ওয়াশিংটন, 4 অগাস্ট : কর্মী ছাঁটাইয়ের বড়সড় অভিযোগ IBM-এর বিরুদ্ধে ৷ অ্যামেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা IBM গত কয়েক বছরে এক লাখের বেশি কর্মীকে ছাঁটাই করেছে ৷ অভিযোগ, 40-45 বছর বয়স পার হওয়া কর্মীদেরই বেছে বেছে ছাঁটাই করা হচ্ছে ৷ এটা করা হচ্ছে, মূলত ফেসবুক, গুগলের মতো সংস্থার সঙ্গে পাল্লা দিতে৷ তরুণদের বেশি করে চাকরির সুযোগ দিতে ৷
এই বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই আদালতে পৌঁছে গেছে ৷ সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকেছেন দুই প্রাক্তন কর্মী জোনাথন ল্যাঙ্গলে এবং অ্যালান ওয়াইল্ড । তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন চাকরি থাকলেও বেআইনি ভাবে তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁদের আরও দাবি, গত পাঁচ বছরে এই পরিস্থিতি ক্রমাগত বাড়ছে ৷
যদিও এই অভিযোগ সংস্থার তরফে পুরোপুরি অস্বীকার করা হয়েছে ৷ এক বিবৃতি জারি করে তাদের তরফে দাবি করা হয়েছে, "বছরে 50 হাজারের বেশি কর্মী নিয়োগ করা হয় । প্রশিক্ষণ দিয়ে তাঁদের উপযুক্ত করে তুলতে অনেক টাকা খরচ হয় । আমাদের ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মানুষ উৎসাহী, প্রতি বছর এত বিপুল নিয়োগ সেটাই প্রমাণ করে ।" যদিও বিভিন্ন জনস্বার্থ সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থা প্রোপাবলিকার একটি রিপোর্টে দেখা গেছে, বেশ কয়েক বছর ধরেই চল্লিশ পেরোনো বহু কর্মীকে ছাঁটাই করেছে IBM।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে IBM অবশ্যই একটা বড় নাম ৷ এই সংস্থার বিরুদ্ধে এ ভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ বিশ্বের বাজারে চাকরির প্রকৃত চিত্র নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি করল, তাতে সন্দেহ নেই ৷ তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির বাজারে একটা বিরাট শূন্যতা সব সময় পূরণ করে আসছে IBM ৷ এ বার তাদের মতো সংস্থা যদি এই হারে কর্মী ছাঁটাই করে, তাহলে আগামীদিনে চাকরি ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷