ETV Bharat / business

Google for India: হাতের নাগালে পিক্সেল সিরিজের ফোন, ভারতে ডিভাইসগুলি তৈরির ভাবনা গুগলের - Google

Pixel Series of Smartphones in India: বড় ঘোষণা গুগলের ৷ ভারতে পিক্সেল সিরিজের স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা করছে এই সংস্থা ৷ আগামী বছরই ভারতের বাজারে মিলতে পারে দেশে তৈরি গুগলের স্মার্টফোন ৷

Pixel series of smartphones
পিক্সেল সিরিজের ফোন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 7:42 PM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর: গুগল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর ৷ আরও হাতের নাগালে গুগল পিক্সেল ফোন ৷ এবার ভারতেই পিক্সেল সিরিজের স্মার্টফোন তৈরি করতে চলেছে গুগল ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে এই সংস্থার তরফে ৷ আজ ছিল 'গুগল ফর ইন্ডিয়া'র অনুষ্ঠানের নবম সংস্করণ ৷ এই অনুষ্ঠানেই টেক জায়ান্ট কোম্পানি একাধিক পণ্য এবং পরিষেবার ঘোষণা করেছে, যা দেশের বৃদ্ধিতে অবদান রাখবে ৷ সেখানেই গুগল ঘোষণা করে যে ভারতে তারা স্মার্টফোন বানাতে ইচ্ছুক ৷ আর এর শুরুটা হবে পিক্সেল 8 ফোন দিয়ে ৷ 'মেক ইন ইন্ডিয়া' আওতায় ভারতে তৈরি প্রথম পিক্সেল ডিভাইসগুলি, যা 2024 সালে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে ৷

প্রিমিয়াম স্মার্টফোনের জন্য ভারত তৃতীয় বৃহত্তম বাজার

গুগল ঘোষণা করেছে যে ভারত প্রিমিয়াম স্মার্টফোনের জন্য তৃতীয় বৃহত্তম বাজার । ভারতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রচুর ৷ এদেশে বিশাল বাজার রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের এবং ভারত থেকে শিখে গুগল সকলের জন্য অ্যান্ড্রয়েডকে আরও উন্নত করার চেষ্টা করেছে । ভারতে পিক্সেল 8 এবং পিক্সেল ওয়াচ 2-এর জন্য খুব ভালো সাড়া মিলেছে ৷ ভারত 2022 সালে 50 শতাংশের বিক্রি বেশি বৃদ্ধি-সহ প্রিমিয়াম স্মার্টফোনের বাজারের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে। 'গুগল ফর ইন্ডিয়া' অনুষ্ঠানে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 'ডিজিটাল প্রগতি'র উদ্বোধন করেন এবং আগামীর সাফল্যের পথ প্রশস্ত করেন ৷

  • Just announced at #GoogleForIndia: @rosterloh spoke about our plan to manufacture Pixel smartphones in India intending to start with the Pixel 8, and expecting these devices to start to roll out in 2024, joining India’s “Make in India” initiative.
    For more:… pic.twitter.com/FznOzH8E8C

    — Google India (@GoogleIndia) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল

এদিন গুগল ইন্ডিয়া এক্স পোস্টের মাধ্যমে দেশে পিক্সেল ফোন তৈরির কথা ঘোষণা করেছে ৷ তারা লিখেছে, "এইমাত্র রোস্টারলোহ 'গুগল ফর ইন্ডিয়া'য় ঘোষণা করেছেন যে ভারতে আমরা স্মার্টফোন তৈরিতে ইচ্ছুক ৷ গুগলের পিক্সেল 8 দিয়ে স্মার্টফোন তৈরি শুরু কথা ভাবা হচ্ছে এবং আশা করা হচ্ছে এই ডিভাইসগুলি 2024 সালে ভারতে চালু হবে ৷ 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির আওতায় এটি করা হবে।"

নয়াদিল্লি, 19 অক্টোবর: গুগল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর ৷ আরও হাতের নাগালে গুগল পিক্সেল ফোন ৷ এবার ভারতেই পিক্সেল সিরিজের স্মার্টফোন তৈরি করতে চলেছে গুগল ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে এই সংস্থার তরফে ৷ আজ ছিল 'গুগল ফর ইন্ডিয়া'র অনুষ্ঠানের নবম সংস্করণ ৷ এই অনুষ্ঠানেই টেক জায়ান্ট কোম্পানি একাধিক পণ্য এবং পরিষেবার ঘোষণা করেছে, যা দেশের বৃদ্ধিতে অবদান রাখবে ৷ সেখানেই গুগল ঘোষণা করে যে ভারতে তারা স্মার্টফোন বানাতে ইচ্ছুক ৷ আর এর শুরুটা হবে পিক্সেল 8 ফোন দিয়ে ৷ 'মেক ইন ইন্ডিয়া' আওতায় ভারতে তৈরি প্রথম পিক্সেল ডিভাইসগুলি, যা 2024 সালে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে ৷

প্রিমিয়াম স্মার্টফোনের জন্য ভারত তৃতীয় বৃহত্তম বাজার

গুগল ঘোষণা করেছে যে ভারত প্রিমিয়াম স্মার্টফোনের জন্য তৃতীয় বৃহত্তম বাজার । ভারতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রচুর ৷ এদেশে বিশাল বাজার রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের এবং ভারত থেকে শিখে গুগল সকলের জন্য অ্যান্ড্রয়েডকে আরও উন্নত করার চেষ্টা করেছে । ভারতে পিক্সেল 8 এবং পিক্সেল ওয়াচ 2-এর জন্য খুব ভালো সাড়া মিলেছে ৷ ভারত 2022 সালে 50 শতাংশের বিক্রি বেশি বৃদ্ধি-সহ প্রিমিয়াম স্মার্টফোনের বাজারের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে। 'গুগল ফর ইন্ডিয়া' অনুষ্ঠানে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 'ডিজিটাল প্রগতি'র উদ্বোধন করেন এবং আগামীর সাফল্যের পথ প্রশস্ত করেন ৷

  • Just announced at #GoogleForIndia: @rosterloh spoke about our plan to manufacture Pixel smartphones in India intending to start with the Pixel 8, and expecting these devices to start to roll out in 2024, joining India’s “Make in India” initiative.
    For more:… pic.twitter.com/FznOzH8E8C

    — Google India (@GoogleIndia) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল

এদিন গুগল ইন্ডিয়া এক্স পোস্টের মাধ্যমে দেশে পিক্সেল ফোন তৈরির কথা ঘোষণা করেছে ৷ তারা লিখেছে, "এইমাত্র রোস্টারলোহ 'গুগল ফর ইন্ডিয়া'য় ঘোষণা করেছেন যে ভারতে আমরা স্মার্টফোন তৈরিতে ইচ্ছুক ৷ গুগলের পিক্সেল 8 দিয়ে স্মার্টফোন তৈরি শুরু কথা ভাবা হচ্ছে এবং আশা করা হচ্ছে এই ডিভাইসগুলি 2024 সালে ভারতে চালু হবে ৷ 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির আওতায় এটি করা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.