ETV Bharat / business

এবার ড্রোনের মাধ্যমেই খাবার পৌঁছে দেবে উবার - drone delivery

আর হয়ত দেখা যাবে না ডেলিভারি বয়কে । এবার ড্রোনের মাধ্যমেই খাবার পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় ।

a
author img

By

Published : Jun 13, 2019, 9:20 PM IST

দিল্লি, 13 জুন : ডেলিভারি বয় দিয়ে খাবার পৌঁছে দেওয়ার দিন সম্ভবত শেষ হতে চলেছে । এবার খাবার পৌঁছে দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করতে চলেছে উবার ।

পরীক্ষামূলকভাবে ড্রোন পরিষেবা ব্যবহার করেছে উবার । মার্কিন যুক্তরাষ্ট্রে সান ডিয়েগোয় ম্যাকডোনাল্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খাবার পৌঁছে দিয়েছে সংস্থা ।

কীভাবে কাজ করবে উবার ইটসের এই পরিকল্পনা ?

ধরুন আপনি খাবার অর্ডার দিলেন । রেস্তোরাঁ সেই খাবার তৈরি করে ড্রোনে লোড করে দিল । এরপর ড্রোনটি উবারের নির্দিষ্ট গাড়িতে খাবারটা পৌঁছে দেবে । তারপর সেই গাড়িটি গিয়ে খাবার দিয়ে আসবে নির্দিষ্ট গন্তব্যে ।

দিল্লি, 13 জুন : ডেলিভারি বয় দিয়ে খাবার পৌঁছে দেওয়ার দিন সম্ভবত শেষ হতে চলেছে । এবার খাবার পৌঁছে দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করতে চলেছে উবার ।

পরীক্ষামূলকভাবে ড্রোন পরিষেবা ব্যবহার করেছে উবার । মার্কিন যুক্তরাষ্ট্রে সান ডিয়েগোয় ম্যাকডোনাল্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খাবার পৌঁছে দিয়েছে সংস্থা ।

কীভাবে কাজ করবে উবার ইটসের এই পরিকল্পনা ?

ধরুন আপনি খাবার অর্ডার দিলেন । রেস্তোরাঁ সেই খাবার তৈরি করে ড্রোনে লোড করে দিল । এরপর ড্রোনটি উবারের নির্দিষ্ট গাড়িতে খাবারটা পৌঁছে দেবে । তারপর সেই গাড়িটি গিয়ে খাবার দিয়ে আসবে নির্দিষ্ট গন্তব্যে ।


Varanasi (Uttar Pradesh), June 13 (ANI): A Special 'aarti' was performed at Dashashwamedh ghat in Uttar Pradesh's Varanasi on Wednesday. The 'aarti' was performed on the occasion of Ganga Dussehra. Ganga Dussehra is celebrated on the 10th day (Dashami) of the waxing moon (Shukla Paksha) in the Hindu month Jyeshtha, also marks the day when Goddess Ganga is believed to have descended from the heavens to Earth. Thousands of devotees flocked the Dashashwamedh Ghat to take a dip in the holy Ganges while others were seen performing puja on the banks of the river. Celebrations last for a total of ten days, with the last day being celebrated as Ganga Dussehra.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.