নয়াদিল্লি, 8 ডিসেম্বর : দেশে ওমিক্রন আতঙ্ক (Omicron Scare) মাথাচাড়া দেওয়ায় এখনই সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক (RBI Keeps Lending Rates Unchanged)৷ তাই আপাতত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে দেওয়া সুদের হারে তারা কোনও পরিবর্তন করল না ৷ অপরিবর্তিতই রাখা হয়েছে রেপো রেট ও রিভার্স রেপো রেট ৷ আজ এ কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das)৷
বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট 4 শতাংশ ও রিভার্স রেপো রেট 3.35 শতাংশ ৷ বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে আরবিআই যে সুদে ঋণ দেয়, সেটাই হল রেপো রেট ৷ আর ব্যাঙ্কগুলি থেকে রিজার্ভ ব্যাঙ্কের টাকা ধার নেওয়ার সুদের হার হল রিভার্স রেপো রেট ৷ দুটিই অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এই নিয়ে পরপর 9 বার রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক ৷
আরও পড়ুন: Unequal Economy Nations : আর্থিক অসাম্য দেশগুলির শীর্ষ সারিতে ভারত, বলছে 'বিশ্ব অসাম্য রিপোর্ট'
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে, সর্বসম্মত ভাবে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মানিটারি পলিটি কমিটি ৷ তিনি আরও জানিয়েছেন, 2021-22 আর্থিক বছরে খুচরো ব্যবসায় মুদ্রাস্ফীতির হার 5.3 শতাংশ হবে বলে মনে করা হচ্ছে ৷ এর আগে, 2020 সালের মে'তে শেষ বার সুদের হারের পরিবর্তন করেছিল রিজার্ভ ব্যাঙ্ক ৷
আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার