ETV Bharat / business

মিউচুয়াল ফান্ডগুলির পাশে দাঁড়াতে 50 হাজার কোটির জোগান RBI-র

ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ঘোষণায় বিপাকে পড়েছিল মিউচুয়াল ফান্ডগুলি । এবার তাদের পাশে দাঁড়াল RBI ।

RBI
RBI
author img

By

Published : Apr 27, 2020, 4:22 PM IST

দিল্লি, 27 এপ্রিল : কোরোনার প্রভাবে ধুঁকছে অর্থনীতি । ধস নেমেছে শেয়ার বাজারে । কাঁচা টাকার অভাবে ভুগছে মিউচুয়াল ফান্ডগুলি। এরই মধ্যে সম্প্রতি অ্যামেরিকা ভিত্তিক সংস্থা ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ঘোষণায় বিপাকে পড়ে মিউচুয়াল ফান্ডগুলি । এবার তাদের পাশে দাঁড়াল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মিউচুয়াল ফান্ডগুলির সুবিধার্থে 50 হাজার কোটি টাকার নগদ অর্থের জোগান (স্পেশাল লিকুইডিটি ফেসিলিটি) দেওয়া হবে । 11 মে পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে ।

86,000 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক ফ্র্যাঙ্কলিন টেম্পলটন দেশের নবম বৃহত্তম মিউচুয়াল ফান্ড সংস্থা । গত সপ্তাহে তারা ঘোষণা করে, এদেশে 23 এপ্রিল থেকে 6টি ক্রেডিট ফান্ড বন্ধ থাকবে। মহামারী কোরোনার জেরে উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থার তরফে।

এদিকে লকডাউনের মাঝে হঠাৎ করে ফান্ড বন্ধের এই ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা । অনেকেই ভাবছিলেন অন্য মিউচুয়াল ফান্ডগুলিও একইপথে হাঁটতে পারে । এরপরে আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের ঘোষণায় খানিকটা হলেও স্বস্তি পেলেন তাঁরা ।

আজ RBI-র তরফে জানানো হয়েছে, 90 দিনের রেপো আপারেশন চলবে। 11 মে পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তারপর পরিস্থিতি খতিয়ে দেখবে RBI। এদিকে রিজ়ার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। টুইটারে তিনি লেখেন, " RBI-র তরফে মিউচুয়াল ফান্ডগুলির জন্য 50 হাজার কোটি টাকার স্পেশাল লিকুইডিটি ফেসিলিটির ঘোষণাকে আমি স্বাগত জানাই ।" প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের জেরে দেশে তৈরি হওয়া অর্থনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে RBI। এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের তরফে 1.7 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

ভারতে কোরোনায় আক্রান্ত 26,496। মৃত 824।

দিল্লি, 27 এপ্রিল : কোরোনার প্রভাবে ধুঁকছে অর্থনীতি । ধস নেমেছে শেয়ার বাজারে । কাঁচা টাকার অভাবে ভুগছে মিউচুয়াল ফান্ডগুলি। এরই মধ্যে সম্প্রতি অ্যামেরিকা ভিত্তিক সংস্থা ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ঘোষণায় বিপাকে পড়ে মিউচুয়াল ফান্ডগুলি । এবার তাদের পাশে দাঁড়াল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মিউচুয়াল ফান্ডগুলির সুবিধার্থে 50 হাজার কোটি টাকার নগদ অর্থের জোগান (স্পেশাল লিকুইডিটি ফেসিলিটি) দেওয়া হবে । 11 মে পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে ।

86,000 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক ফ্র্যাঙ্কলিন টেম্পলটন দেশের নবম বৃহত্তম মিউচুয়াল ফান্ড সংস্থা । গত সপ্তাহে তারা ঘোষণা করে, এদেশে 23 এপ্রিল থেকে 6টি ক্রেডিট ফান্ড বন্ধ থাকবে। মহামারী কোরোনার জেরে উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থার তরফে।

এদিকে লকডাউনের মাঝে হঠাৎ করে ফান্ড বন্ধের এই ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা । অনেকেই ভাবছিলেন অন্য মিউচুয়াল ফান্ডগুলিও একইপথে হাঁটতে পারে । এরপরে আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের ঘোষণায় খানিকটা হলেও স্বস্তি পেলেন তাঁরা ।

আজ RBI-র তরফে জানানো হয়েছে, 90 দিনের রেপো আপারেশন চলবে। 11 মে পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তারপর পরিস্থিতি খতিয়ে দেখবে RBI। এদিকে রিজ়ার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। টুইটারে তিনি লেখেন, " RBI-র তরফে মিউচুয়াল ফান্ডগুলির জন্য 50 হাজার কোটি টাকার স্পেশাল লিকুইডিটি ফেসিলিটির ঘোষণাকে আমি স্বাগত জানাই ।" প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের জেরে দেশে তৈরি হওয়া অর্থনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে RBI। এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের তরফে 1.7 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

ভারতে কোরোনায় আক্রান্ত 26,496। মৃত 824।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.