ETV Bharat / business

বাজার খুলতেই ধস শেয়ার বাজারে, পড়ল সেনসেক্স - শেয়ার বাজার

গতকাল প্রায় 1709 পয়েন্ট পড়েছিল সেনসেক্স ৷ বিগত তিন বছরের ইতিহাসে সেনসেক্সের সবথেকে খারাপ পতন ছিল গতকাল ৷ আজ বাজার খুলতেই ফের ধস শেয়ার বাজারে ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 19, 2020, 11:01 AM IST

Updated : Mar 19, 2020, 11:24 AM IST

মুম্বই, 19 মার্চ : কোরোনার জেরে শেয়ার বাজারে ধস অব্যাহত ৷ আজ বাজার খুলতেই সেনসেক্স পড়ল 2045.75 পয়েন্ট ৷ বাজার খোলার সময়ে সেনসেক্স ছিল 27,099.32 ৷ পতন নিফটিতেও ৷ এক ধাক্কায় প্রায় 500 পয়েন্ট পড়ল নিফটি ৷

কোরোনা আতঙ্কের কারণে দালাল স্ট্রিটে রোজই নামছে সেনসেক্সের পয়েন্ট ৷ বিগত তিন বছরের ইতিহাসে গতকাল সবথেকে খারাপ পতনের সাক্ষী ছিল সেনসেক্স ৷ 29 হাজার পয়েন্টেরও নিচে 5.59 শতাংশের হিসেবে 1709 পয়েন্ট পড়েছিল সেনসেক্স ৷ গতকাল বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ছিল 28,869 পয়েন্টে ৷ নিফটিও পড়েছিল 425 পয়েন্ট ৷ 4.75 পয়েন্ট কমে গতকাল বাজার বন্ধ হওয়ার সময়ে নিফটি ছিল 8541 পয়েন্টে ৷

আজ সকালে বাজার খোলার পরপরই পড়ল টাকার দাম ৷ অ্যামেরিকান ডলার পিছু টাকার দাম কমে দাঁড়াল 74.89 টাকা ৷ শেয়ার কমেছে ভারতি ইনফ্রটেলের ৷ 15.1 শতাংশ কমে ভারতি ইনফ্রটেলের শেয়ারের মূল্য ভারতীয় মুদ্রায় 127.15 টাকায় দাঁড়িয়েছে ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে 12.4 শতাংশ ৷ কমেছে কোটাক মাহিন্দ্রার শেয়ারের দামও ৷ বাজার খোলার পর 9.1 শতাংশ কমেছে কোটাক মাহিন্দ্রার শেয়ার ৷

গতকাল থেকেই ফের পুরোদমে ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছে ইয়েস ব্যাঙ্ক ৷ গতকাল কিছুটা বাড়লেও আজ সকাল থেকেই ফের ধস ইয়েস ব্যাঙ্কের শেয়ারেও ৷ আজ সকালে 13.65 শতাংশ কমেছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার ৷ এছাড়া বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ, ONGC, ভারত পের্ট্রোলিয়াম, HCL, এশিয়ান পেইন্টসেরও শেয়ারের দাম কমেছে ৷

ইতিমধ্যে একাধিক দেশের সঙ্গে বাতিল করা হচ্ছে ট্রাভেল ভিসা ৷ সব কিছুর মূলে রয়েছে কোরোনা ভাইরাস ৷ সাতটি মহাদেশের মধ্যে ছয়টি মহাদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ৷ তার ফলে শুধু ভারতের নয়, নিম্নমুখী সমগ্র বিশ্বের বাজার ৷

ধসের মুখে ওয়াল স্ট্রিটও ৷ প্রায় 13 শতাংশ পড়েছে ডাউয়ের সূচক ৷ 1987 সালের পর থেকে এইধরনের বিপর্যয়ের মুখোমুখি আর হয়নি ওয়াল স্ট্রিট ৷ সম্প্রতি প্রায় 3000 পয়েন্ট পড়েছিল ডাউয়ের সূচক ৷ সাম্প্রতিক ইতিহাসে এটিই সবথেকে বড় একদিনের পতন ডাউয়ের ৷

মুম্বই, 19 মার্চ : কোরোনার জেরে শেয়ার বাজারে ধস অব্যাহত ৷ আজ বাজার খুলতেই সেনসেক্স পড়ল 2045.75 পয়েন্ট ৷ বাজার খোলার সময়ে সেনসেক্স ছিল 27,099.32 ৷ পতন নিফটিতেও ৷ এক ধাক্কায় প্রায় 500 পয়েন্ট পড়ল নিফটি ৷

কোরোনা আতঙ্কের কারণে দালাল স্ট্রিটে রোজই নামছে সেনসেক্সের পয়েন্ট ৷ বিগত তিন বছরের ইতিহাসে গতকাল সবথেকে খারাপ পতনের সাক্ষী ছিল সেনসেক্স ৷ 29 হাজার পয়েন্টেরও নিচে 5.59 শতাংশের হিসেবে 1709 পয়েন্ট পড়েছিল সেনসেক্স ৷ গতকাল বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ছিল 28,869 পয়েন্টে ৷ নিফটিও পড়েছিল 425 পয়েন্ট ৷ 4.75 পয়েন্ট কমে গতকাল বাজার বন্ধ হওয়ার সময়ে নিফটি ছিল 8541 পয়েন্টে ৷

আজ সকালে বাজার খোলার পরপরই পড়ল টাকার দাম ৷ অ্যামেরিকান ডলার পিছু টাকার দাম কমে দাঁড়াল 74.89 টাকা ৷ শেয়ার কমেছে ভারতি ইনফ্রটেলের ৷ 15.1 শতাংশ কমে ভারতি ইনফ্রটেলের শেয়ারের মূল্য ভারতীয় মুদ্রায় 127.15 টাকায় দাঁড়িয়েছে ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে 12.4 শতাংশ ৷ কমেছে কোটাক মাহিন্দ্রার শেয়ারের দামও ৷ বাজার খোলার পর 9.1 শতাংশ কমেছে কোটাক মাহিন্দ্রার শেয়ার ৷

গতকাল থেকেই ফের পুরোদমে ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছে ইয়েস ব্যাঙ্ক ৷ গতকাল কিছুটা বাড়লেও আজ সকাল থেকেই ফের ধস ইয়েস ব্যাঙ্কের শেয়ারেও ৷ আজ সকালে 13.65 শতাংশ কমেছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার ৷ এছাড়া বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ, ONGC, ভারত পের্ট্রোলিয়াম, HCL, এশিয়ান পেইন্টসেরও শেয়ারের দাম কমেছে ৷

ইতিমধ্যে একাধিক দেশের সঙ্গে বাতিল করা হচ্ছে ট্রাভেল ভিসা ৷ সব কিছুর মূলে রয়েছে কোরোনা ভাইরাস ৷ সাতটি মহাদেশের মধ্যে ছয়টি মহাদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ৷ তার ফলে শুধু ভারতের নয়, নিম্নমুখী সমগ্র বিশ্বের বাজার ৷

ধসের মুখে ওয়াল স্ট্রিটও ৷ প্রায় 13 শতাংশ পড়েছে ডাউয়ের সূচক ৷ 1987 সালের পর থেকে এইধরনের বিপর্যয়ের মুখোমুখি আর হয়নি ওয়াল স্ট্রিট ৷ সম্প্রতি প্রায় 3000 পয়েন্ট পড়েছিল ডাউয়ের সূচক ৷ সাম্প্রতিক ইতিহাসে এটিই সবথেকে বড় একদিনের পতন ডাউয়ের ৷

Last Updated : Mar 19, 2020, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.