দিল্লি, 6 মে : লকডাউনের এক চরম প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে । ধুঁকছে কেন্দ্রীয় কোষাগার । এই পরিস্থিতিতে বাড়ানো হয়েছে পেট্রল ও ডিজ়েলের দাম । পেট্রল ও ডিজ়েলের দামে আবগারি শুল্ক বাড়িয়ে লাভের মুখ দেখবে কেন্দ্র । অতিরিক্ত রাজস্ব বাবদ প্রায় 1.6 লাখ কোটি টাকা লাভ করবে । লকডাউনের কারণে বাণিজ্য প্রায় বন্ধ, সেক্ষেত্রে এই আর্থিক-আমদানি অর্থনীতিকে কিছুটা হলেও চাঙ্গা করবে বলে মনে করছে বিশেষজ্ঞের একাংশ ।
গত সন্ধেতে পেট্রল ও ডিজ়েলের দামে আবগারি শুল্ক বাড়িয়েছে কেন্দ্র । পেট্রলের দাম লিটার প্রতি 10 টাকা এবং ডিজ়েলের দাম লিটার প্রতি 13 টাকা বাড়ানো হয়েছে । অথচ, আন্তর্জাতিক স্তরে তেলের দাম কমেছে । বিশেষজ্ঞরা বলছেন দুই দশকে তেলের দাম এই পরিমাণ কমেনি ।
দুই মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবগারি শুল্ক বৃদ্ধি হল । এই মূল্যবৃদ্ধি সরকারকে 2019-20 বছরে অতিরিক্ত রাজস্ব বাবদ 1.7 লাখ কোটি টাকা এনে দেবে বলে জানিয়েছেন শিল্পপতিরা ।
লকডাউনের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে । ফলে যে ক্ষতির মুখোমুখি কেন্দ্র, তার অনেকটাই পূর্তি হবে ।
এক রিপোর্টে প্রকাশ করা হয়েছিল লকডাউনে পেট্রোজাত পণ্যের ব্যবহার কমেছে । এপ্রিলের 15 তারিখ পর্যন্ত পেট্রলের বিক্রি 64 শতাংশ কমেছিল । এপ্রিলের শেষে গিয়ে বিক্রি কমার হার এসে দাঁড়িয়েছিল 61 শতাংশে । ডিজ়েলের বিক্রির হার এপ্রিলের 15 তারিখ পর্যন্ত কমেছিল 61 শতাংশ এবং এপ্রিলের শেষে তা হয় 56.5 শতাংশ ।
মুডিস ইনভেসটর সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিকাশ হালান কেন্দ্রের এই পদক্ষেপের বিষয়ে বলেন, “ভারত সরকার পেট্রল এবং ডিজ়েলে করের পরিমাণ বাড়িয়েছে । পেট্রলে 21 USD প্রতি ব্যারেল এবং ডিজ়েলে 27 USD প্রতি ব্যারেল । কেন্দ্রের আদায় করা করে এর প্রভাব পড়বে । USD 21 বিলিয়ন অধিক হারে কর আদায় করবে কেন্দ্র সরকার । ”