ETV Bharat / business

Union Budget: 9 লক্ষ কোটির সুদের বোঝায় উন্নয়ন নিয়ে চাপে মোদি সরকার - পাবলিক ডেবট ম্যানেজমেন্ট রিপোর্ট

সুদের বোঝা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) ৷ আগামী অর্থবর্ষে প্রায় 9 লক্ষ কোটি টাকা সুদ দিতে হতে পারে কেন্দ্রীয় সরকারকে (Interest Payment Burden on Union Budget) ৷ যা বাজেট বরাদ্দের এক চতুর্থাংশ ৷ এর জেরে বাধা পাচ্ছে কেন্দ্রের উন্নয়নমূলক কাজ ৷

Union Budget
Union Budget
author img

By

Published : Jan 25, 2023, 2:00 PM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: কেন্দ্রীয় বাজেটে (Union Budget) প্রতিবছর যা বরাদ্দ করা হয়, তার এক চতুর্থাংশ চলে যায় সুদ দিতে ৷ ফলে প্রতিবারই সরকারকে উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করতে সমস্যার মধ্যে পড়তে হয় ৷ পাবলিক ডেবট ম্যানেজমেন্ট রিপোর্ট (Public Debt Management Report) অনুসারে, 2022 সালের মার্চের শেষে কেন্দ্রীয় সরকারের মোট বকেয়ার পরিমাণ ছিল 133 লক্ষ কোটি টাকার বেশি ৷

এর ফলে সরকারকে প্রতি বছর বাজেটের বাইরে একটি বিশাল অঙ্কের সুদ পরিশোধ করতে হয়, যা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । বর্তমান আর্থিক বছরের বাজেট (Union Budget 2023-2024) অনুমান অনুসারে, সরকারকে শুধুমাত্র সুদের অর্থ প্রদানে 9.4 লক্ষ কোটি টাকার বেশি দিতে হবে ৷ এবার প্রায় 39.45 লক্ষ কোটি টাকার বাজেট হতে পারে ৷ সেক্ষেত্রে সুদের পরিমাণ মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ হচ্ছে ৷

উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে 2020-21 আর্থিক বছরে (Financial Year) সুদের জন্য প্রায় 6.8 লক্ষ কোটি টাকা ৷ এর পরিমাণ 2021-22 আর্থিক বছরের সংশোধিত অনুমান অনুসারে 8.14 লক্ষ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছিল । এক বছরে প্রায় 20 শতাংশ বৃদ্ধি । এর কারণ হিসেবে কোভিড-19 অতিমারীকে (Covid-19 Pandemic) দায়ী করা হয় ৷ কারণ, কোভিডের প্রথম বছরের প্রথম ছয় মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল । এই অতিমারীর কারণে সরকারের রাজস্ব আদায়ে যেমন প্রভাব পড়ে, পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলিতে প্রভাব পড়েছিল ৷

তবে, কোভিডের দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হয়নি ৷ গত আর্থিক বছরে তা প্রায় 8.14 লক্ষ কোটি টাকা হয় ৷ এবার তা বেড়ে 9.4 লক্ষ কোটি টাকা বৃদ্ধির অনুমান করা হয়েছে । এটি আগের বছরের 20 শতাংশ বৃদ্ধির পর আরও 15 শতাংশ বৃদ্ধি হতে চলেছে ৷ এই বৃহৎ সুদ দেওয়ার প্রয়োজনীয়তা, যা আজ ঐতিহাসিকভাবে উচ্চস্তরে রয়েছে, তা প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের একটি বড় অংশ নিয়ে নেয় ৷ এর ফলে সরকারের উন্নয়নমূলক কাজ ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজের উপর চাপ সৃষ্টি করে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কোভিড-19 অতিমারীর ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি বিশাল পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে ৷ আর মূলধন অ্যাকাউন্টের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে । রাস্তা ও সড়ক, বিমানবন্দর ও সমুদ্র বন্দর, হাসপাতাল, স্কুল ও বিল্ডিংয়ের মতো পরিকাঠামো তৈরিতে অর্থ ব্যয় করা হলে, সেক্ষেত্রে মূলধন ব্যয়ের যেকোনও বৃদ্ধিকে অর্থনীতির জন্য ভালো বলে বিবেচিত হয় ৷ কারণ, এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় ৷

গত দু’তিন বছরে পরিকাঠামো খাতে এই খরচ এখনও প্রতি বছরের সুদের কম রয়েছে ৷ উদাহরণ হিসেবে বলা যায় যে কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষের জন্য মূলধন ব্যয়ের ছিল বরাদ্দ 7.5 লক্ষ কোটি টাকা ৷ কিন্তু তা একই বছরে সুদের জন্য বরাদ্দের 80 শতাংশেরও কম ছিল ৷

সাম্প্রতিক সরকারি তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকার চলতি আর্থিক বছরের প্রথম 8 মাসে (এপ্রিল-নভেম্বর 2022) রেকর্ড 4.47 লক্ষ কোটি টাকা ব্যয় করেছে ৷ এর মধ্যে একই সময়ে শুধুমাত্র সুদের বকেয়া হিসেবে 5.45 লক্ষ কোটি টাকা । যা রাস্তা, সড়ক, সমুদ্র বন্দর ও বিমানবন্দর-সহ অন্যান্য কাজে ব্যয়ের চেয়ে 22 শতাংশ বেশি । অন্যদিক থেকে হিসেব করলে, চলতি আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় সরকারের কর্পোরেট ট্যাক্স সংগ্রহ (7.2 লাখ কোটি টাকা) এবং শুল্ক সংগ্রহ (2.13 লাখ কোটি টাকা) থেকে পাওয়া অর্থের পুরোটাই সুদ মেটাতে চলে যাবে ৷

আরও পড়ুন: নয়া অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট তৈরির প্রক্রিয়া শুরু সোমবার

হায়দরাবাদ, 25 জানুয়ারি: কেন্দ্রীয় বাজেটে (Union Budget) প্রতিবছর যা বরাদ্দ করা হয়, তার এক চতুর্থাংশ চলে যায় সুদ দিতে ৷ ফলে প্রতিবারই সরকারকে উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করতে সমস্যার মধ্যে পড়তে হয় ৷ পাবলিক ডেবট ম্যানেজমেন্ট রিপোর্ট (Public Debt Management Report) অনুসারে, 2022 সালের মার্চের শেষে কেন্দ্রীয় সরকারের মোট বকেয়ার পরিমাণ ছিল 133 লক্ষ কোটি টাকার বেশি ৷

এর ফলে সরকারকে প্রতি বছর বাজেটের বাইরে একটি বিশাল অঙ্কের সুদ পরিশোধ করতে হয়, যা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । বর্তমান আর্থিক বছরের বাজেট (Union Budget 2023-2024) অনুমান অনুসারে, সরকারকে শুধুমাত্র সুদের অর্থ প্রদানে 9.4 লক্ষ কোটি টাকার বেশি দিতে হবে ৷ এবার প্রায় 39.45 লক্ষ কোটি টাকার বাজেট হতে পারে ৷ সেক্ষেত্রে সুদের পরিমাণ মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ হচ্ছে ৷

উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে 2020-21 আর্থিক বছরে (Financial Year) সুদের জন্য প্রায় 6.8 লক্ষ কোটি টাকা ৷ এর পরিমাণ 2021-22 আর্থিক বছরের সংশোধিত অনুমান অনুসারে 8.14 লক্ষ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছিল । এক বছরে প্রায় 20 শতাংশ বৃদ্ধি । এর কারণ হিসেবে কোভিড-19 অতিমারীকে (Covid-19 Pandemic) দায়ী করা হয় ৷ কারণ, কোভিডের প্রথম বছরের প্রথম ছয় মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল । এই অতিমারীর কারণে সরকারের রাজস্ব আদায়ে যেমন প্রভাব পড়ে, পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলিতে প্রভাব পড়েছিল ৷

তবে, কোভিডের দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হয়নি ৷ গত আর্থিক বছরে তা প্রায় 8.14 লক্ষ কোটি টাকা হয় ৷ এবার তা বেড়ে 9.4 লক্ষ কোটি টাকা বৃদ্ধির অনুমান করা হয়েছে । এটি আগের বছরের 20 শতাংশ বৃদ্ধির পর আরও 15 শতাংশ বৃদ্ধি হতে চলেছে ৷ এই বৃহৎ সুদ দেওয়ার প্রয়োজনীয়তা, যা আজ ঐতিহাসিকভাবে উচ্চস্তরে রয়েছে, তা প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের একটি বড় অংশ নিয়ে নেয় ৷ এর ফলে সরকারের উন্নয়নমূলক কাজ ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজের উপর চাপ সৃষ্টি করে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কোভিড-19 অতিমারীর ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি বিশাল পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে ৷ আর মূলধন অ্যাকাউন্টের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে । রাস্তা ও সড়ক, বিমানবন্দর ও সমুদ্র বন্দর, হাসপাতাল, স্কুল ও বিল্ডিংয়ের মতো পরিকাঠামো তৈরিতে অর্থ ব্যয় করা হলে, সেক্ষেত্রে মূলধন ব্যয়ের যেকোনও বৃদ্ধিকে অর্থনীতির জন্য ভালো বলে বিবেচিত হয় ৷ কারণ, এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় ৷

গত দু’তিন বছরে পরিকাঠামো খাতে এই খরচ এখনও প্রতি বছরের সুদের কম রয়েছে ৷ উদাহরণ হিসেবে বলা যায় যে কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষের জন্য মূলধন ব্যয়ের ছিল বরাদ্দ 7.5 লক্ষ কোটি টাকা ৷ কিন্তু তা একই বছরে সুদের জন্য বরাদ্দের 80 শতাংশেরও কম ছিল ৷

সাম্প্রতিক সরকারি তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকার চলতি আর্থিক বছরের প্রথম 8 মাসে (এপ্রিল-নভেম্বর 2022) রেকর্ড 4.47 লক্ষ কোটি টাকা ব্যয় করেছে ৷ এর মধ্যে একই সময়ে শুধুমাত্র সুদের বকেয়া হিসেবে 5.45 লক্ষ কোটি টাকা । যা রাস্তা, সড়ক, সমুদ্র বন্দর ও বিমানবন্দর-সহ অন্যান্য কাজে ব্যয়ের চেয়ে 22 শতাংশ বেশি । অন্যদিক থেকে হিসেব করলে, চলতি আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় সরকারের কর্পোরেট ট্যাক্স সংগ্রহ (7.2 লাখ কোটি টাকা) এবং শুল্ক সংগ্রহ (2.13 লাখ কোটি টাকা) থেকে পাওয়া অর্থের পুরোটাই সুদ মেটাতে চলে যাবে ৷

আরও পড়ুন: নয়া অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট তৈরির প্রক্রিয়া শুরু সোমবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.