আসানসোল,20 এপ্রিল:আসানসোল পৌরনিগমের সাফাই কর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের PPE প্রদানের কাজ শুরু হল । আজ আসানসোল পৌরনিগমের সাফাই কর্মী সহ অন্যান্য পৌর স্বাস্থ্য কর্মীদের হাতে PPE তুলে দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও পৌরকমিশনার খুরশিদ আলি কাদরি।
রাজ্যে কোরোনা থাবা বসানোর পর বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা PPE -র জন্য বিক্ষোভ দেখিয়েছে। আসানসোল পৌরনিগাম এবার নিজেদের সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগে কাজ করা মানুষজনদের হাতে PPE, মাস্ক সহ অন্যান্য সুরক্ষার জিনিসপত্র তুলে দিল। পাশাপাশি প্রত্যেক সাফাইকর্মীকে 500 টাকা করে এমাসে অতিরিক্ত দেওয়া হবে, ইনসেনটিভ হিসেবে। এছাড়াও বেশকিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় সাফাই কর্মীদের হাতে।
পৌরকমিশনার খুরশিদ আলি কাদরি জানান, সাফাই কর্মীরাই আমাদের আসল নায়ক। তাই তাঁদের সুরক্ষা সবচেয়ে আগে প্রয়োজন । এটা ভেবেই আমরা তাঁদের PPE তুলে দিলাম। অন্যদিকে আজ আসানসোল পৌরনিগমের উদ্যোগে বৃহন্নলাদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পৌরনিগমের গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরে এই সমস্ত বৃহন্নলাদের জন্য ত্রাণের সামগ্রী তুলে দেয় পৌরকর্মীরা। পৌরকমিশনার খুরশিদ আলি কাদরি আরও জানিয়েছেন "আসানসোল পৌরনিগম এলাকায় 115 জন তৃতীয় লিঙ্গের মানুষজন আছেন। তাঁদের লকডাউনের সময় বিশেষ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হচ্ছে পৌরনিগমের পক্ষ থেকে।"পৌরনিগমের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে ।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের PPE কিট প্রদান আসানসোল পৌরনিগমের - আসানসোল পৌরনিগম
আজ আসানসোল পৌরনিগমের সাফাই কর্মী সহ অন্যান্য পৌর স্বাস্থ্য কর্মীদের হাতে PPE তুলে দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও পৌরকমিশনার খুরশিদ আলি কাদরি।এছাড়া আজ আসানসোল পৌরনিগমের উদ্যোগে বৃহন্নলাদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
আসানসোল,20 এপ্রিল:আসানসোল পৌরনিগমের সাফাই কর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের PPE প্রদানের কাজ শুরু হল । আজ আসানসোল পৌরনিগমের সাফাই কর্মী সহ অন্যান্য পৌর স্বাস্থ্য কর্মীদের হাতে PPE তুলে দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও পৌরকমিশনার খুরশিদ আলি কাদরি।
রাজ্যে কোরোনা থাবা বসানোর পর বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা PPE -র জন্য বিক্ষোভ দেখিয়েছে। আসানসোল পৌরনিগাম এবার নিজেদের সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগে কাজ করা মানুষজনদের হাতে PPE, মাস্ক সহ অন্যান্য সুরক্ষার জিনিসপত্র তুলে দিল। পাশাপাশি প্রত্যেক সাফাইকর্মীকে 500 টাকা করে এমাসে অতিরিক্ত দেওয়া হবে, ইনসেনটিভ হিসেবে। এছাড়াও বেশকিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় সাফাই কর্মীদের হাতে।
পৌরকমিশনার খুরশিদ আলি কাদরি জানান, সাফাই কর্মীরাই আমাদের আসল নায়ক। তাই তাঁদের সুরক্ষা সবচেয়ে আগে প্রয়োজন । এটা ভেবেই আমরা তাঁদের PPE তুলে দিলাম। অন্যদিকে আজ আসানসোল পৌরনিগমের উদ্যোগে বৃহন্নলাদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পৌরনিগমের গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরে এই সমস্ত বৃহন্নলাদের জন্য ত্রাণের সামগ্রী তুলে দেয় পৌরকর্মীরা। পৌরকমিশনার খুরশিদ আলি কাদরি আরও জানিয়েছেন "আসানসোল পৌরনিগম এলাকায় 115 জন তৃতীয় লিঙ্গের মানুষজন আছেন। তাঁদের লকডাউনের সময় বিশেষ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হচ্ছে পৌরনিগমের পক্ষ থেকে।"পৌরনিগমের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে ।