ETV Bharat / business

2 দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত মারুতি সুজ়ুকির - Maruti Suzuki to shut operations at Haryana plants

আগামী 7 ও 9 সেপ্টেম্বর মারুতি সুজ়ুকির গুরগাঁও ও মানেসারের প্ল্যান্টে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷ সংস্থার উৎপাদন ও গাড়ি বিক্রির পরিমাণ হ্রাস পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মারুতি সুজ়ুকি ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Sep 4, 2019, 2:32 PM IST

গুরগাঁও (হরিয়ানা), 4 সেপ্টেম্বর : হরিয়ানার দুটো প্ল্যান্ট থেকে দু'দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজ়ুকি ৷ আজ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী 7 ও 9 সেপ্টেম্বর গুরগাঁও ও মানেসারের প্ল্যান্টে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷

গতকয়েক মাস ধরে অটো শিল্পক্ষেত্রে মন্দার প্রভাব পড়েছে ৷ অন্যান্য গাড়ি প্রস্তুতকারক সংস্থারগুলোর মতো মারুতি সুজ়ুকিরও উৎপাদন হ্রাস পেয়েছে ৷ কমেছে গাড়ি বিক্রির সংখ্যাও ৷ তাই কার্যত বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সুজ়ুকি কর্তৃপক্ষ ৷

অগাস্টেই সংস্থার উৎপাদন 33.99 শতাংশ হ্রাস পেয়েছে ৷ চলতি বছরের জানুয়ারিতে সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মাত্র 0.2 শতাংশ গাড়ির বিক্রয় বৃদ্ধি পায় ৷ এরপর থেকে ক্রমাগত গাড়ি বিক্রির হার কমেছে ৷

গুরগাঁও (হরিয়ানা), 4 সেপ্টেম্বর : হরিয়ানার দুটো প্ল্যান্ট থেকে দু'দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজ়ুকি ৷ আজ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী 7 ও 9 সেপ্টেম্বর গুরগাঁও ও মানেসারের প্ল্যান্টে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷

গতকয়েক মাস ধরে অটো শিল্পক্ষেত্রে মন্দার প্রভাব পড়েছে ৷ অন্যান্য গাড়ি প্রস্তুতকারক সংস্থারগুলোর মতো মারুতি সুজ়ুকিরও উৎপাদন হ্রাস পেয়েছে ৷ কমেছে গাড়ি বিক্রির সংখ্যাও ৷ তাই কার্যত বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সুজ়ুকি কর্তৃপক্ষ ৷

অগাস্টেই সংস্থার উৎপাদন 33.99 শতাংশ হ্রাস পেয়েছে ৷ চলতি বছরের জানুয়ারিতে সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মাত্র 0.2 শতাংশ গাড়ির বিক্রয় বৃদ্ধি পায় ৷ এরপর থেকে ক্রমাগত গাড়ি বিক্রির হার কমেছে ৷

Vladivostok (Russia), Sep 04 (ANI): Prime Minister Narendra Modi accompanied by Russian President Vladimir Putin took tour of Zvezda ship-building complex. Massive ship-building complex was developed to enhance production capacity of existing shipyard in Bolshoi Kamen town. PM Narendra Modi is in Russia as the chief guest of the 5th Eastern Economic Forum.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.