ETV Bharat / business

বিলগ্নিকরণে জোর কেন্দ্রের, 2022 সালে বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া - কেন্দ্র সরকার

এতদিন ধরে বলে আসলেও রাজস্ব ঘাটতি মেটাতে এবার বিলগ্নিকরণ ইশুতে কার্যত কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় বাজেট 2021এ সেই ঘোষণাই করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি এদিন সরাসরি ঘোষণা করলেন, 2022 সালে কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়াকে বেচে দেওয়া হবে ৷

Union Budget 2021 Center of emphasis on alienation Air India being sold in 2022
বিলগ্নিকরণে জোর কেন্দ্রের, 2022 সালে বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া
author img

By

Published : Feb 1, 2021, 7:06 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বিলগ্নিকরণ নিয়ে এবার কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার ৷ অলাভজনক কেন্দ্রীয় সংস্থাগুলিকে এবার বিক্রি করে দেওয়া হবে বলে আজকের বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 2021-22 অর্থবর্ষে অলাভজনক সংস্থাগুলির বিলগ্নিকরণ করে 1 লাখ 75 হাজার কোটি টাকা ঘাটতি মেটানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ৷

এ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এয়ার ইন্ডিয়াকে 2022 সালে বেসরকারি সংস্থার কাছে বেচে দেওয়া হবে ৷ এই তালিকায় বিসিসিএল ও পবনহংসের মতো সংস্থাও রয়েছে ৷ পাশাপাশি এলআইসি-র অধিকাংশ শেয়ারও এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ সেই শেয়ার বিক্রির টাকাও ঘাটিত খাতে বিনিয়োগ করা হবে বলে বাজেটে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ এমনকী 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরও বেসরকারিকরণ করা হবে বলে আজকের বাজেটে জানিয়েছেন সীতারমন ৷ প্রসঙ্গত, 2019 সালের কেন্দ্রীয় বাজেটে প্রথম বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ যেখানে এয়ার ইন্ডিয়া ছাড়াও রেল, বিএসএনএল, অর্ডন্যান্স ফ্যাক্টরি, বন্দর সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ করার কথা জানিয়েছিল কেন্দ্র ৷ সেই মতো রেলের একাধিক ক্ষেত্রে বেসরকারিকরণ ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : 75 বছর বা তার বেশি বয়সিদের পেনশন থেকেই আয় হলে ফাইল করতে হবে না আয়কর রিটার্ন

ঘাটতি মেটাতে রাজ্য সরকারগুলিকেও পড়ে থাকা জমি বিক্রির জন্য় বলা হয়েছে কেন্দ্রের তরফে ৷ সেখানে বলা হয়েছে, যে সব সরকারি জমি বহুদিন ধরে পরিত্য়ক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলিকে যেন রাজ্য সরকার বিক্রি করে দেয় ৷ ঘাটতি মিটিয়ে একাধিক ক্ষেত্রে সেই টাকা বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বিলগ্নিকরণ নিয়ে এবার কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার ৷ অলাভজনক কেন্দ্রীয় সংস্থাগুলিকে এবার বিক্রি করে দেওয়া হবে বলে আজকের বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 2021-22 অর্থবর্ষে অলাভজনক সংস্থাগুলির বিলগ্নিকরণ করে 1 লাখ 75 হাজার কোটি টাকা ঘাটতি মেটানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ৷

এ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এয়ার ইন্ডিয়াকে 2022 সালে বেসরকারি সংস্থার কাছে বেচে দেওয়া হবে ৷ এই তালিকায় বিসিসিএল ও পবনহংসের মতো সংস্থাও রয়েছে ৷ পাশাপাশি এলআইসি-র অধিকাংশ শেয়ারও এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ সেই শেয়ার বিক্রির টাকাও ঘাটিত খাতে বিনিয়োগ করা হবে বলে বাজেটে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ এমনকী 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরও বেসরকারিকরণ করা হবে বলে আজকের বাজেটে জানিয়েছেন সীতারমন ৷ প্রসঙ্গত, 2019 সালের কেন্দ্রীয় বাজেটে প্রথম বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ যেখানে এয়ার ইন্ডিয়া ছাড়াও রেল, বিএসএনএল, অর্ডন্যান্স ফ্যাক্টরি, বন্দর সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ করার কথা জানিয়েছিল কেন্দ্র ৷ সেই মতো রেলের একাধিক ক্ষেত্রে বেসরকারিকরণ ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : 75 বছর বা তার বেশি বয়সিদের পেনশন থেকেই আয় হলে ফাইল করতে হবে না আয়কর রিটার্ন

ঘাটতি মেটাতে রাজ্য সরকারগুলিকেও পড়ে থাকা জমি বিক্রির জন্য় বলা হয়েছে কেন্দ্রের তরফে ৷ সেখানে বলা হয়েছে, যে সব সরকারি জমি বহুদিন ধরে পরিত্য়ক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলিকে যেন রাজ্য সরকার বিক্রি করে দেয় ৷ ঘাটতি মিটিয়ে একাধিক ক্ষেত্রে সেই টাকা বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.