ETV Bharat / business

''কড়া স্টিমুলাসে মিলবে দীর্ঘমেয়াদি বৃদ্ধি, বাজেটই আত্মনির্ভর ভারতের হাতিয়ার'' - নির্মলা সীতারমন

এ বছরের বাজেট আত্মনির্ভর ভারত গড়ে তোলার হাতিয়ার। সংসদে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট বিতর্কের জবাবি ভাষণে তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বস্তি দিয়েছে এ বারের কেন্দ্রীয় বাজেট।

Budget provided strong stimulus, looked at long term growth, FM Nirmala Sitharaman says in Parliament
''কড়া স্টিমুলাসে মিলবে দীর্ঘমেয়াদি বৃদ্ধি, বাজেটই আত্মনির্ভর ভারতের হাতিয়ার''
author img

By

Published : Feb 12, 2021, 3:28 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি: কোভিড পরিস্থিতিতে ধরাশায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া উদ্দীপক দেওয়ার চেষ্টা করা হয়েছে এ বারের বাজেটে। সংসদে বাজেট বিতর্কের জবাবি ভাষণে এ কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, ছোট ছোট ক্ষেত্রেই নয়, মাঝারি ও দীর্ঘমেয়াদি ক্ষেত্রেও সমস্যার সমাধানের দ্বারা দেশের বৃদ্ধি বজায় রাখতে চেয়েছে সরকার, যাতে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে ভারত।

শুক্রবার নির্মলা বলেন, ''কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বস্তি দিয়েছে 2021 সালের কেন্দ্রীয় বাজেট। 80 কোটি মানুষকে খাদ্যশস্য দেওয়া হয়েছে, 8 কোটি মানুষকে বিনামূল্যে গ্যাস এবং কৃষক, মহিলা ও গরিব 40 কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।'' দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে বাজেট তৈরি করা হয়েছে বলে জানান নির্মলা।

এ বারের বাজেট আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ''আমাদের জনসংখ্যার দুই-তৃতীয়াংশই যুব সম্প্রদায় যাঁরা সুযোগ খুঁজছেন। এই বাজেট শুধু রিলিফ প্যাকেজই নয় নয়া চাকরির সুযোগ সৃষ্টি করারও দিশা দেখিয়েছে। এই বাজেটই নিজের কথা বলছে এবং আত্মনির্ভর ভারত গড়ার হাতিয়ার হয়ে উঠেছে।''

আরও পড়ুন: অতিমারীর ধাক্কা সামলাতে খরচ বাড়ানোর দাওয়াই নির্মলার

কোভিড পরিস্থিতে এই বাজেট দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে বলে দাবি করে নির্মলা বলেন, ''কোরোনাভাইরাসের পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতি সামাল দিতে কড়া উদ্দীপকের যোগান রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।''

দিল্লি, 12 ফেব্রুয়ারি: কোভিড পরিস্থিতিতে ধরাশায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া উদ্দীপক দেওয়ার চেষ্টা করা হয়েছে এ বারের বাজেটে। সংসদে বাজেট বিতর্কের জবাবি ভাষণে এ কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, ছোট ছোট ক্ষেত্রেই নয়, মাঝারি ও দীর্ঘমেয়াদি ক্ষেত্রেও সমস্যার সমাধানের দ্বারা দেশের বৃদ্ধি বজায় রাখতে চেয়েছে সরকার, যাতে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে ভারত।

শুক্রবার নির্মলা বলেন, ''কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বস্তি দিয়েছে 2021 সালের কেন্দ্রীয় বাজেট। 80 কোটি মানুষকে খাদ্যশস্য দেওয়া হয়েছে, 8 কোটি মানুষকে বিনামূল্যে গ্যাস এবং কৃষক, মহিলা ও গরিব 40 কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।'' দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে বাজেট তৈরি করা হয়েছে বলে জানান নির্মলা।

এ বারের বাজেট আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ''আমাদের জনসংখ্যার দুই-তৃতীয়াংশই যুব সম্প্রদায় যাঁরা সুযোগ খুঁজছেন। এই বাজেট শুধু রিলিফ প্যাকেজই নয় নয়া চাকরির সুযোগ সৃষ্টি করারও দিশা দেখিয়েছে। এই বাজেটই নিজের কথা বলছে এবং আত্মনির্ভর ভারত গড়ার হাতিয়ার হয়ে উঠেছে।''

আরও পড়ুন: অতিমারীর ধাক্কা সামলাতে খরচ বাড়ানোর দাওয়াই নির্মলার

কোভিড পরিস্থিতে এই বাজেট দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে বলে দাবি করে নির্মলা বলেন, ''কোরোনাভাইরাসের পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতি সামাল দিতে কড়া উদ্দীপকের যোগান রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.