ETV Bharat / city

Anubrata Mondal: ফের অনুব্রতকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত - তৃণমূল কংগ্রেস

গত 11 অগস্ট গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই (CBI) গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ তার পর 14 দিন সিবিআই হেফাজতে ছিলেন তিনি ৷ সেই মেয়াদ শেষ হতে তাঁকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত ৷ আজ আবার তাঁকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত ৷

asansol-special-cbi-court-sends-anubrata-mondal-for-14-days-of-judicial-custody
Anubrata Mondal: ফের অনুব্রতকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত
author img

By

Published : Sep 7, 2022, 4:14 PM IST

Updated : Sep 7, 2022, 4:56 PM IST

আসানসোল, 7 সেপ্টেম্বর : 14 দিনের জেল হেফাজতের শেষে বুধবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবার আবার সিবিআই (CBI) আদালতে তোলা হয় । দু’পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাবের পর সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই নেতাকে তিনি আবার 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠান ।

বুধবার শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, তিনি যে গরু পাচারে (Cattle Smuggling Case) যুক্ত তার কোনও প্রমাণ দিতে পারেনি সিবিআই । আইনগতভাবে এক জেলা থেকে অন্য জেলায় গরু নিয়ে গেলে সেটা পাচার নয় । ক্রস বর্ডার গরু পাচারে অনুব্রতর কোনও হাত থাকতে পারে না । সেখানে কাস্টমস ও বিএসএফ (BSF) জড়িত থাকতে পারে । সেক্ষেত্রে আজ অবধি কোনও কাস্টমস অফিসার গ্রেফতার হয়নি । গরু পাচারের মূলচক্রী এনামুল হকের সঙ্গেও অনুব্রত মণ্ডলের যোগসূত্রের কোনও প্রমাণ পাওয়া যায়নি । তাই যেকোনও শর্তে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হোক ।

Asansol Special CBI Court Sends Anubrata Mondal for 14 Days of Judicial Custody
আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

শুনানির শেষে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, "গরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগসাজশ প্রতিষ্ঠা করতে পারেনি সিবিআই । বিচারক বা আইনজীবীর এই সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর আজ দিতে পারেনি সিবিআই ।"

অনির্বাণের আরও দাবি, "সিবিআই স্বীকার করেছে যে বিএসএফ ও কাস্টমসের বড় ভূমিকা আছে এই গরু পাচার কাণ্ডে । এই বিষয়ে তদন্ত চলছে । কিন্তু প্রশ্ন তোলা হয়, 2018 সাল থেকে এই বিষয়ে তদন্ত হলে, তা কেন সম্পন্ন হচ্ছে না । এই প্রশ্নের সঠিক উত্তর কোর্টও পায়নি, আমরাও পাইনি ।"

ফের অনুব্রতকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত

সিবিআই আইনজীবীর প্রভাবশালী তত্ত্ব নিয়ে অনির্বাণ গুহঠাকুরতা বলেন, "উনি অসুস্থ থাকার পরেও, উনি সংশোধনাগারের হাসপাতালেই আছেন । এখনও আমাদের তরফ থেকে বা ওঁর তরফ থেকে কোনও আবেদন করা হয়নি ওঁকে অন্যত্র নিয়ে যাওয়ার । উনি প্রভাবশালী হলে এটা করতেন ?"

অন্যদিকে শুনানির শেষে সিবিআই পক্ষের আইনজীবী কালীচরণ মিশ্র বলেন, "তদন্তের নানা দিক আছে । সব দিক প্রকাশ করা সম্ভব নয় । তবে গরু পাচার একটা বড় ষড়যন্ত্র । এবং সেই ষড়যন্ত্র একদিন প্রকাশ্যে বেরিয়ে আসবে ।" শেষ পর্যন্ত দু’পক্ষের শুনানির শেষে বিচারক অনুব্রত মণ্ডলকে ফের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠান ।

আরও পড়ুন : সিবিআই জেরায় ধীরে ধীরে মুখ খুলছেন কেষ্ট, বুধবার ফের আদালতে পেশ

আসানসোল, 7 সেপ্টেম্বর : 14 দিনের জেল হেফাজতের শেষে বুধবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবার আবার সিবিআই (CBI) আদালতে তোলা হয় । দু’পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাবের পর সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই নেতাকে তিনি আবার 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠান ।

বুধবার শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, তিনি যে গরু পাচারে (Cattle Smuggling Case) যুক্ত তার কোনও প্রমাণ দিতে পারেনি সিবিআই । আইনগতভাবে এক জেলা থেকে অন্য জেলায় গরু নিয়ে গেলে সেটা পাচার নয় । ক্রস বর্ডার গরু পাচারে অনুব্রতর কোনও হাত থাকতে পারে না । সেখানে কাস্টমস ও বিএসএফ (BSF) জড়িত থাকতে পারে । সেক্ষেত্রে আজ অবধি কোনও কাস্টমস অফিসার গ্রেফতার হয়নি । গরু পাচারের মূলচক্রী এনামুল হকের সঙ্গেও অনুব্রত মণ্ডলের যোগসূত্রের কোনও প্রমাণ পাওয়া যায়নি । তাই যেকোনও শর্তে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হোক ।

Asansol Special CBI Court Sends Anubrata Mondal for 14 Days of Judicial Custody
আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

শুনানির শেষে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, "গরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগসাজশ প্রতিষ্ঠা করতে পারেনি সিবিআই । বিচারক বা আইনজীবীর এই সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর আজ দিতে পারেনি সিবিআই ।"

অনির্বাণের আরও দাবি, "সিবিআই স্বীকার করেছে যে বিএসএফ ও কাস্টমসের বড় ভূমিকা আছে এই গরু পাচার কাণ্ডে । এই বিষয়ে তদন্ত চলছে । কিন্তু প্রশ্ন তোলা হয়, 2018 সাল থেকে এই বিষয়ে তদন্ত হলে, তা কেন সম্পন্ন হচ্ছে না । এই প্রশ্নের সঠিক উত্তর কোর্টও পায়নি, আমরাও পাইনি ।"

ফের অনুব্রতকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত

সিবিআই আইনজীবীর প্রভাবশালী তত্ত্ব নিয়ে অনির্বাণ গুহঠাকুরতা বলেন, "উনি অসুস্থ থাকার পরেও, উনি সংশোধনাগারের হাসপাতালেই আছেন । এখনও আমাদের তরফ থেকে বা ওঁর তরফ থেকে কোনও আবেদন করা হয়নি ওঁকে অন্যত্র নিয়ে যাওয়ার । উনি প্রভাবশালী হলে এটা করতেন ?"

অন্যদিকে শুনানির শেষে সিবিআই পক্ষের আইনজীবী কালীচরণ মিশ্র বলেন, "তদন্তের নানা দিক আছে । সব দিক প্রকাশ করা সম্ভব নয় । তবে গরু পাচার একটা বড় ষড়যন্ত্র । এবং সেই ষড়যন্ত্র একদিন প্রকাশ্যে বেরিয়ে আসবে ।" শেষ পর্যন্ত দু’পক্ষের শুনানির শেষে বিচারক অনুব্রত মণ্ডলকে ফের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠান ।

আরও পড়ুন : সিবিআই জেরায় ধীরে ধীরে মুখ খুলছেন কেষ্ট, বুধবার ফের আদালতে পেশ

Last Updated : Sep 7, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.