ETV Bharat / business

স্থায়ী আমানতে সুদের হার কমাল SBI

সমস্ত সুদের হার 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য ৷ SBI জানিয়েছে, সিনিয়র সিটিজ়েনরা যেকোনও স্থায়ী আমানতে 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন ৷

FD
SBI
author img

By

Published : Mar 11, 2020, 1:27 PM IST

Updated : Mar 11, 2020, 1:34 PM IST

দিল্লি, 11 মার্চ : স্থায়ী আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ একমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ৷ এই সুদের হার গতকাল ( 10 মার্চ) থেকে লাগুর কথা জানিয়েছে SBI ৷ এর আগে 10 ফেব্রুয়ারি স্থায়ী আমানতে তারা সুদের হার কমিয়েছিল ৷

স্থায়ী আমানতে নতুন সুদের হার অনুযায়ী, 7-45 দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদ হচ্ছে 4 শতাংশ ৷ যা আগে ছিল 4.5 শতাংশ ৷ এক বছর থেকে 5 বছরের কম পর্যন্ত স্থায়ী আমানতে নতুন সুদের হার 5.9 শতাংশ ৷ আগে ছিল 6 শতাংশ ৷ আর 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার হচ্ছে 5.9 শতাংশ ৷ এই সুদের হারও ছিল 6 শতাংশ ৷ সমস্ত সুদের হার 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য ৷ SBI জানিয়েছে, সিনিয়র সিটিজ়েনরা যেকোনও স্থায়ী আমানতে 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন ৷

SBI-র তরফে জানানো হয়েছে, স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িটে (FD) এই সুদের হার প্রযোজ্য হবে নতুন আমানতকারীদের ক্ষেত্রে ৷ ম্যাচিউরিটির পর যাঁরা স্থায়ী আমানতের টাকা রিনিউ করবেন, তাঁদের ক্ষেত্রেও নতুন সুদের হার প্রযোজ্য হবে ৷

মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট (MCLR)-ও 15 বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে SBI৷ এক বছরের MCLR-এর ক্ষেত্রে 10 বেসিস পয়েন্ট কমানো হয়েছে ৷ ফলে একবছরের MCLR 7.85 শতাংশ থেকে কমে 7.75 শতাংশ হয়েছে ৷ এই সিদ্ধান্তও গতকাল (10 মার্চ) থেকে লাগু হয়েছে ৷

দিল্লি, 11 মার্চ : স্থায়ী আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ একমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ৷ এই সুদের হার গতকাল ( 10 মার্চ) থেকে লাগুর কথা জানিয়েছে SBI ৷ এর আগে 10 ফেব্রুয়ারি স্থায়ী আমানতে তারা সুদের হার কমিয়েছিল ৷

স্থায়ী আমানতে নতুন সুদের হার অনুযায়ী, 7-45 দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদ হচ্ছে 4 শতাংশ ৷ যা আগে ছিল 4.5 শতাংশ ৷ এক বছর থেকে 5 বছরের কম পর্যন্ত স্থায়ী আমানতে নতুন সুদের হার 5.9 শতাংশ ৷ আগে ছিল 6 শতাংশ ৷ আর 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার হচ্ছে 5.9 শতাংশ ৷ এই সুদের হারও ছিল 6 শতাংশ ৷ সমস্ত সুদের হার 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য ৷ SBI জানিয়েছে, সিনিয়র সিটিজ়েনরা যেকোনও স্থায়ী আমানতে 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন ৷

SBI-র তরফে জানানো হয়েছে, স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িটে (FD) এই সুদের হার প্রযোজ্য হবে নতুন আমানতকারীদের ক্ষেত্রে ৷ ম্যাচিউরিটির পর যাঁরা স্থায়ী আমানতের টাকা রিনিউ করবেন, তাঁদের ক্ষেত্রেও নতুন সুদের হার প্রযোজ্য হবে ৷

মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট (MCLR)-ও 15 বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে SBI৷ এক বছরের MCLR-এর ক্ষেত্রে 10 বেসিস পয়েন্ট কমানো হয়েছে ৷ ফলে একবছরের MCLR 7.85 শতাংশ থেকে কমে 7.75 শতাংশ হয়েছে ৷ এই সিদ্ধান্তও গতকাল (10 মার্চ) থেকে লাগু হয়েছে ৷

Last Updated : Mar 11, 2020, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.