ETV Bharat / business

অন্য নেটওয়ার্কে ফোন করলেই টাকা দিতে হবে জিও গ্রাহকদের - মুকেশ আম্বানি

IUC অর্থাৎ ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বসাচ্ছে জিও

অন্য নেটওয়ার্কে ফোন করলেই টাকা দিতে হবে জিও গ্রাহকদের
author img

By

Published : Oct 9, 2019, 8:45 PM IST

Updated : Oct 9, 2019, 9:07 PM IST

দিল্লি, 9 অক্টোবর: এতদিন পর্যন্ত বিনামূল্যেই ফোন করা যেত ৷ কিন্তু এবার থেকে আর নয় ৷ অন্য কোনও নেটওয়ার্কে ফোন করলেই টাকা গুনতে হবে জিও গ্রাহকদের ৷ প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে ফোন করলেই প্রতি মিনিটে 6 পয়সা দিতে হবে গ্রাহকদের ৷

IUC অর্থাৎ ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বসাচ্ছে জিও ৷ এতদিন পর্যন্ত দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা সমস্ত কলের ক্ষেত্রে বিনামূল্যে পরিষেবা দিত ৷ যদিও গ্রাহকদের থেকে প্রতি মিনিটে অন্য নেটওয়ার্কে ফোনের ক্ষেত্রে টাকা নিলেও তা পূরণ করে দেবে জিও৷ বিনিময়ে ওই টাকায় ডেটা ফেরত দেবে মুকেশ আম্বানির সংস্থা ৷

জিও গ্রাহকরা জিও নেটওয়ার্কে ফোন করলে, কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন করলে যদিও এই নিয়ম কার্যকর হবে না ৷ নতুন এই নিয়মের কারণ হিসেবে জিও জানিয়েছে IUC-তে লোকসানের কথা ৷ IUC হিসেবে প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে ফোনের ক্ষেত্রে গত তিন বছরে তাদের প্রায় 13,500 কোটি দিতে হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে জিও৷

দিল্লি, 9 অক্টোবর: এতদিন পর্যন্ত বিনামূল্যেই ফোন করা যেত ৷ কিন্তু এবার থেকে আর নয় ৷ অন্য কোনও নেটওয়ার্কে ফোন করলেই টাকা গুনতে হবে জিও গ্রাহকদের ৷ প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে ফোন করলেই প্রতি মিনিটে 6 পয়সা দিতে হবে গ্রাহকদের ৷

IUC অর্থাৎ ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বসাচ্ছে জিও ৷ এতদিন পর্যন্ত দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা সমস্ত কলের ক্ষেত্রে বিনামূল্যে পরিষেবা দিত ৷ যদিও গ্রাহকদের থেকে প্রতি মিনিটে অন্য নেটওয়ার্কে ফোনের ক্ষেত্রে টাকা নিলেও তা পূরণ করে দেবে জিও৷ বিনিময়ে ওই টাকায় ডেটা ফেরত দেবে মুকেশ আম্বানির সংস্থা ৷

জিও গ্রাহকরা জিও নেটওয়ার্কে ফোন করলে, কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন করলে যদিও এই নিয়ম কার্যকর হবে না ৷ নতুন এই নিয়মের কারণ হিসেবে জিও জানিয়েছে IUC-তে লোকসানের কথা ৷ IUC হিসেবে প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে ফোনের ক্ষেত্রে গত তিন বছরে তাদের প্রায় 13,500 কোটি দিতে হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে জিও৷

Bhubaneswar (Odisha), Oct 08 (ANI): With a thought to save environment from getting polluted on Vijaya Dashami, people came up with a unique idea. They celebrated the festival by putting up a 40-feet Ravana poster instead of an effigy. The poster was put up at Nayapalli area of Odisha's Bhubaneswar. A man later climbed up and tore it instead of burning it. Traditionally, Ravana effigy is burnt to mark the victory of good over evil on the occasion. The festival of Dusshera was celebrated across the country on October 08.
Last Updated : Oct 9, 2019, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.