিল: ভোট প্রায় দোরগোড়ায় ৷ 26 এপ্রিল তাঁর কেন্দ্র আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ ৷ তাই এখন আর দম ফেলার সময় নেই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের ৷ ছুটে ছুটে প্রচার সারছেন ৷ পৌঁছে যাচ্ছেন জনতার দুয়ারে দুয়ারে ৷ ঝড়-জল-রোদ কোনওকিছুকেই পরোয়া করছেন না ৷ কালবৈশাখীর ঝড়েও ঝোড়ো প্রচার সারছেন অভিনেত্রী-রাজনীতিক ৷ সেই ছবি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷

আসানসোল দক্ষিণে তৃণমূল তাঁকে প্রার্থী করার পর থেকেই সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন সায়নী ঘোষ ৷ ঘরের মেয়ের মতোই রোজ তিনি পৌঁছে যাচ্ছেন ভোটারদের অন্দরমহলে ৷ হাসিমুখে করমর্দন, উত্সাহী ভক্তদের আব্দার মেনে সেলফি তোলা, কাকিমা-ঠাকুমাদের সঙ্গে গল্পে মেতে ওঠা - কোনওকিছুই বাদ রাখছেন না ৷

এরই মধ্যে জড়িয়েছেন নানা বিতর্কে ৷ 2 মের পর তিনি কন্ডোমের দোকান খুলবেন বলে কটাক্ষ করেছিলেন তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তথা আসানসোলের ভূমিকন্যা অগ্নিমিত্রা পল ৷ সৌজন্য বজায় রেখেই তাঁকে জবাব দিয়েছেন সায়নী ৷ তাঁর শাড়ি পরে কয়লাখনিতে ঢুকে পড়া নিয়েও হয়েছে বিতর্ক ৷ আবার প্রচারের মাঝে সবাইকে চমকে দিয়ে অতর্কিতে শাড়ির কুঁচি ধরে হঠাত্ দৌড় ৷ পরে জানা যায়, দলীয় কর্মীরা তাঁকে ঘিরে ভিড় করায় দৌড়ে গিয়ে একটু ফাঁকা জায়গায় দিয়ে রক্ষীদের নিরাপত্তা বলয় তৈরি করতে বলেন সায়নী ৷ নানা ঘটনায় বারবার নিজের দিকে নজর টেনে নিয়েছেন অভিনেত্রী-প্রার্থী ৷ আর এ বার তিনি ভোটের প্রচার সারলেন ঝড়ের মধ্য়েই ৷

প্রবল কালবৈশাখীতেও ঝোড়ো প্রচারে সায়নী, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে কালো করে মেঘ জমেছে ৷ তার মধ্যেই ঢাক-ঢোল পিটিয়ে প্রচার চালাচ্ছেন সায়নী ৷ কোমর দুলে উঠছে নাচের তালে ৷ হঠাত্ই দমকা হাওয়া চলতে শুরু করে ৷ শোঁ শোঁ শব্দে তখন কালবৈশাখীর আগমণীর সুর ৷ তবে ঝড়কে জড়িয়েই ঝড়ের মতো প্রচার চালাতে থাকেন তৃণমূল প্রার্থী ৷ ঝড়ের ভ্রুকুটি তাঁর হাসিমুখ, মানুষের সঙ্গে করমর্দন কোনওটাতেই বাধ সাধতে পারেনি ৷ উত্সাহী জনতাও তাঁকে ঝড়ের মধ্যেই মালা পরিয়ে দিয়েছেন, ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় সায়নীকে বলতে শোনা গিয়েছে, "রোদের মতোই ঝড়ও আমাদের বন্ধু ৷"

ভাগ্য পরীক্ষা সামনেই ৷ ঝড়ের গতিতেই তিনি এগিয়ে যাবেন ? নাকি তাঁকে বেগ পেতে হবে ভূমিকন্যা অগ্নিমিত্রার কাছে ৷ তার উত্তর অবশ্য সময়ই দেবে ৷

আসানসোল, 19 এপ্রিল: ভোট প্রায় দোরগোড়ায় ৷ 26 এপ্রিল তাঁর কেন্দ্র আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ ৷ তাই এখন আর দম ফেলার সময় নেই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের ৷ ছুটে ছুটে প্রচার সারছেন ৷ পৌঁছে যাচ্ছেন জনতার দুয়ারে দুয়ারে ৷ ঝড়-জল-রোদ কোনওকিছুকেই পরোয়া করছেন না ৷ কালবৈশাখীর ঝড়েও ঝোড়ো প্রচার সারছেন অভিনেত্রী-রাজনীতিক ৷ সেই ছবি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷

আসানসোল দক্ষিণে তৃণমূল তাঁকে প্রার্থী করার পর থেকেই সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন সায়নী ঘোষ ৷ ঘরের মেয়ের মতোই রোজ তিনি পৌঁছে যাচ্ছেন ভোটারদের অন্দরমহলে ৷ হাসিমুখে করমর্দন, উত্সাহী ভক্তদের আব্দার মেনে সেলফি তোলা, কাকিমা-ঠাকুমাদের সঙ্গে গল্পে মেতে ওঠা - কোনওকিছুই বাদ রাখছেন না ৷

এরই মধ্যে জড়িয়েছেন নানা বিতর্কে ৷ 2 মের পর তিনি কন্ডোমের দোকান খুলবেন বলে কটাক্ষ করেছিলেন তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তথা আসানসোলের ভূমিকন্যা অগ্নিমিত্রা পল ৷ সৌজন্য বজায় রেখেই তাঁকে জবাব দিয়েছেন সায়নী ৷ তাঁর শাড়ি পরে কয়লাখনিতে ঢুকে পড়া নিয়েও হয়েছে বিতর্ক ৷ আবার প্রচারের মাঝে সবাইকে চমকে দিয়ে অতর্কিতে শাড়ির কুঁচি ধরে হঠাত্ দৌড় ৷ পরে জানা যায়, দলীয় কর্মীরা তাঁকে ঘিরে ভিড় করায় দৌড়ে গিয়ে একটু ফাঁকা জায়গায় দিয়ে রক্ষীদের নিরাপত্তা বলয় তৈরি করতে বলেন সায়নী ৷ নানা ঘটনায় বারবার নিজের দিকে নজর টেনে নিয়েছেন অভিনেত্রী-প্রার্থী ৷ আর এ বার তিনি ভোটের প্রচার সারলেন ঝড়ের মধ্য়েই ৷

প্রবল কালবৈশাখীতেও ঝোড়ো প্রচারে সায়নী, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে কালো করে মেঘ জমেছে ৷ তার মধ্যেই ঢাক-ঢোল পিটিয়ে প্রচার চালাচ্ছেন সায়নী ৷ কোমর দুলে উঠছে নাচের তালে ৷ হঠাত্ই দমকা হাওয়া চলতে শুরু করে ৷ শোঁ শোঁ শব্দে তখন কালবৈশাখীর আগমণীর সুর ৷ তবে ঝড়কে জড়িয়েই ঝড়ের মতো প্রচার চালাতে থাকেন তৃণমূল প্রার্থী ৷ ঝড়ের ভ্রুকুটি তাঁর হাসিমুখ, মানুষের সঙ্গে করমর্দন কোনওটাতেই বাধ সাধতে পারেনি ৷ উত্সাহী জনতাও তাঁকে ঝড়ের মধ্যেই মালা পরিয়ে দিয়েছেন, ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় সায়নীকে বলতে শোনা গিয়েছে, "রোদের মতোই ঝড়ও আমাদের বন্ধু ৷"

ভাগ্য পরীক্ষা সামনেই ৷ ঝড়ের গতিতেই তিনি এগিয়ে যাবেন ? নাকি তাঁকে বেগ পেতে হবে ভূমিকন্যা অগ্নিমিত্রার কাছে ৷ তার উত্তর অবশ্য সময়ই দেবে ৷

Last Updated : Apr 19, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.