ETV Bharat / business

New vs Old Tax Regime: নতুন না পুরানো, কোন কর ব্যবস্থা আপনার জন্য ভালো? - Union Budget

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) তাঁর 2023 সালের বাজেট বক্তৃতায় ব্যক্তিগত কর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন । তিনি কর ব্যবস্থা থেকে শুরু করে (Tax Regime), কর ছাড়ের সীমা বৃদ্ধির কথা বলেছেন ৷ নতুন আয়কর ব্যবস্থায় নতুন কর স্ল্যাব ঘোষণা করেছেন ৷ এমতাবস্থায় আয়করদাতাদের জন্য কোন কর ব্যবস্থা বেশি উপযোগী সেটা জানা জরুরি ৷

Tax Regime
কর ব্যবস্থা
author img

By

Published : Feb 4, 2023, 11:33 AM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: 2023-24 বাজেটে (Union Budget) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Union Finance Minister Nirmala Sitharaman) বক্তৃতায় ব্যক্তিগত কর নিয়ে ঘোষণার উপর নজর ছিল সকলের ৷ আর বাজেট পেশের সময় তিনি নিরাশ করেননি দেশবাসীকে ৷ অর্থমন্ত্রী কর ছাড় নিয়ে বড় ঘোষণা করেছেন ৷ যার জন্য সবাই অপেক্ষা করছিল ৷ আয়কর ছাড়ের উর্দ্ধসীমা 5 থেকে বাড়িয়ে 7 লক্ষ করা হয়েছে ৷ এমনটাই কেন্দ্রীয় বাজেটে পেশের সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ট্যাক্স স্ল্যাবের সংখ্যা 6 থেকে কমিয়ে 5 করা এবং নতুন কর ব্যবস্থায় (এনটিআর) 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর প্রস্তাব করেছেন । এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধে শুধুমাত্র যারা ওল্ড ট্যাক্স রেজিম (OTR) বেছে নিতেন তারাই পেতেন । কিন্তু এনটিআর-এর জন্য বিশেষভাবে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাবটি বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ সাধারণত এই আয়কর ছাড় একজন ব্যক্তি করদাতার জন্য বেশি উপযুক্ত । এনটিআর-এর অধীনে নতুন ট্যাক্স স্ল্যাবগুলি হল 0-3 লক্ষ (কর নেই), 3-6 লক্ষ (5 শতাংশ কর), 6-9 লক্ষ (10 শতাংশ কর), 9-12 লক্ষ (15 শতাংশ কর), 12-15 লক্ষ (20 শতাংশ কর), এবং 15 লক্ষের উপরে (30 শতাংশ কর) ৷

Union Budget 2023
নতুন কর ব্যবস্থা বনাম পুরানো কর ব্যবস্থা

50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া, এনটিআর অন্য কোনও ছাড়ের অনুমতি দেয় না । এছাড়াও মনে রাখবেন যে কর ছাড়ের অধীনে 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন শুধুমাত্র বেতন থেকে আয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং অন্য কোনও উৎস থেকে আয়ের ক্ষেত্রে নয় । পুরনো কর ছাড়ের অধীনে একজন ব্যক্তি তার যোগ্যতা এবং সঞ্চয়ের প্রয়োজনীয়তা অনুসারে নিম্নরূপ কিছু ছাড় পেতেন:

স্ট্যান্ডার্ড ডিডাকশন (50 হাজার টাকা) ৷ বেতন কাঠামো এবং প্রদত্ত প্রকৃত ভাড়ার উপর নির্ভর করে এইচআরএ(HRA) ছাড় ৷ 24(বি) অনুযায়ী 2 লক্ষ টাকা পর্যন্ত হাউজিং লোনের সুদ প্রদান করা হয়েছে ৷ অধ্যায় ভিআই-এ(VI-A)-এর অধীনে সাধারণ কর সাশ্রয় ও বিনিয়োগ ছাড় ৷ 80সি - 1.5 লক্ষ - বীমা, টিউশন ফি, পিএফ, পিপিএফ, ট্যাক্স সেভিং এফডিস, ইএলএসএস ইত্যাদি । 80ডি – 50 হাজার - মেডিক্যাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম (নিজের ও পিতামাতার) ৷ 80ই - শিক্ষা ঋণের সুদ ৷ 80সিসিডি(1বি) – 50 হাজার– এনপিএস ৷ 80ডিডি - 75 হাজার বিশেষভাবে সক্ষমদের চিকিৎসা ৷ 80ডিডিবি - 1 লক্ষ-নির্দিষ্ট রোগের চিকিৎসা ৷ 80ইই, 80ইইএ - ২ লক্ষ টাকার বেশি হাউজিং লোনে প্রদত্ত সুদের উপর অতিরিক্ত ছাড় । 80জি - অনুদান ৷ 80জিজিসি - প্রকৃত রাজনৈতিক দান ৷ 80টিটিএ – 10 হাজার – সেভিংস ব্যাংকের উপর সুদ ৷ 80টিটিবি – 50 হাজার – আমানতের উপর সুদ (শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য)

পুরাতন কর ব্যবস্থার ক্ষেত্রে, বেতন আয় 5.5 লক্ষ এবং নতুন কর ব্যবস্থার অধীনে 7.5 লক্ষ টাকা পর্যন্ত বেতনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের বিধানের কারণে কোনও কর দিতে হয় না । 7.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে, একজন ব্যক্তির এনটিআর বেছে নেওয়া উচিত ৷ কারণ তাহলে তাকে কোনও কর দিতে হবে না ৷ এমনকী কোনও সঞ্চয় ছাড়াই । ওটিআর-এর অধীনে, তাকে হয়তো 54 হাজার 600 টাকা আয়কর দিতে হবে ৷ অথবা শূন্য কর পরিশোধ নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিধানের অধীনে 2 লক্ষ টাকার সঞ্চয় দেখাতে হবে।

10 লক্ষ টাকার বেতন আয়ের ক্ষেত্রে, নতুন নিয়মে আয়কর 54 হাজার 600 টাকা । এই আয়-সহ একজন ব্যক্তি 2.5 লক্ষ টাকা কর ছাড়ের যোগ্য হন ৷ তবে ওটিআর-এর অধীনে একই কর দিতে হবে ৷ যদি করদাতা ওটিআর বেছে নেন এবং 2.5 লক্ষের বেশি সঞ্চয় করেন ৷ তাহলে তার কর দেওয়ার পরিমাণ 54 হাজার 600-এর নিচে নেমে যাবে ।

আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য 'দরাজ দিল' নির্মলা

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: 2023-24 বাজেটে (Union Budget) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Union Finance Minister Nirmala Sitharaman) বক্তৃতায় ব্যক্তিগত কর নিয়ে ঘোষণার উপর নজর ছিল সকলের ৷ আর বাজেট পেশের সময় তিনি নিরাশ করেননি দেশবাসীকে ৷ অর্থমন্ত্রী কর ছাড় নিয়ে বড় ঘোষণা করেছেন ৷ যার জন্য সবাই অপেক্ষা করছিল ৷ আয়কর ছাড়ের উর্দ্ধসীমা 5 থেকে বাড়িয়ে 7 লক্ষ করা হয়েছে ৷ এমনটাই কেন্দ্রীয় বাজেটে পেশের সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ট্যাক্স স্ল্যাবের সংখ্যা 6 থেকে কমিয়ে 5 করা এবং নতুন কর ব্যবস্থায় (এনটিআর) 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর প্রস্তাব করেছেন । এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধে শুধুমাত্র যারা ওল্ড ট্যাক্স রেজিম (OTR) বেছে নিতেন তারাই পেতেন । কিন্তু এনটিআর-এর জন্য বিশেষভাবে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাবটি বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ সাধারণত এই আয়কর ছাড় একজন ব্যক্তি করদাতার জন্য বেশি উপযুক্ত । এনটিআর-এর অধীনে নতুন ট্যাক্স স্ল্যাবগুলি হল 0-3 লক্ষ (কর নেই), 3-6 লক্ষ (5 শতাংশ কর), 6-9 লক্ষ (10 শতাংশ কর), 9-12 লক্ষ (15 শতাংশ কর), 12-15 লক্ষ (20 শতাংশ কর), এবং 15 লক্ষের উপরে (30 শতাংশ কর) ৷

Union Budget 2023
নতুন কর ব্যবস্থা বনাম পুরানো কর ব্যবস্থা

50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া, এনটিআর অন্য কোনও ছাড়ের অনুমতি দেয় না । এছাড়াও মনে রাখবেন যে কর ছাড়ের অধীনে 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন শুধুমাত্র বেতন থেকে আয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং অন্য কোনও উৎস থেকে আয়ের ক্ষেত্রে নয় । পুরনো কর ছাড়ের অধীনে একজন ব্যক্তি তার যোগ্যতা এবং সঞ্চয়ের প্রয়োজনীয়তা অনুসারে নিম্নরূপ কিছু ছাড় পেতেন:

স্ট্যান্ডার্ড ডিডাকশন (50 হাজার টাকা) ৷ বেতন কাঠামো এবং প্রদত্ত প্রকৃত ভাড়ার উপর নির্ভর করে এইচআরএ(HRA) ছাড় ৷ 24(বি) অনুযায়ী 2 লক্ষ টাকা পর্যন্ত হাউজিং লোনের সুদ প্রদান করা হয়েছে ৷ অধ্যায় ভিআই-এ(VI-A)-এর অধীনে সাধারণ কর সাশ্রয় ও বিনিয়োগ ছাড় ৷ 80সি - 1.5 লক্ষ - বীমা, টিউশন ফি, পিএফ, পিপিএফ, ট্যাক্স সেভিং এফডিস, ইএলএসএস ইত্যাদি । 80ডি – 50 হাজার - মেডিক্যাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম (নিজের ও পিতামাতার) ৷ 80ই - শিক্ষা ঋণের সুদ ৷ 80সিসিডি(1বি) – 50 হাজার– এনপিএস ৷ 80ডিডি - 75 হাজার বিশেষভাবে সক্ষমদের চিকিৎসা ৷ 80ডিডিবি - 1 লক্ষ-নির্দিষ্ট রোগের চিকিৎসা ৷ 80ইই, 80ইইএ - ২ লক্ষ টাকার বেশি হাউজিং লোনে প্রদত্ত সুদের উপর অতিরিক্ত ছাড় । 80জি - অনুদান ৷ 80জিজিসি - প্রকৃত রাজনৈতিক দান ৷ 80টিটিএ – 10 হাজার – সেভিংস ব্যাংকের উপর সুদ ৷ 80টিটিবি – 50 হাজার – আমানতের উপর সুদ (শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য)

পুরাতন কর ব্যবস্থার ক্ষেত্রে, বেতন আয় 5.5 লক্ষ এবং নতুন কর ব্যবস্থার অধীনে 7.5 লক্ষ টাকা পর্যন্ত বেতনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের বিধানের কারণে কোনও কর দিতে হয় না । 7.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে, একজন ব্যক্তির এনটিআর বেছে নেওয়া উচিত ৷ কারণ তাহলে তাকে কোনও কর দিতে হবে না ৷ এমনকী কোনও সঞ্চয় ছাড়াই । ওটিআর-এর অধীনে, তাকে হয়তো 54 হাজার 600 টাকা আয়কর দিতে হবে ৷ অথবা শূন্য কর পরিশোধ নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিধানের অধীনে 2 লক্ষ টাকার সঞ্চয় দেখাতে হবে।

10 লক্ষ টাকার বেতন আয়ের ক্ষেত্রে, নতুন নিয়মে আয়কর 54 হাজার 600 টাকা । এই আয়-সহ একজন ব্যক্তি 2.5 লক্ষ টাকা কর ছাড়ের যোগ্য হন ৷ তবে ওটিআর-এর অধীনে একই কর দিতে হবে ৷ যদি করদাতা ওটিআর বেছে নেন এবং 2.5 লক্ষের বেশি সঞ্চয় করেন ৷ তাহলে তার কর দেওয়ার পরিমাণ 54 হাজার 600-এর নিচে নেমে যাবে ।

আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য 'দরাজ দিল' নির্মলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.