দিল্লি, 13 জুন : ডেলিভারি বয় দিয়ে খাবার পৌঁছে দেওয়ার দিন সম্ভবত শেষ হতে চলেছে । এবার খাবার পৌঁছে দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করতে চলেছে উবার ।
পরীক্ষামূলকভাবে ড্রোন পরিষেবা ব্যবহার করেছে উবার । মার্কিন যুক্তরাষ্ট্রে সান ডিয়েগোয় ম্যাকডোনাল্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খাবার পৌঁছে দিয়েছে সংস্থা ।
কীভাবে কাজ করবে উবার ইটসের এই পরিকল্পনা ?
ধরুন আপনি খাবার অর্ডার দিলেন । রেস্তোরাঁ সেই খাবার তৈরি করে ড্রোনে লোড করে দিল । এরপর ড্রোনটি উবারের নির্দিষ্ট গাড়িতে খাবারটা পৌঁছে দেবে । তারপর সেই গাড়িটি গিয়ে খাবার দিয়ে আসবে নির্দিষ্ট গন্তব্যে ।