ETV Bharat / business

US dollar সপ্তাহের শুরুতেই কমল টাকার দাম - মার্কিন ডলারের বিপরীতে রুপি 7984

সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে কমল টাকার দাম ৷ এক মার্কিন ডলার (US dollar) সমান 79.84 ভারতীয় রুপি ৷

US dollar  News
সপ্তাহের শুরুতেই কমল টাকার দাম
author img

By

Published : Aug 22, 2022, 9:39 PM IST

মুম্বই, 22 অগস্ট: মার্কিন ডলারের অবস্থান অনুযায়ী ভারতীয় টাকার মূল্য বর্তমানে ডলার প্রতি 79.84 টাকায় এসে দাঁড়িয়েছে (US dollar) ৷ তবে সোমাবার গ্রিনব্যাক এবং ইক্যুইটিতে ব্যাপক বিক্রির মধ্য়েও প্রাথমিক ক্ষতি কিছুটা যে পূরণ হয়েছে তা বলাই যায় ৷ ফরেক্স ডিলাররা জানিয়েছেন, অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া লোকাল ইউনিটগুলিকে সাপোর্ট দিচ্ছে ৷ আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে, খোলার সময় লোকাল কারেন্সি ছিল 79.90 ৷

এরপর অধিবেশন চলাকালীন 79.78 থেকে 79.92 এর মধ্যে ঘোরাফেরা করতে থাকে টাকার দর ৷ অবশেষে এক মার্কিন ডলারের ভিত্তিতে 79.84 টাকায় এসে দাঁড়ায় ভারতীয় রুপি (Rupee ends flat against US dollar) ।

ডলার সূচকের ভিত্তিতে, যা ছয়টি মুদ্রার ওপরে গ্রিনব্যাকের শক্তির পরিমাপ করা হয়, তা 0.20 শতাংশ বেড়ে 108.38 এ দাঁড়িয়েছে । এদিকে, ব্রেন্ট ক্রুড ফিউচার, গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক, ব্যারেল প্রতি 0.81 শতাংশ কমে USD 95.94 এ ঠেকেছে । ডোমেস্টিক ইক্যুইটি মার্কেট ফ্রন্টে, বিএসই সেনসেক্স 872.28 পয়েন্ট বা 1.46 শতাংশ কমে 58,773.87 এ শেষ হয়েছে ৷ যেখানে এনএসই নিফটি 267.75 পয়েন্ট বা 1.51 শতাংশ কমে 17,490.70 এ দাঁড়িয়েছে ।

আরও পড়ুন: জেনে নিন সোনা ও রুপোর বাজারমূল্য

বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) অস্থায়ী তথ্য অনুসারে শুক্রবার 1,110.90 কোটি টাকার শেয়ার কেনার কারণে পুঁজিবাজারে নেট ক্রেতা ছিল ৷

মুম্বই, 22 অগস্ট: মার্কিন ডলারের অবস্থান অনুযায়ী ভারতীয় টাকার মূল্য বর্তমানে ডলার প্রতি 79.84 টাকায় এসে দাঁড়িয়েছে (US dollar) ৷ তবে সোমাবার গ্রিনব্যাক এবং ইক্যুইটিতে ব্যাপক বিক্রির মধ্য়েও প্রাথমিক ক্ষতি কিছুটা যে পূরণ হয়েছে তা বলাই যায় ৷ ফরেক্স ডিলাররা জানিয়েছেন, অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া লোকাল ইউনিটগুলিকে সাপোর্ট দিচ্ছে ৷ আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে, খোলার সময় লোকাল কারেন্সি ছিল 79.90 ৷

এরপর অধিবেশন চলাকালীন 79.78 থেকে 79.92 এর মধ্যে ঘোরাফেরা করতে থাকে টাকার দর ৷ অবশেষে এক মার্কিন ডলারের ভিত্তিতে 79.84 টাকায় এসে দাঁড়ায় ভারতীয় রুপি (Rupee ends flat against US dollar) ।

ডলার সূচকের ভিত্তিতে, যা ছয়টি মুদ্রার ওপরে গ্রিনব্যাকের শক্তির পরিমাপ করা হয়, তা 0.20 শতাংশ বেড়ে 108.38 এ দাঁড়িয়েছে । এদিকে, ব্রেন্ট ক্রুড ফিউচার, গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক, ব্যারেল প্রতি 0.81 শতাংশ কমে USD 95.94 এ ঠেকেছে । ডোমেস্টিক ইক্যুইটি মার্কেট ফ্রন্টে, বিএসই সেনসেক্স 872.28 পয়েন্ট বা 1.46 শতাংশ কমে 58,773.87 এ শেষ হয়েছে ৷ যেখানে এনএসই নিফটি 267.75 পয়েন্ট বা 1.51 শতাংশ কমে 17,490.70 এ দাঁড়িয়েছে ।

আরও পড়ুন: জেনে নিন সোনা ও রুপোর বাজারমূল্য

বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) অস্থায়ী তথ্য অনুসারে শুক্রবার 1,110.90 কোটি টাকার শেয়ার কেনার কারণে পুঁজিবাজারে নেট ক্রেতা ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.