ETV Bharat / business

ভারতের বাইরে ইউপিআই পেমেন্টকে প্রসারিত করতে চুক্তি করল গুগল পে - Google Pay

Google Pay: ভারতের বাইরে ইউপিআই পেমেন্টকে প্রসারিত করতে চুক্তি সাক্ষর করল গুগল পে ৷ এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে এই চুক্তি সাক্ষর হয়েছে ৷

Google Pay
গুগল পে
author img

By PTI

Published : Jan 17, 2024, 6:35 PM IST

Updated : Jan 17, 2024, 7:28 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: আর সঙ্গে নগদ টাকা নিয়ে বাইরের দেশে যেতে হবে না ৷ এবার ভারতের বাইরেও বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে ইউপিআই ৷ বুধবার এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করল গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস ৷ এই চুক্তির ফলে ভারতের বাইরের দেশগুলিতেও গুগল পে দিয়ে পেমেন্ট করা যাবে ৷

গুগল পে একটি বিবৃতিতে বলেছে, "এই চুক্তির তিনটি মূল উদ্দেশ্য রয়েছে ৷ প্রথমত, এর ফলে ভারতের বাইরে গিয়েও ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টি প্রসারিত করতে চায়, যাতে সকলে সুবিধাজনকভাবে বিদেশে গিয়ে টাকা লেনদেন করতে পারে । দ্বিতীয়ত, এই চুক্তি অন্য দেশে ইউপিআইয়ে মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম স্থাপনে সহায়তা করতে চায় । দেশগুলি নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের জন্য একটি মডেল প্রদান করবে । শেষ হল এটি ইউপিআই পরিকাঠামো ব্যবহার করে দেশগুলির মধ্যে রেমিট্যান্সের প্রক্রিয়া সহজ করার উপর দৃষ্টি দেবে ৷ যার ফলে আন্তঃসীমান্ত আর্থিক বিনিময় সহজতর হবে ৷"

এনআইপিএল সিইও রিতেশ শুক্লা বলেছেন, "এই কৌশলগত অংশীদারিত্ব শুধুমাত্র ভারতীয় ভ্রমণকারীদের জন্য বিদেশী লেনদেনকে সহজ করবে না ৷ বরং একটি সফল ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম পরিচালনা করার বিষয়ে আমাদের জ্ঞান এবং দক্ষতাকে অন্য দেশে প্রসারিত করার সুযোগ দেবে ৷" এই চুক্তি বিশ্বব্যাপী ইউপিআই পরিষেবাকে শক্তিশালী করবে ৷ আর শুধুমাত্র বিদেশী মুদ্রা এবং ক্রেডিট বা ফরেক্স কার্ডের উপর নির্ভর করতে হবে না ভারতীয়দের ৷ বিদেশী ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট নিতে পারবে ভারতীয় গ্রাহকদের কাছ থেকে ৷ গুগল পে-সহ ভারতীয় ইউপিআই অ্যাপ ব্যবহার করার বিকল্প থাকবে । এর ফলে প্রচলিত অর্থ স্থানান্তর চ্যানেলের উপর নির্ভরতা কমবে এবং রেমিট্যান্স সহজীকরণে সহায়তা হবে ।

গুগল পে ইন্ডিয়া ডিরেক্টর(পার্টনারশিপ) দীক্ষা কৌশল বলেছেন, "ইন্টারঅপারেবল, জনসংখ্যা স্কেল ডিজিটাল পরিকাঠামো প্রবর্তনের মাধ্যমে অর্থনীতিতে যে ধাপে পরিবর্তন ঘটে তা ইউপিআই বিশ্বকে দেখিয়েছে এবং প্রতিটি অর্থনীতি যে এই জাতীয় নেটওয়ার্কগুলিতে যোগদান করে তা ভারতের বাইরে প্রভাব তৈরি করবে ৷ আমরা এই চুক্তি নিয়ে খুবই উৎসাহিত ।"

(সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন:

  1. ভারতে এসে ইউপিআই ব্যবহার করে মুগ্ধ জার্মানির ডিজিটাল মন্ত্রী
  2. আন্তঃসীমান্ত অর্থ লেনদেনে শীর্ষে ভারতের ইউপিআই, জানালেন মার্কিন ট্রেজারি আধিকারিক
  3. ভারতে 2026-27 সালের মধ্যে ইউপিআই লেনদেন পৌঁছবে 1 বিলিয়নে

নয়াদিল্লি, 17 জানুয়ারি: আর সঙ্গে নগদ টাকা নিয়ে বাইরের দেশে যেতে হবে না ৷ এবার ভারতের বাইরেও বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে ইউপিআই ৷ বুধবার এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করল গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস ৷ এই চুক্তির ফলে ভারতের বাইরের দেশগুলিতেও গুগল পে দিয়ে পেমেন্ট করা যাবে ৷

গুগল পে একটি বিবৃতিতে বলেছে, "এই চুক্তির তিনটি মূল উদ্দেশ্য রয়েছে ৷ প্রথমত, এর ফলে ভারতের বাইরে গিয়েও ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টি প্রসারিত করতে চায়, যাতে সকলে সুবিধাজনকভাবে বিদেশে গিয়ে টাকা লেনদেন করতে পারে । দ্বিতীয়ত, এই চুক্তি অন্য দেশে ইউপিআইয়ে মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম স্থাপনে সহায়তা করতে চায় । দেশগুলি নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের জন্য একটি মডেল প্রদান করবে । শেষ হল এটি ইউপিআই পরিকাঠামো ব্যবহার করে দেশগুলির মধ্যে রেমিট্যান্সের প্রক্রিয়া সহজ করার উপর দৃষ্টি দেবে ৷ যার ফলে আন্তঃসীমান্ত আর্থিক বিনিময় সহজতর হবে ৷"

এনআইপিএল সিইও রিতেশ শুক্লা বলেছেন, "এই কৌশলগত অংশীদারিত্ব শুধুমাত্র ভারতীয় ভ্রমণকারীদের জন্য বিদেশী লেনদেনকে সহজ করবে না ৷ বরং একটি সফল ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম পরিচালনা করার বিষয়ে আমাদের জ্ঞান এবং দক্ষতাকে অন্য দেশে প্রসারিত করার সুযোগ দেবে ৷" এই চুক্তি বিশ্বব্যাপী ইউপিআই পরিষেবাকে শক্তিশালী করবে ৷ আর শুধুমাত্র বিদেশী মুদ্রা এবং ক্রেডিট বা ফরেক্স কার্ডের উপর নির্ভর করতে হবে না ভারতীয়দের ৷ বিদেশী ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট নিতে পারবে ভারতীয় গ্রাহকদের কাছ থেকে ৷ গুগল পে-সহ ভারতীয় ইউপিআই অ্যাপ ব্যবহার করার বিকল্প থাকবে । এর ফলে প্রচলিত অর্থ স্থানান্তর চ্যানেলের উপর নির্ভরতা কমবে এবং রেমিট্যান্স সহজীকরণে সহায়তা হবে ।

গুগল পে ইন্ডিয়া ডিরেক্টর(পার্টনারশিপ) দীক্ষা কৌশল বলেছেন, "ইন্টারঅপারেবল, জনসংখ্যা স্কেল ডিজিটাল পরিকাঠামো প্রবর্তনের মাধ্যমে অর্থনীতিতে যে ধাপে পরিবর্তন ঘটে তা ইউপিআই বিশ্বকে দেখিয়েছে এবং প্রতিটি অর্থনীতি যে এই জাতীয় নেটওয়ার্কগুলিতে যোগদান করে তা ভারতের বাইরে প্রভাব তৈরি করবে ৷ আমরা এই চুক্তি নিয়ে খুবই উৎসাহিত ।"

(সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন:

  1. ভারতে এসে ইউপিআই ব্যবহার করে মুগ্ধ জার্মানির ডিজিটাল মন্ত্রী
  2. আন্তঃসীমান্ত অর্থ লেনদেনে শীর্ষে ভারতের ইউপিআই, জানালেন মার্কিন ট্রেজারি আধিকারিক
  3. ভারতে 2026-27 সালের মধ্যে ইউপিআই লেনদেন পৌঁছবে 1 বিলিয়নে
Last Updated : Jan 17, 2024, 7:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.