আসানসোল, 19 মে : লকডাউনের পর থেকেই কলকাতায় আছেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী । তাই আসানসোলের গোপালপুর এলাকার ফ্ল্যাট তালাবন্ধ । আজ ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানতে পারেন যে আগামীকাল উনি ফ্ল্যাটে আসবেন। এরপরই আতঙ্কিত বাসিন্দারা জানান, উপাচার্যকে ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হবে না ।
আজ সকাল থেকেই গোপালপুর এলাকায় অশোকা এনক্লেভের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন । ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা পবন সিনহা বলেন, "আমাদের অশোকা এনক্লেভের একজন বাসিন্দা আছেন যিনি কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । আমরা আজ জানতে পেরেছি যে উনি আসবেন। আমাদের আশঙ্কা যে উনি কলকাতা থেকে ফিরবেন । আমরা বলেছি যা নিয়ম রয়েছে তা মেনে স্বাস্থ্য বিভাগের রিপোর্ট নিয়ে ফ্ল্যাটে ঢুকতে হবে । এটা বলায় প্রশাসন থেকে এসে আমাদের ধমকাচ্ছে।"
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যান আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। কাউন্সিলর কল্যাণ দাশগুপ্ত বলেন, "উনি শিক্ষিত মানুষ। উনি সব সরকারি নিয়ম মেনেই আসবেন।"