ETV Bharat / business

আরও দামি রান্নার গ্যাস, এক মাসে তিন বারে বাড়ল 100 টাকা - রান্নার গ্যাসের দাম

আবারও বাড়ল এলপিজি-র দাম । বুধবার মধ্যরাত থেকে সিলিন্ডারপিছু দাম আরও 25 টাকা করে বাড়ানো হয়েছে । চলতি মাসে এই নিয়ে তিন বারে 100 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম ।

lpg price hiked for the third time in february
আরও দামি রান্নার গ্যাস, এক মাসে তিন বারে বাড়ল 100 টাকা
author img

By

Published : Feb 25, 2021, 8:55 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম । বুধবার মধ্যরাত থেকে আরও 25 টাকা বেড়ে গিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম । ফেব্রুয়ারি মাসে এই নিয়ে তৃতীয়বার । চলতি মাসে তিন বারে 100 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম ।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বুধবার ঘোষণা করে, 25 টাকা করে বাড়ছে রান্নার গ্যাসের 14.2 কেজি সিলিন্ডারের দাম । তার ফলে কলকাতায় সিলিন্ডারপিছু দাম বেড়ে হচ্ছে 820.50 টাকা । তবে 19 কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 5 টাকা কমে 1,584 টাকা হয়েছে ।

আরও পড়ুন: 10 দিনে দ্বিতীয়বার, এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

এর আগে, গত 15 ফেব্রুয়ারি দাম বাড়ে রান্নার গ্যাসের । এক লাফে 50 টাকা বাড়ে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিবিহীন 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয় 795 টাকা। তার আগে গত 4 ফেব্রুয়ারি চার মেট্রো শহরেই ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 25 টাকা বেড়েছিল । এই দু বার মূল্যবৃদ্ধিতে বাড়েনি ভর্তুকির অঙ্ক । তৃতীয়বারে ভর্তুকি বাড়ানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে গ্রাহকদের মনে । গ্যাসের দামের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম । সবমিলিয়ে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম । বুধবার মধ্যরাত থেকে আরও 25 টাকা বেড়ে গিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম । ফেব্রুয়ারি মাসে এই নিয়ে তৃতীয়বার । চলতি মাসে তিন বারে 100 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম ।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বুধবার ঘোষণা করে, 25 টাকা করে বাড়ছে রান্নার গ্যাসের 14.2 কেজি সিলিন্ডারের দাম । তার ফলে কলকাতায় সিলিন্ডারপিছু দাম বেড়ে হচ্ছে 820.50 টাকা । তবে 19 কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 5 টাকা কমে 1,584 টাকা হয়েছে ।

আরও পড়ুন: 10 দিনে দ্বিতীয়বার, এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

এর আগে, গত 15 ফেব্রুয়ারি দাম বাড়ে রান্নার গ্যাসের । এক লাফে 50 টাকা বাড়ে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিবিহীন 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয় 795 টাকা। তার আগে গত 4 ফেব্রুয়ারি চার মেট্রো শহরেই ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 25 টাকা বেড়েছিল । এই দু বার মূল্যবৃদ্ধিতে বাড়েনি ভর্তুকির অঙ্ক । তৃতীয়বারে ভর্তুকি বাড়ানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে গ্রাহকদের মনে । গ্যাসের দামের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম । সবমিলিয়ে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.