মুম্বই, 4 অগস্ট : 400 পয়েন্ট উঠল সেনসেক্স (Sensex) ৷ বুধবার সকালে শেয়ার বাজার (Share Market) খুলতেই সেনসেক্সের এই বৃদ্ধি ৷ যার ফলে তা 54 হাজার পেরিয়ে গেল ৷ বিশ্বের বাজারে ইনফোসিস (Infosys), এইচডিএফসি (HDFC) এবং আইসিআইসিআই-এর (ICICI) ইতিবাচক ট্রেন্ডের জন্য এই বৃদ্ধি বলে জানা গিয়েছে ৷ বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স এখনও পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায় উঠেছে ৷ যা হল 54256.13 ৷ অন্যদিকে নিফটিও (Nifty) 116.10 পয়েন্ট উঠেছে ৷ শুরুতেই নিফটির বৃদ্ধি পৌঁছায় 16246.85-এ ৷ যা এই সূচকের ক্ষেত্রেও সর্বোচ্চ ৷
এদিন সকালে সবচেয়ে বেশি লাভ হয়েছে টাটা স্টিলের (Tata Steel) ৷ প্রায় 2 শতাংশ বেড়েছে ওই সংস্থার শেয়ারের দর ৷ এর পরই রয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, ড. রেড্ডিজ (Dr. Reddy's), ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রি (Relaience Industry) এবং এইচডিএফসি ব্যাঙ্ক ৷ অন্যদিকে ভারতী এয়ারটেল (Bharti Airtel), নেসলে ইন্ডিয়া (Nestle India), এসবিআই (SBI), এইচইউএল (HUL) এবং আলট্রাটেক (Ultratech) সিমেন্টের শেয়ারের দরের বৃদ্ধি ধীরগতিতে হয়েছে ৷
আরও পড়ুন : ওলার ব্যবসা বাড়াতে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
গতকাল, মঙ্গলবার সেনসেক্স 53823.36-এ বন্ধ হয়েছিল ৷ গতকাল বৃদ্ধির পরিমাণ ছিল 872.73 ৷ যা তার আগের দিনের তুলনায় 1.65 শতাংশ বেশি ছিল ৷ আর নিফটি বন্ধ হয়েছিল 16130.75-এ ৷ গতকাল তা 245.60 পয়েন্ট বা 1.55 শতাংশ উঠেছিল ৷ সেটাই নিফটির সর্বকালীন রেকর্ড বৃদ্ধি ছিল ৷
রিলায়েন্স সিকিউরিটিজের কৌশলগত প্রধান বিনোদ মোদি জানান, মঙ্গলবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্যাপিটাল মার্কেট (Capital Market) থেকে 2116.60 কোটি টাকার শেয়ার কিনেছিল ৷ দেশীয় ইক্যুইটির (Domestic Equity) পরিস্থিতি এখনও পর্যন্ত ভাল ৷ শেয়ার বাজারের এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক হিসেবে বিনোদ মোদির ব্যাখ্যা, জিএসটি (GST) আদায়, অটোমোবাইল সেক্টরে বিক্রির পরিমাণ ইত্যাদি ৷ জুলাইতে এই সূচকগুলি ভাল ছিল বলে তাঁর দাবি ৷
আরও পড়ুন : এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ, নির্দেশিকা অর্থ মন্ত্রকের
তিনি আরও জানিয়েছেন যে প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির উপর চিনের (China) কিছু কড়া নিয়মনীতি আরোপের ফলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেখান থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (Foreign Institutional Investors) সরে আসছেন ৷ যার লাভ এখন ভারতের শেয়ার বাজারে হচ্ছে ৷