ETV Bharat / business

স্টেট ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে লাগবে OTP - ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে 10 হাজার টাকার বেশি ATM থেকে তুলতে হলে মোবাইল OTP প্রয়োজন হবে । তবে এই OTP লাগবে শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার সময় ।

sbi
sbi
author img

By

Published : Jan 1, 2020, 8:43 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : নতুন বছরে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এছাড়া ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আজ থেকে ম্যাগনেটিক স্ট্রিপের ATM ডেবিট কার্ড বাতিল হচ্ছে ।

স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে 10 হাজার টাকার বেশি ATM থেকে তুলতে হলে মোবাইল OTP প্রয়োজন হবে । তবে এই OTP লাগবে শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার সময় । গ্রাহকদের যে মোবাইল ফোন নম্বর ব্যাঙ্কে নথিভুক্ত রয়েছে শুধু সেই নম্বরে OTP আসবে । গ্রাহক যখন ATM-এর স্ক্রিনে 10 হাজারের বেশি অঙ্ক লিখবেন, তখন স্ক্রিনে OTP ফিল্ড আসবে । সেখানে গ্রাহক তাঁর ফোনে আসা OTP টাইপ করবেন ।

নতুন বছরের প্রথম দিন থেকে ম্যাগনেটিক স্ট্রিপের ATM ডেবিট কার্ড বাতিল করা হল । তার বদলে ব্যবহার করতে হবে EMV চিপের ATM ডেবিট কার্ড । গ্রাহকদের লেনদেনের সুরক্ষা বাড়াতে এই নতুন প্রযুক্তির কার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

দিল্লি, 1 জানুয়ারি : নতুন বছরে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এছাড়া ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আজ থেকে ম্যাগনেটিক স্ট্রিপের ATM ডেবিট কার্ড বাতিল হচ্ছে ।

স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে 10 হাজার টাকার বেশি ATM থেকে তুলতে হলে মোবাইল OTP প্রয়োজন হবে । তবে এই OTP লাগবে শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার সময় । গ্রাহকদের যে মোবাইল ফোন নম্বর ব্যাঙ্কে নথিভুক্ত রয়েছে শুধু সেই নম্বরে OTP আসবে । গ্রাহক যখন ATM-এর স্ক্রিনে 10 হাজারের বেশি অঙ্ক লিখবেন, তখন স্ক্রিনে OTP ফিল্ড আসবে । সেখানে গ্রাহক তাঁর ফোনে আসা OTP টাইপ করবেন ।

নতুন বছরের প্রথম দিন থেকে ম্যাগনেটিক স্ট্রিপের ATM ডেবিট কার্ড বাতিল করা হল । তার বদলে ব্যবহার করতে হবে EMV চিপের ATM ডেবিট কার্ড । গ্রাহকদের লেনদেনের সুরক্ষা বাড়াতে এই নতুন প্রযুক্তির কার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

RS Pura (JandK), Dec 30 (ANI): BSF Jawans celebrated New Year away from families along International border in Jammu and Kashmir. Jawans had a gala time with each other by cutting a cake at the border. They were also spotted dancing to the beat of the drums ahead of New Year. Several tourists also joined the BSF Jawans in the celebration.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.