ETV Bharat / business

Vehicles Insurance: গাড়ির বিমা করানোর আগে কোন কোন দিকে নজর রাখবেন ! - ইনসিওরড ডিক্লেয়ারড ভ্যালু

নতুন গাড়ি বা বাইকের ক্ষেত্রে বিমা খুব জরুরি (Vehicles Insurance) ৷ না হলে ট্রাফিক আইনে জরিমানা তো দিতেই হয় ৷ তাছাড়া গাড়ি দুর্ঘটনায় পড়লে খরচ করতে হয় মালিককেই ৷

Tips for selecting the best vehicles insurance coverage
Vehicles Insurance: গাড়ির বিমা করানোর আগে কোন কোন দিকে নজর রাখবেন !
author img

By

Published : Oct 31, 2022, 4:48 PM IST

কলকাতা, 31 অক্টোবর: নতুন গাড়ি বা বাইক কেনার সময় সকলেই খুব উত্তেজিত থাকেন ৷ স্বাভাবিকভাবেই তাই কিছু ভুল হয়ে যায় ৷ তাই গাড়ি কেনার আগে কিছু সতর্কতা আগে থেকেই নিয়ে নেওয়া উচিত ৷ তার মধ্যে অন্যতম হল গাড়ির বিমা (Vehicles Insurance) ৷

বাইকের ক্ষেত্রে থার্ড পার্টি বিমা (Third Party Insurance) করাতে হয় পাঁচ বছরের জন্য ৷ আর গাড়ির ক্ষেত্রে সেই সময়সীমা তিন বছরের ৷ কিন্তু এই বিমা করাতে গিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন মালিকরা ৷ তাই বিমা করানোর আগে সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত আগেই ৷

গাড়ি বা বাইকের ক্ষেত্রে বিমার দু’টি প্রয়োজনীয়তা রয়েছে ৷ প্রথমটি হল, বিমা ছাড়া গাড়ি চালালে, তা ট্রাফিক আইনের পরিপন্থী ৷ তাই তার জন্য জরিমানা দিতে হয় ৷ দ্বিতীয়ত, গাড়ির কোনও ক্ষতি হলে, সেই খরচ বিমা সংস্থার কাছ থেকে পাওয়া যায় ৷ বিমা না থাকলে, তা মালিককেই খরচ করতে হয় ৷

নতুন গাড়ি বা বাইক কেনার সময় সাধারণত সংশ্লিষ্ট ডিলারই বিমা করিয়ে দেন ৷ মালিককে শুধু টাকা খরচ করতে হয় ৷ কিন্তু এই ক্ষেত্রে ডিলার যে সংস্থার সঙ্গে চুক্তি করে রেখেছে, সেই সংস্থার বিমা করানোর জন্যই জোর করে ৷

কিন্তু যদি কম্প্রিহেনসিভ ইনস্যুরেন্স (Comprehensive Insurance) করানো হয়, তাহলে গাড়ি বা বাইকের সামান্য ক্ষতি, কিংবা চুরি হয়ে গেলেও টাকা পাওয়া যায় ৷ না হলে মালিককে নিজেকেই খরচ করতে হবে ৷ অনেক সময় গাড়ি বা বাইকের মালিকরা এই ধরনের বিমা করাতে চান না ৷ ভাবেন যে থার্ড পার্টি বিমা থেকে সুবিধা পাবেন ৷ কিন্তু বিপদের সময় সেই সুবিধা পাওয়া যায় না ৷ তাই এই কম্প্রিহেনসিভ ইনস্যুরেন্স করানো জরুরি ৷ না হলে গাড়ি বা বাইকের মালিকের নিজেরই পকেটে টান পড়বে ৷

বিমা করানোর সময় দেখা উচিত, যাতে দুর্ঘটনার কবলে পড়লে গাড়ি সারানোর পুরো খরচ পাওয়া যায় ৷ অনেক সময় কিস্তির অঙ্ক কমানোর জন্য এই বিষয়টি গাড়ি বা বাইকের মালিকরা এড়িয়ে যান ৷ যাকে বলা হয় ইনসিওরড ডিক্লেয়ারড ভ্যালু (Insured Declared Value) বা আইডিভি ৷ এই আইডিভি (IDV)-র ওপর নির্ভর করছে ক্ষতিগ্রস্ত গাড়ি সারানোর পুরো খরচ পাওয়া যাচ্ছে কি না ৷

ইদানীং বিমার সঙ্গে আরও কিছু সুবিধা দেওয়া হয়৷ কিন্তু অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় সুবিধা নিয়ে নেন অনেকে ৷ তাই বিমার সঙ্গে অতিরিক্ত সুবিধা নেওয়ার আগে সেই বিষয়টি খেয়াল রাখা উচিত ৷ তাই বিশেষজ্ঞরা সবদিক খতিয়ে দেখেই গাড়ি বা বাইকের বিমা করানোর পরামর্শ দেন ৷

আরও পড়ুন: আধুনিক জীবনযাত্রায় দুই বা তার বেশি স্বাস্থ্য বীমা জরুরি

কলকাতা, 31 অক্টোবর: নতুন গাড়ি বা বাইক কেনার সময় সকলেই খুব উত্তেজিত থাকেন ৷ স্বাভাবিকভাবেই তাই কিছু ভুল হয়ে যায় ৷ তাই গাড়ি কেনার আগে কিছু সতর্কতা আগে থেকেই নিয়ে নেওয়া উচিত ৷ তার মধ্যে অন্যতম হল গাড়ির বিমা (Vehicles Insurance) ৷

বাইকের ক্ষেত্রে থার্ড পার্টি বিমা (Third Party Insurance) করাতে হয় পাঁচ বছরের জন্য ৷ আর গাড়ির ক্ষেত্রে সেই সময়সীমা তিন বছরের ৷ কিন্তু এই বিমা করাতে গিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন মালিকরা ৷ তাই বিমা করানোর আগে সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত আগেই ৷

গাড়ি বা বাইকের ক্ষেত্রে বিমার দু’টি প্রয়োজনীয়তা রয়েছে ৷ প্রথমটি হল, বিমা ছাড়া গাড়ি চালালে, তা ট্রাফিক আইনের পরিপন্থী ৷ তাই তার জন্য জরিমানা দিতে হয় ৷ দ্বিতীয়ত, গাড়ির কোনও ক্ষতি হলে, সেই খরচ বিমা সংস্থার কাছ থেকে পাওয়া যায় ৷ বিমা না থাকলে, তা মালিককেই খরচ করতে হয় ৷

নতুন গাড়ি বা বাইক কেনার সময় সাধারণত সংশ্লিষ্ট ডিলারই বিমা করিয়ে দেন ৷ মালিককে শুধু টাকা খরচ করতে হয় ৷ কিন্তু এই ক্ষেত্রে ডিলার যে সংস্থার সঙ্গে চুক্তি করে রেখেছে, সেই সংস্থার বিমা করানোর জন্যই জোর করে ৷

কিন্তু যদি কম্প্রিহেনসিভ ইনস্যুরেন্স (Comprehensive Insurance) করানো হয়, তাহলে গাড়ি বা বাইকের সামান্য ক্ষতি, কিংবা চুরি হয়ে গেলেও টাকা পাওয়া যায় ৷ না হলে মালিককে নিজেকেই খরচ করতে হবে ৷ অনেক সময় গাড়ি বা বাইকের মালিকরা এই ধরনের বিমা করাতে চান না ৷ ভাবেন যে থার্ড পার্টি বিমা থেকে সুবিধা পাবেন ৷ কিন্তু বিপদের সময় সেই সুবিধা পাওয়া যায় না ৷ তাই এই কম্প্রিহেনসিভ ইনস্যুরেন্স করানো জরুরি ৷ না হলে গাড়ি বা বাইকের মালিকের নিজেরই পকেটে টান পড়বে ৷

বিমা করানোর সময় দেখা উচিত, যাতে দুর্ঘটনার কবলে পড়লে গাড়ি সারানোর পুরো খরচ পাওয়া যায় ৷ অনেক সময় কিস্তির অঙ্ক কমানোর জন্য এই বিষয়টি গাড়ি বা বাইকের মালিকরা এড়িয়ে যান ৷ যাকে বলা হয় ইনসিওরড ডিক্লেয়ারড ভ্যালু (Insured Declared Value) বা আইডিভি ৷ এই আইডিভি (IDV)-র ওপর নির্ভর করছে ক্ষতিগ্রস্ত গাড়ি সারানোর পুরো খরচ পাওয়া যাচ্ছে কি না ৷

ইদানীং বিমার সঙ্গে আরও কিছু সুবিধা দেওয়া হয়৷ কিন্তু অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় সুবিধা নিয়ে নেন অনেকে ৷ তাই বিমার সঙ্গে অতিরিক্ত সুবিধা নেওয়ার আগে সেই বিষয়টি খেয়াল রাখা উচিত ৷ তাই বিশেষজ্ঞরা সবদিক খতিয়ে দেখেই গাড়ি বা বাইকের বিমা করানোর পরামর্শ দেন ৷

আরও পড়ুন: আধুনিক জীবনযাত্রায় দুই বা তার বেশি স্বাস্থ্য বীমা জরুরি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.