ETV Bharat / business

Union budget of India 2022: কেন্দ্রীয় বাজেটে রাজস্ব ঘাটতি ঠিক কী?

author img

By

Published : Jan 17, 2022, 1:48 PM IST

সামনেই কেন্দ্রীয় বাজেট (Union budget of India) ৷ কেন্দ্রীয় বাজেটে রাজস্ব ঘাটতি ঠিক কী, দেখে নেব একনজরে ৷

Union budget of India: what is revenue deficit
কেন্দ্রীয় বাজেটে রাজস্ব ঘাটতি ঠিক কী?

নয়াদিল্লি, 17 জানুয়ারি: কেন্দ্রীয় বাজেট (Union budget of India) হল একটি আর্থিক বছরে সরকারের রাজস্ব প্রাপ্তি এবং এর ব্যয়ের একটি বিবৃতি যা সংসদে পেশ করা হয় । সরকারের ব্যয় এবং প্রাপ্তির মধ্যে ব্যবধানকে ঘাটতি বলা হয় ।

2003 সালের ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে, কেন্দ্রীয় সরকারকে সংসদে বিভিন্ন ঘাটতি বা ঘাটতি রিপোর্ট করতে হয় । এই ঘাটতিগুলো হলে রাজস্ব ঘাটতি এবং প্রাথমিক ঘাটতি (what is revenue deficit) ৷ রাজস্ব ঘাটতি কেন্দ্রীয় সরকারের মোট ঋণের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে ৷ একটি আর্থিক বছরে । রাজস্ব ঘাটতি হল রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য ।

যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (nirmala sitharaman on Union budget of India) উপস্থাপিত সংশোধিত অনুমান অনুসারে, গত আর্থিক বছরের (FY 2020-21) রাজস্ব ব্যয় অনুমান করা হয়েছিল 30.11 লক্ষ কোটি টাকা, এবং রাজস্ব প্রাপ্তি অনুমান করা হয়েছিল 15.55 লক্ষ কোটি টাকা ।

সংশোধিত অনুমান অনুসারে, রাজস্ব ব্যয় এবং রাজস্ব প্রাপ্তির মধ্যে পার্থক্য অনুমান করা হয়েছিল 14.56 লক্ষ কোটি টাকা, যা রাজস্ব ব্যয়ের প্রায় অর্ধেক । তবে জিডিপির শতাংশ হিসাবে, রাজস্ব ব্যয় জিডিপির 7.5% অনুমান করা হয়েছে । এটি বাজেটের অনুমানের তুলনায় অনেকটাই বেশি যা জিডিপির 2.7% হবে বলে আশা করা হয়েছিল । কিন্তু কোভিড-19 বিশ্বব্যাপী মহামারির প্রাদুর্ভাবের কারণে, সরকারের সমস্ত অনুমান প্রত্যাশিত গতিপথ থেকে সরে গিয়েছে ।

আরও পড়ুন: বাংলা-অসমে আত্মবিশ্বাস ও তামিলনাড়ু-কেরালায় বিজেপির আশা বাড়াল কেন্দ্রীয় বাজেট

একইভাবে চলতি আর্থিক বছরের জন্য, অর্থবছর 2021-22 (এপ্রিল-মার্চ 2022 সময়কাল), অর্থমন্ত্রী অনুমান করেছেন যে সরকারের রাজস্ব ব্যয় কিছুটা কম হয়ে হবে 29.29 লক্ষ কোটি টাকা এবং রাজস্ব প্রাপ্তি কিছুটা বেশি হয়ে হবে 17.88 লক্ষ কোটি টাকার বেশি ।

এই অনুমান অনুসারে, চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি 11.4 লক্ষ কোটি টাকায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে, যা GDP-এর 5.1% হবে বলে আশা করা হচ্ছে । রাজস্ব ঘাটতির পাশাপাশি সরকার কার্যকর রাজস্ব ঘাটতি সংসদে উপস্থাপন করে । এর অর্থ হল মূলধন সম্পদ তৈরির জন্য অনুদান-সহায়তা হিসাবে দেওয়া পরিমাণ হ্রাস করা ।

গত অর্থবছরে সরকার মূলধন সম্পদ তৈরির জন্য অনুদান-সহায়তা হিসাবে 2.3 লক্ষ কোটি টাকারও বেশি দিয়েছে এবং চলতি অর্থবছরের জন্য এটি 2.19 লক্ষ কোটি টাকার কিছু কম হবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন: কৃষিক্ষেত্রে আয় বাড়ানোই লক্ষ্য কেন্দ্রের, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

যদি এই পরিমাণ রাজস্ব ঘাটতি থেকে হ্রাস করা হয় তবে বিগত অর্থবছরে কার্যকর রাজস্ব ঘাটতি 12.25 লাখ কোটি টাকার বেশি অনুমান করা হয়েছিল এবং চলতি অর্থবছরের জন্য এটি 9.21 লাখ কোটি টাকার বেশি অনুমান করা হয়েছে, যা যথাক্রমে জিডিপির 6.1% এবং 4.3%।

নয়াদিল্লি, 17 জানুয়ারি: কেন্দ্রীয় বাজেট (Union budget of India) হল একটি আর্থিক বছরে সরকারের রাজস্ব প্রাপ্তি এবং এর ব্যয়ের একটি বিবৃতি যা সংসদে পেশ করা হয় । সরকারের ব্যয় এবং প্রাপ্তির মধ্যে ব্যবধানকে ঘাটতি বলা হয় ।

2003 সালের ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে, কেন্দ্রীয় সরকারকে সংসদে বিভিন্ন ঘাটতি বা ঘাটতি রিপোর্ট করতে হয় । এই ঘাটতিগুলো হলে রাজস্ব ঘাটতি এবং প্রাথমিক ঘাটতি (what is revenue deficit) ৷ রাজস্ব ঘাটতি কেন্দ্রীয় সরকারের মোট ঋণের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে ৷ একটি আর্থিক বছরে । রাজস্ব ঘাটতি হল রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য ।

যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (nirmala sitharaman on Union budget of India) উপস্থাপিত সংশোধিত অনুমান অনুসারে, গত আর্থিক বছরের (FY 2020-21) রাজস্ব ব্যয় অনুমান করা হয়েছিল 30.11 লক্ষ কোটি টাকা, এবং রাজস্ব প্রাপ্তি অনুমান করা হয়েছিল 15.55 লক্ষ কোটি টাকা ।

সংশোধিত অনুমান অনুসারে, রাজস্ব ব্যয় এবং রাজস্ব প্রাপ্তির মধ্যে পার্থক্য অনুমান করা হয়েছিল 14.56 লক্ষ কোটি টাকা, যা রাজস্ব ব্যয়ের প্রায় অর্ধেক । তবে জিডিপির শতাংশ হিসাবে, রাজস্ব ব্যয় জিডিপির 7.5% অনুমান করা হয়েছে । এটি বাজেটের অনুমানের তুলনায় অনেকটাই বেশি যা জিডিপির 2.7% হবে বলে আশা করা হয়েছিল । কিন্তু কোভিড-19 বিশ্বব্যাপী মহামারির প্রাদুর্ভাবের কারণে, সরকারের সমস্ত অনুমান প্রত্যাশিত গতিপথ থেকে সরে গিয়েছে ।

আরও পড়ুন: বাংলা-অসমে আত্মবিশ্বাস ও তামিলনাড়ু-কেরালায় বিজেপির আশা বাড়াল কেন্দ্রীয় বাজেট

একইভাবে চলতি আর্থিক বছরের জন্য, অর্থবছর 2021-22 (এপ্রিল-মার্চ 2022 সময়কাল), অর্থমন্ত্রী অনুমান করেছেন যে সরকারের রাজস্ব ব্যয় কিছুটা কম হয়ে হবে 29.29 লক্ষ কোটি টাকা এবং রাজস্ব প্রাপ্তি কিছুটা বেশি হয়ে হবে 17.88 লক্ষ কোটি টাকার বেশি ।

এই অনুমান অনুসারে, চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি 11.4 লক্ষ কোটি টাকায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে, যা GDP-এর 5.1% হবে বলে আশা করা হচ্ছে । রাজস্ব ঘাটতির পাশাপাশি সরকার কার্যকর রাজস্ব ঘাটতি সংসদে উপস্থাপন করে । এর অর্থ হল মূলধন সম্পদ তৈরির জন্য অনুদান-সহায়তা হিসাবে দেওয়া পরিমাণ হ্রাস করা ।

গত অর্থবছরে সরকার মূলধন সম্পদ তৈরির জন্য অনুদান-সহায়তা হিসাবে 2.3 লক্ষ কোটি টাকারও বেশি দিয়েছে এবং চলতি অর্থবছরের জন্য এটি 2.19 লক্ষ কোটি টাকার কিছু কম হবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন: কৃষিক্ষেত্রে আয় বাড়ানোই লক্ষ্য কেন্দ্রের, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

যদি এই পরিমাণ রাজস্ব ঘাটতি থেকে হ্রাস করা হয় তবে বিগত অর্থবছরে কার্যকর রাজস্ব ঘাটতি 12.25 লাখ কোটি টাকার বেশি অনুমান করা হয়েছিল এবং চলতি অর্থবছরের জন্য এটি 9.21 লাখ কোটি টাকার বেশি অনুমান করা হয়েছে, যা যথাক্রমে জিডিপির 6.1% এবং 4.3%।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.