দিল্লি, 3 জুলাই : ফের কেন্দ্র-রাজ্য সংঘাত । রাজ্যের নাম বদলের আর্জি ফেরাল কেন্দ্র । পশ্চিমবঙ্গের নাম বদল ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব খারিজ করে দিল কেন্দ্র । বাংলা নয়, নাম থাকবে পশ্চিমবঙ্গই, বুধবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র ।
কেন্দ্রের বক্তব্য, কোনও রাজ্যের নাম বদলের ক্ষেত্রে সংবিধানে সংশোধনী জরুরি । এ দিন নাম বদল প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন । এই লিখিত বিবৃতিতে তিনি পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করতে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়াও সংসদের চলতি অধিবেশনে সংশোধনী বিষয়টি সম্পূর্ণ করতেও মমতা অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে।
-
West Bengal Chief Minister Mamata Banerjee has written to PM Narendra Modi regarding change of name of West Bengal to 'Bangla'.CM requested to get the amendment done in the ongoing session of Parliament (file pic) pic.twitter.com/1Yo0Kjthsv
— ANI (@ANI) July 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Bengal Chief Minister Mamata Banerjee has written to PM Narendra Modi regarding change of name of West Bengal to 'Bangla'.CM requested to get the amendment done in the ongoing session of Parliament (file pic) pic.twitter.com/1Yo0Kjthsv
— ANI (@ANI) July 3, 2019West Bengal Chief Minister Mamata Banerjee has written to PM Narendra Modi regarding change of name of West Bengal to 'Bangla'.CM requested to get the amendment done in the ongoing session of Parliament (file pic) pic.twitter.com/1Yo0Kjthsv
— ANI (@ANI) July 3, 2019
2018 সালের 26 জুলাই এই প্রস্তাব পাশ হয়েছিল বিধানসভায় । পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র দপ্তরে । কিন্তু পাশ হল না প্রস্তাব । এরপর সংবিধান সংশোধনে কেন্দ্রের গড়িমসিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন নাম বদলের, এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী ।
সংবাদসংস্থাকে এই প্রসঙ্গে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, 2016 সালে প্রথমে রাজ্যের নাম বদলের কথা ওঠে । বাংলা ভাষার ক্ষেত্রে 'বাংলা', ইংরেজিতে 'বেঙ্গল' ও হিন্দিতে 'বঙ্গাল' নামের প্রস্তাব রাখা হয় । কিন্তু কেন্দ্রের তরফে সেই প্রস্তাব বাতিল করার পর, একটি মাত্র নামের কথা বলা হয় । তখনই 'বাংলা' নামের প্রস্তাব দেওয়া হয় ।
বর্ণমালার দিক থেকে দেখলে পশ্চিমবঙ্গ (WB) প্রায় শেষের দিকে আসে, তাই সাধারণত সংসদে অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে রাজ্য সংক্রান্ত আলোচনা হয় । সেই বিষয়টিই অপছন্দ মুখ্যমন্ত্রীর । ''বাংলা নাম হলে রাজ্যের মানুষের প্রতি কোনওরকম অবহেলাও থাকবে না এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রীও,'' সংবাদসংস্থাকে জানান রাজ্যের এক আমলা ।
প্রসঙ্গত, CPI(M) রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাম বদলের বিষয়টি জানতে চেয়ে লিখিত বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্র দফতরের কাছে । তারই উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকছে, বাংলা নয় ।
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ''আমরা দীর্ঘদিন ধরেই বলছি, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে, তাই মুহূর্তে একটা রাজ্যের নাম বদলে ফেলা যায় না । এ ছাড়াও বাংলাদেশ রাষ্ট্রও আছে ।'' তাঁর কথায়, দেশভাগের ইতিহাস ভুলিয়ে দেওয়ার প্রয়াস চলছে । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানও ভুলিয়ে দেওয়ার প্রয়াস চলছে এ রাজ্যে । তাই আগামী প্রজন্মের কথা মাথায় রেখেই এই নাম বদল করাটাও ঠিক নয় ।
অন্যদিকে, রাজ্যের নাম বদল না করার সিদ্ধান্ত আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই বললেন কংগ্রেস নেতা আবদুল মান্নান । CPI(M) নেতা সুজন চক্রবর্তীও মান্নানের সঙ্গে একই সুরে কথা বলেন।
রাজ্যের নাম পরিবর্তনের পক্ষে শাসক দলের তরফেই সওয়াল করেন কংগ্রেস ও বাম নেতারা । তৃণমূল নেতা তাপস রায় বলেন, কেন্দ্রের গড়িমসি রয়েছে এই নাম বদলের সিদ্ধান্তে । এটির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে ।
রাজ্যের নাম বদল প্রসঙ্গে CPI(M) নেতা মহম্মদ সেলিম বলেন, দীর্ঘদিনের একটা প্রয়াস চলছিল নাম বদলের । তাই কেন্দ্রে প্রস্তাব খারিজ হওয়ায় স্বভাবতই তাঁরা হতাশ হয়েছেন । সেলিমের কথায়, ''প্রশ্নটা নাম বদলের নয় । প্রশ্নটা ভাষা ও সংস্কৃতি রক্ষার । শুধু নামে কিছু যায় আসে না । গত সাত-আট বছরে বাংলার সর্বনাশ হয়েছে, যার পরিণতি অখণ্ড বাঙালি জাতিসত্তাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে । তাঁর মতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেষ্টা করছে একদল । বাংলাদেশ মুক্তি আন্দোলনে সর্ব ধর্ম সমন্বয়ে জোট বেঁধে লড়েছিল পাকিস্তানের খান সেনাদের বিরুদ্ধে । জয় শ্রীরাম ধ্বনি বলিয়ে নিতে চাইছেন যাঁরা, তারা এভাবেই বিভাজনের রাজনীতি চাইছেন । তবে নাম পরিবর্তনের হুজুগে আমি বিশ্বাস করি না ।''
বাংলা না কি পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে রাজ্যের নাম বদল নিয়ে টানাপড়েন চলছে বেশ কিছুদিন ধরেই । নাম বদল নিয়ে কী বললেন বুদ্ধিজীবীরা ? দেখে নেওয়া যাক...
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় : এই খবরটা আমাকে অত্যন্ত হতাশ করেছে । কারণ বাংলা নামটা অনেক পুরনো নাম । দেশের নাম তো বাংলাই ছিল । বাংলার ঐতিহ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ নামটা ঠিক যায় না, সেক্ষেত্রে বঙ্গদেশ নামটা আবারও প্রস্তাবে পাঠানো যেতে পারে ।
সমাজকর্মী মিরাতুন নাহার : রাজ্যের নাম বাংলা হোক কখনও আমি চাইনি । আমাদের ভাষা বাংলা । আবার বাংলা কখনও কখনও বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় । একটি দেশের নাম বাংলাদেশ । প্রস্তাব খারিজ হওয়ায় খুশি হয়েছি বললে যারা চেয়েছিলেন তাদের প্রতি অবমাননা করা হয় । যেহেতু আমি চেয়েছিলাম বাংলা নামটি না হোক, তাই প্রস্তাব খারিজ করে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট ।
কবি সুবোধ সরকার : নামবদলের প্রস্তাব খারিজ হওয়ায় একজন কবি হিসেবে আমি মর্মাহত । বাংলা নামটার মধ্যে বাঙালির আবেগ জড়িত । পশ্চিমবঙ্গ নামটার ক্ষেত্রে ইতিহাস জড়িয়ে আছে সন্দেহ নেই । কিন্তু সেসব এখন প্রায় বিস্মৃতির পর্যায়ে । পশ্চিমবঙ্গ আমাদের দেশের পশ্চিমে নয় । এ রাজ্য দেশের পূর্ব দিকে ।
বাণী বসু, সাহিত্যিক : বিদ্বান মানুষদের সঙ্গে আরও কয়েকবার আলোচনা করে নামটা কী হবে, তা ঠিক করা যায় । বাংলা আর বাংলাদেশে দ্বিধা তৈরি হতে পারে, হয়তো তাই বদল করা হচ্ছে না । এর পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য আমার জানা নেই ।
পবিত্র সরকার, ভাষাবিদ : কেন্দ্রীয় সরকার কেন এটা খারিজ করল ঠিক জানি না । তাদের যুক্তি আমার কাছে স্পষ্ট নয় । বাংলা আর বাংলাদেশে দ্বিধা তৈরি হতে পারে, তাই বাংলা নামটা বলা আমাদের রাজ্যের ক্ষেত্রে যুক্তিযুক্ত হয়নি । বঙ্গ নামটা প্রস্তাব করা যেতে পারে ।