মুম্বই, 1 অক্টোবর : ফের পতন শেয়ার বাজারে ৷ সোমবারের ধারা মেনেই মঙ্গলবার আরও নামে সূচক ৷ মঙ্গলবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ারের দাম ৷ একসময় 700 পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক ৷ তবে শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সূচক কিছুটা বাড়ে ৷ শেষপর্যন্ত দিনের শেষে সেনসেক্স পড়েছে 362 পয়েন্ট ৷ শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক দাঁড়ায় 38,305.41 পয়েন্ট ৷
নিফটিতে মন্দা দেখা গেছে আজ ৷ নিফটির সূচক পড়ে 114.55 পয়েন্ট ৷ ব্যাঙ্কের শেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৷ বেহাল দশা ইয়েস ব্যাঙ্কের শেয়ারের ৷ এছাড়াও জ়ি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, গ্রাসিমের শেয়ারও নেমে যায় আজ ৷
বিনিয়োগকারী এক ম্যানেজার বলেন, সমবায় ব্যাঙ্কগুলির ক্ষেত্রে লাগাতার শেয়ারের পতন হচ্ছে ৷ তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক ঘিরে সমস্যা বেড়েছে ৷ পাশাপাশি, নিফটি PSU ব্যাঙ্ক উপ-সূচক প্রায় চার শতাংশ পড়ার দরুণ প্রবল চাপে থাকল ব্যাঙ্ক শেয়ারগুলি ।