নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: চলতি বছর 4,200 জনেরও বেশি কেবিন ক্রু এবং 900 জন পাইলট নিয়োগ করবে বলে ঠিক করেছে এয়ার ইন্ডিয়া (Air India)৷ কারণ টাটা গ্রুপের মালিকানাধীন এই বিমান সংস্থা (Air India to hire cabin crew) তার বহর এবং কার্যক্রম প্রসারিত করছে ৷ দিনকয়েক আগেই এয়ার ইন্ডিয়া 70টি বড় বহরের বিমান-সহ বোয়িং এবং এয়ারবাস মিলিয়ে 470টি বিমান কেনার অর্ডার দিয়েছে ৷ তার পরপরই নিয়োগের কথা ঘোষণা করল এই সংস্থা ৷
2022 সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা যায় টাটা গ্রুপের হাতে ৷ তারা 36টি বিমান লিজ দেওয়ার পরিকল্পনা করেছে এবং তার মধ্যে দুটি বি 777-200 এলআর ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
শুক্রবার একটি বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া বলেছে যে, তারা 2023 সালে 4,200 জনেরও বেশি কেবিন ক্রু প্রশিক্ষণার্থী এবং 900 জন পাইলট নিয়োগের পরিকল্পনা করছে ৷ কারণ এই বিমান সংস্থা নতুন বিমান আনছে এবং দ্রুত তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কার্যক্রম প্রসারিত করছে ।
2022 সালের মে থেকে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে এই বিমান সংস্থা 1,900 জনেরও বেশি কেবিন ক্রু নিয়োগ করেছে । বিবৃতিতে বলা হয়েছে, গত সাত মাসে (জুলাই 2022-জানুয়ারি 2023 এর মধ্যে) 1,100 জনেরও বেশি কেবিন ক্রুকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং গত তিন মাসে প্রায় 500 জন কেবিন ক্রুকে বিমানে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: যাত্রীদের মাতাল বলবেন না, এয়ার ইন্ডিয়ার নয়া অ্যালকোহল নীতিতে নির্দেশ কেবিন ক্রুদের
এয়ার ইন্ডিয়ার ইনফ্লাইট সার্ভিসেসের প্রধান সন্দীপ ভার্মা বলেছেন, বিমান সংস্থায় নতুন প্রতিভা যুক্ত করা হলে তা সাংস্কৃতিক রূপান্তরের গতিকে ত্বরান্বিত করবে ৷ তারা আরও পাইলট এবং রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ারদের নিয়োগ বাড়ানোর দিকেও নজর দিচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া ৷
কেবিন ক্রুরা সুরক্ষা এবং পরিষেবা দক্ষতা প্রদানের জন্য একটি 15-সপ্তাহের প্রোগ্রামের মধ্যে দিয়ে যাবে এবং ভারতীয় আতিথেয়তা ও টাটা গ্রুপ সংস্কৃতির সেরা দৃষ্টান্ত তুলে ধরার জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ কর্মসূচিতে বিস্তৃত শ্রেণিকক্ষ এবং মুম্বইতে এয়ারলাইন্স ট্রেনিং ফেসিলিটিতে বিমানের মধ্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকবে ৷ যাতে বিমানের পরিবেশের সঙ্গে প্রশিক্ষণরত ক্রুরা পরিচিত হন ৷