ETV Bharat / briefs

আদিত্যনাথের বেহালার সভা বাতিল - public meeting

বেহালায় যোগী আদিত্যনাথের সভা বাতিল হয়ে গেল । আজ কলকাতা পুলিশ তা মেইল করে জানায় । চন্দ্রকুমার বোস এনিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

yogi
author img

By

Published : May 14, 2019, 9:59 AM IST

কলকাতা, 14 মে : অমিত শাহর পর এবার বাতিল করা হল যোগী আদিত্যনাথের সভা । আগামীকাল বেহালার জেমস লং সরণিতে দক্ষিণ কলকাতার BJP প্রার্থী চন্দ্রকুমার বোসের সমর্থনে সভা করার কথা ছিল তাঁর । কিন্তু, আজই কলকাতা পুলিশের তরফে মেইল করে এই সভা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয় ।

19 মে শেষ দফায় ভোট দক্ষিণ কলকাতা সহ একাধিক লোকসভাকেন্দ্রে । তার আগে আগামীকাল হাবড়া, ফুলবাগান ও বেহালার জেমস লং সরণিতে সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের । কিন্তু আজ তা বাতিল হয়ে যায় । BJP-র সাধারণ সম্পাদক সুনীল দেওধর বলেন, দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকরা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । তাই তাঁরা ভয়ে সভা বাতিল করেছেন ।

ইতিমধ্যেই এই সভা বাতিলের পর নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রকুমার বোস । এর আগে গতকালই বারুইপুরের সীতাকুণ্ডে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা বাতিল হয়ে যায়। সেক্ষেত্রেও প্রশাসনের অসহযোগিতাকেই দায়ি করেছিলেন BJP নেতৃত্ব ।

কলকাতা, 14 মে : অমিত শাহর পর এবার বাতিল করা হল যোগী আদিত্যনাথের সভা । আগামীকাল বেহালার জেমস লং সরণিতে দক্ষিণ কলকাতার BJP প্রার্থী চন্দ্রকুমার বোসের সমর্থনে সভা করার কথা ছিল তাঁর । কিন্তু, আজই কলকাতা পুলিশের তরফে মেইল করে এই সভা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয় ।

19 মে শেষ দফায় ভোট দক্ষিণ কলকাতা সহ একাধিক লোকসভাকেন্দ্রে । তার আগে আগামীকাল হাবড়া, ফুলবাগান ও বেহালার জেমস লং সরণিতে সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের । কিন্তু আজ তা বাতিল হয়ে যায় । BJP-র সাধারণ সম্পাদক সুনীল দেওধর বলেন, দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকরা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । তাই তাঁরা ভয়ে সভা বাতিল করেছেন ।

ইতিমধ্যেই এই সভা বাতিলের পর নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রকুমার বোস । এর আগে গতকালই বারুইপুরের সীতাকুণ্ডে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা বাতিল হয়ে যায়। সেক্ষেত্রেও প্রশাসনের অসহযোগিতাকেই দায়ি করেছিলেন BJP নেতৃত্ব ।

Intro:12-05-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ "আজকের নির্বাচণ যতটা ভালো হওয়ার কথা ছিলও। ততটা ভালো হয় নি। কিন্তু কিছু জায়গাতেই হংসা হয়েছে। কিন্তু বাকি জায়গাতেই নির্বাচণ শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু আমরা চাই নির্বাচণ কমিশন শেষ দফায় নির্বাচণ কঠোর হস্তে ভালোভবে ভোট করুক " বাগবাজারে নির্বাচনী প্রচারে এসে ভোট নিয়ে প্রতিক্রিয়া বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার।







রাহুল সিনহা বলে "আজকের ভোটে যারা অশান্তির বাতাবরণ তৈরি করেছে। যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। যাতে সপ্তম তথা শেষ দফা নির্বাচণে কোনও অশান্তি না হয়। সেটাই আমি আজ নির্বাচণ কমিশনও জানিয়েছি"


আজ যে আসনগুলিত ভোট হয়েছে। সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছে। আজ আমরা নির্বাচণ কমিশন কে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছি। যাতে শেষ দফায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হতে পারে। জানালেন রাহুল সিনহা।
Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.