ETV Bharat / city

Illegal Arms Factory : আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই - Asansol Durgapur Police Commissionerate

সোমবার হীরাপুরের নয়াবস্তিতে হদিশ মেলে অস্ত্র কারখানার ৷ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পলাতক বাড়ির মালিক মহম্মদ জাভেদ ৷

asansol durgapur police arrest two person who allegedly runs illegal arms factory
Illegal Arms Factory : আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই
author img

By

Published : Oct 25, 2021, 5:58 PM IST

আসানসোল, 25 অক্টোবর : চলতি মাসের শুরুতেই পশ্চিম বর্ধমানের কুলটি থানার ডিসেরগড়ে একটি অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল পুলিশ । মিলেছিল নতুন তৈরি হওয়া অস্ত্র এবং অসমাপ্ত বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও নানা সামগ্রী । তার পর ফের নতুন করে অস্ত্র কারখানার খোঁজ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷ আজ, সোমবার দুপুরে হীরাপুর থানার রহমতনগর নয়াবস্তি 10 নম্বর এলাকায় একটি বাড়িতে অস্ত্র কারখানার খোঁজ পায় পুলিশ । উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বানানোর যন্ত্রপাতি ।

বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । যদিও বাড়ির মালিক মহম্মদ জাভেদ পলাতক ।

আরও পড়ুন : Arms Recovered : বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বাইক আরোহীর থেকে উদ্ধার 25 আগ্নেয়াস্ত্র

গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা আজ নয়াবস্তির ওই বাড়িতে হানা দেন । বাড়ির মধ্যে একটি সেফটি ট্যাঙ্কের মতো বাঙ্কার বানিয়ে অস্ত্র বানানো চলত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করেছে । যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে জাভেদের কী সম্পর্ক, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পশ্চিম) অভিষেক মোদি । তিনি বলেন, ‘‘সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে । বেশ কিছু যন্ত্রপাতি মিলেছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এখানে ঠিক কী হত, তা জানার চেষ্টা চলছে ।"

Illegal Arms Factory : আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই

আরও পড়ুন : Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

গত মাসেই বাংলা-ঝাড়খণ্ড সীমানায় এক মোটরবাইক আরোহীর কাছে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র আটক করেছিল পুলিশ । তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশ থেকে আরও দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ ।

এরপরেই ডিসেরগড়ে একটি নির্মিয়মাণ বাড়িতে অস্ত্র কারখানার হদিশ পায় । একই ভাবে ওই বাড়িতেও আন্ডারগ্রাউন্ড রুমের ভিতর চলত অস্ত্র তৈরি । আজ রহমতনগরের নয়াবস্তিতে যে অস্ত্র কারখানার খোঁজ মিলেছে, সেখানেও লুকোনো রুম বা বাঙ্কারে চলত অস্ত্র বানানো ।

আরও পড়ুন : Night Curfew : নাইট কার্ফু কার্যকরে তৎপর পশ্চিম বর্ধমান জেলা পুলিশ

দু’টি ঘটনায় যোগসুত্র খুঁজছে পুলিশ । তবে আপাতত তদন্তের স্বার্থে এরচেয়ে বেশি কিছু জানাতে চাননি আসানসোল-দুর্গাপুর পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷

আসানসোল, 25 অক্টোবর : চলতি মাসের শুরুতেই পশ্চিম বর্ধমানের কুলটি থানার ডিসেরগড়ে একটি অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল পুলিশ । মিলেছিল নতুন তৈরি হওয়া অস্ত্র এবং অসমাপ্ত বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও নানা সামগ্রী । তার পর ফের নতুন করে অস্ত্র কারখানার খোঁজ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷ আজ, সোমবার দুপুরে হীরাপুর থানার রহমতনগর নয়াবস্তি 10 নম্বর এলাকায় একটি বাড়িতে অস্ত্র কারখানার খোঁজ পায় পুলিশ । উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বানানোর যন্ত্রপাতি ।

বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । যদিও বাড়ির মালিক মহম্মদ জাভেদ পলাতক ।

আরও পড়ুন : Arms Recovered : বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বাইক আরোহীর থেকে উদ্ধার 25 আগ্নেয়াস্ত্র

গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা আজ নয়াবস্তির ওই বাড়িতে হানা দেন । বাড়ির মধ্যে একটি সেফটি ট্যাঙ্কের মতো বাঙ্কার বানিয়ে অস্ত্র বানানো চলত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করেছে । যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে জাভেদের কী সম্পর্ক, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পশ্চিম) অভিষেক মোদি । তিনি বলেন, ‘‘সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে । বেশ কিছু যন্ত্রপাতি মিলেছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এখানে ঠিক কী হত, তা জানার চেষ্টা চলছে ।"

Illegal Arms Factory : আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই

আরও পড়ুন : Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

গত মাসেই বাংলা-ঝাড়খণ্ড সীমানায় এক মোটরবাইক আরোহীর কাছে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র আটক করেছিল পুলিশ । তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশ থেকে আরও দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ ।

এরপরেই ডিসেরগড়ে একটি নির্মিয়মাণ বাড়িতে অস্ত্র কারখানার হদিশ পায় । একই ভাবে ওই বাড়িতেও আন্ডারগ্রাউন্ড রুমের ভিতর চলত অস্ত্র তৈরি । আজ রহমতনগরের নয়াবস্তিতে যে অস্ত্র কারখানার খোঁজ মিলেছে, সেখানেও লুকোনো রুম বা বাঙ্কারে চলত অস্ত্র বানানো ।

আরও পড়ুন : Night Curfew : নাইট কার্ফু কার্যকরে তৎপর পশ্চিম বর্ধমান জেলা পুলিশ

দু’টি ঘটনায় যোগসুত্র খুঁজছে পুলিশ । তবে আপাতত তদন্তের স্বার্থে এরচেয়ে বেশি কিছু জানাতে চাননি আসানসোল-দুর্গাপুর পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.