কলকাতা, 14 মে : অমিত শাহর পর এবার বাতিল করা হল যোগী আদিত্যনাথের সভা । আগামীকাল বেহালার জেমস লং সরণিতে দক্ষিণ কলকাতার BJP প্রার্থী চন্দ্রকুমার বোসের সমর্থনে সভা করার কথা ছিল তাঁর । কিন্তু, আজই কলকাতা পুলিশের তরফে মেইল করে এই সভা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয় ।
19 মে শেষ দফায় ভোট দক্ষিণ কলকাতা সহ একাধিক লোকসভাকেন্দ্রে । তার আগে আগামীকাল হাবড়া, ফুলবাগান ও বেহালার জেমস লং সরণিতে সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের । কিন্তু আজ তা বাতিল হয়ে যায় । BJP-র সাধারণ সম্পাদক সুনীল দেওধর বলেন, দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকরা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । তাই তাঁরা ভয়ে সভা বাতিল করেছেন ।
ইতিমধ্যেই এই সভা বাতিলের পর নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রকুমার বোস । এর আগে গতকালই বারুইপুরের সীতাকুণ্ডে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা বাতিল হয়ে যায়। সেক্ষেত্রেও প্রশাসনের অসহযোগিতাকেই দায়ি করেছিলেন BJP নেতৃত্ব ।