হায়দরাবাদ, 14 জানুয়ারি: এখনই সময় কর সাশ্রয়ী বিনিয়োগের ৷ কারণ, আমরা এই মুহূর্তে 2022-23 অর্থবর্ষের শেষ পর্যায়ে চলে এসেছি ৷ করের সীমা কমানোর জন্য একাধিক বিনিয়োগের উপায় খোলা রয়েছে ৷ এর মধ্যে, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ইএলএসএস) শেয়ার বাজারে লাভজনক একটি বিনিয়োগ ৷ এটি আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের মিশ্র সুবিধা দিয়ে থাকে (ELSS Helps You Save Tax) ৷ সেই রকমই কয়েকটি কর সাশ্রয়ী বিনিয়োগ সম্পর্কে জেনে নেওয়া যাক, যা আমাদের অর্থনৈতিক পরিকল্পনাকে ছুঁতে সাহায্য করবে ৷
আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল কর সাশ্রয় ৷ এটা অর্থবর্ষের প্রথম মাস থেকেই করা উচিত ৷ তবে, অধিকাংশ মানুষ এই বিনিয়োগ নিয়ে অর্থবর্ষের শেষভাগে ভাবনাচিন্তা শুরু করে ৷ আর সেই সময় বিনিয়োগের সিদ্ধান্ত তাড়াহুড়োর মধ্যে নিতে হয় ৷ তবে, এই অল্প সময়ের মধ্যেই কর সাশ্রয়ে ভালো সুবিধা পাওয়া যাবে ৷ সেক্ষেত্রে বিনিয়োগের সঠিক ক্ষেত্র বা স্কিম বেছে নিতে হবে ৷ এখানে স্কিমগুলিকে বুঝতে হবে, যা দীর্ঘ মেয়াদি বিনিয়োগের সুবিধা প্রদান করে ৷
প্রসঙ্গত, অন্য স্কিমের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (Equity Linked Savings Schemes) অনেক বেশি সুবিধা প্রদান করে ৷ এই কারণে তারা ব্যাপকভাবে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে ৷ আয়কর আইনের ধারা 80C এর অধীনে, এএলএসএস-এ করা বিনিয়োগের ফলে করে ছাড় পাওয়া যায় ৷ তবে, এই সুবিধা পাওয়া যাবে তখনই, যখন বিনিয়োগের পরিমাণ বছরে দেড় লক্ষ টাকা হবে ৷ এর বাইরে ইএলএসএস মিউচুয়াল ফান্ডের মতো কাজ করে ৷
আরও পড়ুন: সম্পত্তির আসল দলিল হারিয়ে ফেলেছেন? শীঘ্রই নিন এই পদক্ষেপগুলি
তবে, এক্ষেত্রেও কিছু কিছু দিক রয়েছে যা বিবেচনা করতে হবে ৷ ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে অন্তত পক্ষে 3 বছরের বাধ্যতামূলক বিনিয়োগ করতে হয় ৷ আর সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরেই করে ছাড় পাওয়া যায় ৷ এখানে প্রবৃদ্ধি, লভ্যাংশ এবং লভ্যাংশ পুনর্বিনিয়োগের বিকল্পও রয়েছে ৷ 3 বছরের লক-ইন পিরিয়ডের পরে, ইএলএসএস-এর বিনিয়োগের স্কিমগুলি সহজ লিকুইডিটি অপশন প্রদান করে ৷ এমনকি ওপেন-এন্ডেড হয়ে যায় ৷
এই ইএলএসএস স্কিমগুলির অধীনে, বিনিয়োগকারী এককালীন বা পর্যায়ক্রমে বিনিয়োগ করার সুযোগ পাবেন ৷ উল্লেখ্য, ইএলএসএস স্কিমগুলিতে বিনিয়োগ ইক্যুইটি এবং ইক্যুইটি-ভিত্তিক হয় ৷ যখন ইক্যুইটিতে বিনিয়োগ এক বছরের বেশি সময় ধরে চলে এবং সেই আর্থিক বছরে আয় 1 লক্ষ টাকার বেশি হয় ৷ সেক্ষেত্রে অতিরিক্ত আয়ের উপর 10 শতাংশ কর দিতে হবে বিনিয়োগকারীকে ৷