ETV Bharat / business

ফের ধস শেয়ার বাজারে - সেনসেক্স

শেয়ার বাজারে ফের পতন ৷

শেয়ার বাজারে ফের পতন ৷
author img

By

Published : Oct 1, 2019, 6:05 PM IST

মুম্বই, 1 অক্টোবর : ফের পতন শেয়ার বাজারে ৷ সোমবারের ধারা মেনেই মঙ্গলবার আরও নামে সূচক ৷ মঙ্গলবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ারের দাম ৷ একসময় 700 পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক ৷ তবে শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সূচক কিছুটা বাড়ে ৷ শেষপর্যন্ত দিনের শেষে সেনসেক্স পড়েছে 362 পয়েন্ট ৷ শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক দাঁড়ায় 38,305.41 পয়েন্ট ৷

নিফটিতে মন্দা দেখা গেছে আজ ৷ নিফটির সূচক পড়ে 114.55 পয়েন্ট ৷ ব্যাঙ্কের শেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৷ বেহাল দশা ইয়েস ব্যাঙ্কের শেয়ারের ৷ এছাড়াও জ়ি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, গ্রাসিমের শেয়ারও নেমে যায় আজ ৷

বিনিয়োগকারী এক ম্যানেজার বলেন, সমবায় ব্যাঙ্কগুলির ক্ষেত্রে লাগাতার শেয়ারের পতন হচ্ছে ৷ তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক ঘিরে সমস্যা বেড়েছে ৷ পাশাপাশি, নিফটি PSU ব্যাঙ্ক উপ-সূচক প্রায় চার শতাংশ পড়ার দরুণ প্রবল চাপে থাকল ব্যাঙ্ক শেয়ারগুলি ।

মুম্বই, 1 অক্টোবর : ফের পতন শেয়ার বাজারে ৷ সোমবারের ধারা মেনেই মঙ্গলবার আরও নামে সূচক ৷ মঙ্গলবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ারের দাম ৷ একসময় 700 পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক ৷ তবে শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সূচক কিছুটা বাড়ে ৷ শেষপর্যন্ত দিনের শেষে সেনসেক্স পড়েছে 362 পয়েন্ট ৷ শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক দাঁড়ায় 38,305.41 পয়েন্ট ৷

নিফটিতে মন্দা দেখা গেছে আজ ৷ নিফটির সূচক পড়ে 114.55 পয়েন্ট ৷ ব্যাঙ্কের শেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৷ বেহাল দশা ইয়েস ব্যাঙ্কের শেয়ারের ৷ এছাড়াও জ়ি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, গ্রাসিমের শেয়ারও নেমে যায় আজ ৷

বিনিয়োগকারী এক ম্যানেজার বলেন, সমবায় ব্যাঙ্কগুলির ক্ষেত্রে লাগাতার শেয়ারের পতন হচ্ছে ৷ তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক ঘিরে সমস্যা বেড়েছে ৷ পাশাপাশি, নিফটি PSU ব্যাঙ্ক উপ-সূচক প্রায় চার শতাংশ পড়ার দরুণ প্রবল চাপে থাকল ব্যাঙ্ক শেয়ারগুলি ।

Kolkata, Oct 01 (ANI): Union Home Minister Amit Shah arrived in Kolkata on Oct 01. Shah received warm welcome by BJP workers. He will address the gathering at Netaji Indoor Stadium later today. He is likely to speak on National Register of Citizens (NRC) and Citizenship Amendment Bill.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.