আসানসোল, 3 সেপ্টেম্বর : এবার কোরোনার থাবা আসানসোল পৌরনিগমে । আসানসোল পৌরনিগমের BJP কাউন্সিলর সহ পৌরনিগমের 7 জন পৌরকর্মী কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে রয়েছেন একজন আধিকারিক, একজন ইঞ্জিনিয়র, একজন স্যানিটারি ইন্সপেক্টর, দু'জন মহিলা পৌরকর্মী সহ মোট সাতজন ।
মঙ্গলবার থেকে আসানসোল পৌরনিগমে কোরোনা পরীক্ষার শিবির বসানো হয় । সেই শিবিরে সমস্ত পৌরনিগমের কর্মীদের এবং উপস্থিত কাউন্সিলারদের লালারস সংগ্রহ করা হয় ৷ পরে পরীক্ষার জন্য পাঠানো হয় । আর তারপরই একজন BJP কাউন্সিলর সহ 7 পৌরকর্মীর শরীরে ধরা পড়ে কোরোনা সংক্রমণ ৷ পৌরনিগম সূত্রে খবর, কোরোনায় আক্রান্তদের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে ।
পাশাপাশি আসানসোল পৌরনিগমের রানিগঞ্জ বোরো অফিসেও 6 জন পৌরকর্মী কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। স্বভাবতই এই খবর ছড়িয়ে পরার পর থেকেই পৌরকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । যদিও, মেয়র জিতেন্দ্র তিওয়ারি সকল পৌরকর্মীদের আতঙ্ক না করে সচেতন ও সক্রিয় থাকতে অনুরোধ জানিয়েছেন ।
পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার । জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার 15 জন। নতুন করে আজ আরও 58 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 75 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 784 জন। জেলায় মোট মৃত্যু হয়েছে 35 জনের ।