ETV Bharat / city

আসানসোল কোর্ট থেকে আসামি ফেরার - মহম্মদ সাহাবুদ্দিন

আসানসোল কোর্ট চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ঝটকা দিয়ে পালিয়ে গেল আসামি । নাম মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সোনু । এই ঘটনার পর গোটা আসানসোল মহকুমাজুড়ে নাকাবন্দি জারি করা হয়েছে ।

Accused absconded from Asansol court
আসানসোল কোর্ট থেকে আসামি ফেরার
author img

By

Published : Feb 6, 2020, 12:03 AM IST

Updated : Feb 6, 2020, 12:43 AM IST

আসানসোল, 5ফেব্রুয়ারি : সেশন ট্রায়ালের জন্য এক আসামিকে নিয়ে আসা হচ্ছিল আসানসোল কোর্টে । কিন্তু কোর্ট চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ঝটকা দিয়ে পালিয়ে যায় আসামি । আজ দুপুরে ঘটনাটি ঘটে । পলাতক আসামির নাম মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সোনু । এই ঘটনার পর গোটা আসানসোল মহকুমা জুড়ে নাকাবন্দি জারি করা হয়েছে ।

জানা গেছে সাহাবুদ্দিনের বাড়ি জামুড়িয়ায় । ৫ বছর আগে কুলটি থানার বেজডিহি কোলিয়ারী এলাকায় নিজের শাশুড়িকে গুলি চালিয়েছিল মহম্মদ সাহাবুদ্দিন । ঘটনার পরে সে পালিয়ে যায় । এরপর ঝাড়খণ্ডের জামতাড়ায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ । বর্তমানে ৯৯/১৯ সেশন নম্বরে তার সেশন কোর্টে ট্রায়াল চলছিল । আজ তাকে আসানসোল মহকুমা আদালতের ADJ ফোর্থ কোর্টে তোলার কথা ছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আদালতের মূল ভবন থেকে কিছুটা দূরে আসানসোল আদালত চত্বরে গাড়ি থেকে নামানো হয় আসামিকে ৷ তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মূল ভবনের দিকে । তখনই কনস্টেবলকে ধাক্কা মেরে দৌড় লাগায় আসামি । এই ঘটনার পর প্রচুর পুলিশ চলে আসে আসানসোল কোর্ট এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত থানাগুলিকে জানানো হয়েছে । সীমান্ত এলাকাগুলোতে নাকাবন্দি জারি করা হয়েছে । যদিও কোনও হদিশ মেলেনি পালিয়ে যাওয়া আসামির ।

আসানসোল কোর্ট থেকে আসামি ফেরার
জেলার সরকারি আইনজীবী ইনচার্জ স্বরাজ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় কারোর গাফিলতি প্রমান হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

আসানসোল, 5ফেব্রুয়ারি : সেশন ট্রায়ালের জন্য এক আসামিকে নিয়ে আসা হচ্ছিল আসানসোল কোর্টে । কিন্তু কোর্ট চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ঝটকা দিয়ে পালিয়ে যায় আসামি । আজ দুপুরে ঘটনাটি ঘটে । পলাতক আসামির নাম মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সোনু । এই ঘটনার পর গোটা আসানসোল মহকুমা জুড়ে নাকাবন্দি জারি করা হয়েছে ।

জানা গেছে সাহাবুদ্দিনের বাড়ি জামুড়িয়ায় । ৫ বছর আগে কুলটি থানার বেজডিহি কোলিয়ারী এলাকায় নিজের শাশুড়িকে গুলি চালিয়েছিল মহম্মদ সাহাবুদ্দিন । ঘটনার পরে সে পালিয়ে যায় । এরপর ঝাড়খণ্ডের জামতাড়ায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ । বর্তমানে ৯৯/১৯ সেশন নম্বরে তার সেশন কোর্টে ট্রায়াল চলছিল । আজ তাকে আসানসোল মহকুমা আদালতের ADJ ফোর্থ কোর্টে তোলার কথা ছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আদালতের মূল ভবন থেকে কিছুটা দূরে আসানসোল আদালত চত্বরে গাড়ি থেকে নামানো হয় আসামিকে ৷ তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মূল ভবনের দিকে । তখনই কনস্টেবলকে ধাক্কা মেরে দৌড় লাগায় আসামি । এই ঘটনার পর প্রচুর পুলিশ চলে আসে আসানসোল কোর্ট এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত থানাগুলিকে জানানো হয়েছে । সীমান্ত এলাকাগুলোতে নাকাবন্দি জারি করা হয়েছে । যদিও কোনও হদিশ মেলেনি পালিয়ে যাওয়া আসামির ।

আসানসোল কোর্ট থেকে আসামি ফেরার
জেলার সরকারি আইনজীবী ইনচার্জ স্বরাজ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় কারোর গাফিলতি প্রমান হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
Intro:সেশন ট্রায়ালের জন্য এক আসামিকে নিয়ে আসা হচ্ছিল আসানসোল কোর্টে। কিন্তু কোর্ট চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ঝটকা দিয়ে পালাল আসামি। আজ দুপুরে ঘটনাটি ঘটে। পলাতক আসামির নাম মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সোনু। গোটা আসানসোল মহকুমা জুড়ে এই ঘটনার পর নাকাবন্দি করে হয়েছে।


Body:জানা গেছে ৫ বছর আগে কুলটি থানার বেজডি কোলিয়ারী এলাকায় নিজের শাশুড়িকে গুলি চালিয়েছিল মহম্মদ সাহাবুদ্দিন। সাহাবুদ্দিনের বাড়ি ছিল জামুড়িয়ায়।ঘটনার পরে সে পালিয়ে যায়। এরপর ঝাড়খণ্ডের জামতাড়ায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
বর্তমানে ৯৯/১৯ সেশন নম্বরে তার সেশন কোর্টে ট্রায়াল চলছিল। আজ তাকে আসানসোল মহকুমা আদালতের এডিজে ফোর্থ কোর্টে তোলার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আদালতের মূল ভবন থেকে কিছুটা দূরে আসানসোল আদালত চত্বরে গাড়ি থেকে নামিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছিল। তখনই কনস্টেবলকে ধাক্কা মেরে দৌড় লাগায় আসামি। এই ঘটনার পর প্রচুর পুলিশ চলে আসে আসানসোল কোর্ট এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত থানাগুলিকে জানান হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে নাকাবন্দি করা হয়েছে। যদিও কোনও হদিশ মেলেনি পালিয়ে যাওয়া আসামির।
জেলার সরকারি আইনজীবি ইনচার্জ স্বরাজ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় কারোর গাফিলতি প্রমান হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে।


Conclusion:
Last Updated : Feb 6, 2020, 12:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.