আসানসোল, 5ফেব্রুয়ারি : সেশন ট্রায়ালের জন্য এক আসামিকে নিয়ে আসা হচ্ছিল আসানসোল কোর্টে । কিন্তু কোর্ট চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ঝটকা দিয়ে পালিয়ে যায় আসামি । আজ দুপুরে ঘটনাটি ঘটে । পলাতক আসামির নাম মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সোনু । এই ঘটনার পর গোটা আসানসোল মহকুমা জুড়ে নাকাবন্দি জারি করা হয়েছে ।
জানা গেছে সাহাবুদ্দিনের বাড়ি জামুড়িয়ায় । ৫ বছর আগে কুলটি থানার বেজডিহি কোলিয়ারী এলাকায় নিজের শাশুড়িকে গুলি চালিয়েছিল মহম্মদ সাহাবুদ্দিন । ঘটনার পরে সে পালিয়ে যায় । এরপর ঝাড়খণ্ডের জামতাড়ায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ । বর্তমানে ৯৯/১৯ সেশন নম্বরে তার সেশন কোর্টে ট্রায়াল চলছিল । আজ তাকে আসানসোল মহকুমা আদালতের ADJ ফোর্থ কোর্টে তোলার কথা ছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আদালতের মূল ভবন থেকে কিছুটা দূরে আসানসোল আদালত চত্বরে গাড়ি থেকে নামানো হয় আসামিকে ৷ তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মূল ভবনের দিকে । তখনই কনস্টেবলকে ধাক্কা মেরে দৌড় লাগায় আসামি । এই ঘটনার পর প্রচুর পুলিশ চলে আসে আসানসোল কোর্ট এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত থানাগুলিকে জানানো হয়েছে । সীমান্ত এলাকাগুলোতে নাকাবন্দি জারি করা হয়েছে । যদিও কোনও হদিশ মেলেনি পালিয়ে যাওয়া আসামির ।