ETV Bharat / budget-2019

বাজেট পেশের শুরুতে অরুণ জেটলিকে শ্রদ্ধার্ঘ্য নির্মলার - nirmala tribute to arun jaitley

বাজেট পেশের শুরুতে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানালেন নির্মলা সীতারমন । তিনি বলেন, অরুণ জেটলি ভারতে GST চালু করে একটা উল্লেখযোগ্য কাজ করেছেন ।

Tribute To Arun Jaitley
Tribute To Arun Jaitley
author img

By

Published : Feb 1, 2020, 12:39 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে নিজের পূর্বসূরি অরুণ জেটলিকে শ্রদ্ধা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তিনি বলেন, অরুণ জেটলি ভারতে GST চালু করে একটা উল্লেখযোগ্য কাজ করেছেন ।

গতবছরের 24 অগাস্ট প্রয়াত হন অরুণ জেটলি । আজ বাজেট শুরুর প্রথমেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "প্রয়াত অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাই৷" তারপর তাঁকে উদ্ধৃত করে বলেন, "এটি এমন এক ভারত হবে যেখানে কেন্দ্র এবং রাজ্যগুলি সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে।"

অর্থমন্ত্রী আরও বলেন, GST-র ফলে গোটা দেশকে এক করের আওতায় আনা গেছে । অরুণ জেটলির এই প্রয়োগের জন্য সমালোচনা হয়েছিল ।

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে নিজের পূর্বসূরি অরুণ জেটলিকে শ্রদ্ধা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তিনি বলেন, অরুণ জেটলি ভারতে GST চালু করে একটা উল্লেখযোগ্য কাজ করেছেন ।

গতবছরের 24 অগাস্ট প্রয়াত হন অরুণ জেটলি । আজ বাজেট শুরুর প্রথমেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "প্রয়াত অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাই৷" তারপর তাঁকে উদ্ধৃত করে বলেন, "এটি এমন এক ভারত হবে যেখানে কেন্দ্র এবং রাজ্যগুলি সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে।"

অর্থমন্ত্রী আরও বলেন, GST-র ফলে গোটা দেশকে এক করের আওতায় আনা গেছে । অরুণ জেটলির এই প্রয়োগের জন্য সমালোচনা হয়েছিল ।

New Delhi, Feb 01 (ANI): Union Finance Minister Nirmala Sitharaman arrived at Ministry of Finance on February 01. Minister of State (MoS) for Finance Anurag Thakur also arrived at the Ministry of Finance. Nirmala Sitharaman will present her second Budget today.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.