রায়গঞ্জ, 7 জুন : নদীতে পা পিছলে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ভাসিডাঙা গ্রামের । বিপুল সরকার নামে ওই যুবকের বাড়ি হেমতাবাদ থানা এলাকায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠিয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টিকটক ভিডিয়ো করতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান বিপুল ।
পুলিশ সূত্রে খবর, মহশো গ্রামের ছয় বন্ধু কুলিক নদীর ধারে টিকটক ভিডিয়ো তৈরি করছিলেন । সেই সময় আচমকা পা পিছলে নদীতে পড়ে যান বিপুল । নদীতে পড়ে তলিয়ে যান তিনি । ঘটনাস্থানে পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ । পুলিশ এসে যুবককে উদ্ধার করে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানে চিকিৎসক তাঁঁকে মৃত বলে ঘোষণা করেন ।
বিপুলের বন্ধু হৃদয় অধিকারী জানান, নাচের অনুশীলনের সময় পা পিছলে নদীতে পড়ে যায় । বিপুলের সঙ্গীরা কেউ সাঁঁতার না জানায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর পাড়ে দাঁঁড়িয়ে টিকটক ভিডিয়ো তৈরি করছিলেন বিপুল ও তাঁঁর কয়েকজন সঙ্গী । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন হৃদয় ।
মৃত যুবকের প্রতিবেশী নিখিল সরকারের আবার দাবি, নদীতে স্নান করতে গিয়ে বিপুলের মৃত্যু হয়েছে । এলাকায় লোকজন না থাকায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ।