ETV Bharat / briefs

মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু কিশোরের, নিখোঁজ আরও এক - কোচবিহারে নদীতে তলিয়ে কিশোরের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একজনকে তলিয়ে যেতে দেখে তাকে বাঁচাতে আরেক জনও নদীতে ঝাঁপিয়ে পড়ে । মুহূর্তের মধ্যে জলের তোড়ে দু'জনেই ভেসে যায় ৷

Search operation for missing teenager
Search operation for missing teenager
author img

By

Published : Oct 5, 2020, 7:22 PM IST

কোচবিহার, 5 অক্টোবর : নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের । নিখোঁজ আরও এক কিশোর ৷ কোচবিহারের শীতলকুচির সতীপোরাঘাট এলাকার খুটামারা নদীতে দুর্ঘটনাটি ঘটে ।

মৃত ওই কিশোরের নাম কাঞ্চন বর্মণ (17)। নিখোঁজ কিশোরের নাম কঙ্কন সরকার । দু'জনেরই বাড়ি শীতলকুচির ধনিরটারি এলাকায় ৷ আজ সকালে দু'জনেই খুটামারা নদীতে মাছ ধরতে গিয়েছিল । দূর থেকে কয়েকজন তাদের নদীতে তলিয়ে যেতে দেখেন । কাছে গিয়ে আর তাদের তাঁরা দেখতে পাননি । এরপর স্থানীয়দের খবর দেওয়া হয় । স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন । পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন তলিয়ে যাচ্ছে দেখে বন্ধুকে বাঁচাতে আরেক জনও নদীতে ঝাঁপিয়ে পড়ে । মুহূর্তের মধ্যে জলের তোড়ে দু'জনেই তলিয়ে যায় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ । তবে পুলিশ আসার আগেই স্থানীয়রা কাঞ্চনকে উদ্ধার করে শীতলকুচি হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । অন্যদিকে কঙ্কনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, ডুবুরি ও স্থানীয়রা ।

কোচবিহার, 5 অক্টোবর : নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের । নিখোঁজ আরও এক কিশোর ৷ কোচবিহারের শীতলকুচির সতীপোরাঘাট এলাকার খুটামারা নদীতে দুর্ঘটনাটি ঘটে ।

মৃত ওই কিশোরের নাম কাঞ্চন বর্মণ (17)। নিখোঁজ কিশোরের নাম কঙ্কন সরকার । দু'জনেরই বাড়ি শীতলকুচির ধনিরটারি এলাকায় ৷ আজ সকালে দু'জনেই খুটামারা নদীতে মাছ ধরতে গিয়েছিল । দূর থেকে কয়েকজন তাদের নদীতে তলিয়ে যেতে দেখেন । কাছে গিয়ে আর তাদের তাঁরা দেখতে পাননি । এরপর স্থানীয়দের খবর দেওয়া হয় । স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন । পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন তলিয়ে যাচ্ছে দেখে বন্ধুকে বাঁচাতে আরেক জনও নদীতে ঝাঁপিয়ে পড়ে । মুহূর্তের মধ্যে জলের তোড়ে দু'জনেই তলিয়ে যায় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ । তবে পুলিশ আসার আগেই স্থানীয়রা কাঞ্চনকে উদ্ধার করে শীতলকুচি হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । অন্যদিকে কঙ্কনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, ডুবুরি ও স্থানীয়রা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.